Ambati Rayudu mocks RCB: আমরা ৫। কোহলিরা ছিটকে যেতেই হাজির জাদেজাদের পুরোনো ভিডিও! আরসিবিকে ধোনির বন্ধুর খাপ খোলা অপমান প্রকাশ্যে চলে এল। এই গোটাটারই সূত্রপাত হয়েছে এবারের আইপিএলে আরসিবির কাছে সিএসকের হারের পর। আরসিবির চেয়ে একটা ম্যাচ বেশি জিতেও ওই হারের জন্য প্লে অফ পর্বে যেতে পারেনি সিএসকে। আর, সেই জয়ের পর আরসিবি আনন্দ যেন বাঁধ মানছিল না। আনন্দ করতে রাস্তায় পর্যন্ত নেমে গিয়েছিলেন আরসিবি সমর্থকরা।
এলিমিনেটরে আরসিবি হারতেই শুরু হয়েছে সিএসকে সমর্থকদের পালটা কটাক্ষ। সিএসকের প্রাক্তন সদস্য অম্বাতি রায়ডু একটা পুরোনো ভিডিও শেয়ার করেছেন, 'সেখানে লেখা পাঁচবারের চ্যাম্পিয়নদের থেকে একটু মনে করানোর চেষ্টা। কখনও একটু মনে করানোরও দরকার হয়।' বুধবারই রাজস্থান রয়্যালসের কাছে হেরেছে আরসিবি। তারপরই বৃহস্পতিবার ওই পুরোনো ভিডিও পোস্ট করেছেন রায়ডু।
শুধু ভিডিও পোস্টই নয়। বুধবার রাজস্থানের সঙ্গে আরসিবি ম্যাচে ধারাভাষ্যের সময় রায়ডু বলেছিলেন, আবেগ আর উদযাপন করে আইপিএল ট্রফি জেতা যায় না। ফাফ ডু প্লেসিসের নেতৃত্বাধীন দলে সেটাই সব ছিল। রায়ডুর কথায়, 'যদি আরসিবি সম্পর্কে বলতে বলেন, তাহলে বলব যে শুধু আবেগ আর উদযাপন করে ট্রফি জেতা যায় না। প্লে অফে পৌঁছেও আপনি আইপিএল ট্রফি পাবেন না। মনে করবেন না যে শুধু সিএসকেকে হারালেই আপনি ট্রফি জিতে যাবেন।'
শনিবার আরসিবি-চেন্নাই ম্যাচে জেতার জন্য চেন্নাইয়ের শেষ ওভারে দরকার ছিল ১৭ রান। কিন্তু, যশ দয়াল দ্বিতীয় বলেই চেন্নাইয়ের আইকন মহেন্দ্র সিং ধোনিকে ফেরত পাঠান। আর, তাতেই আরসিবির জয়, প্লে-অফ পর্বে ওঠা কার্যত নিশ্চিত হয়। কিন্তু, এই জয়ের পর আরসিবি সমর্থকদের অতিরিক্ত উচ্ছ্বাস নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন চেন্নাই সমর্থকদের পাশাপাশি বিশেষজ্ঞদের একাংশও।
আরও পড়ুন- সব সম্পর্ক শেষ হয়ে যাচ্ছে স্ত্রী নাতাশার সঙ্গে, হার্দিকের কঠিন সময়ে দুঃসংবাদের ঝড় আচমকা
ইংল্যান্ডর প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন ও হর্ষ ভোগলের মত ক্রিকেট বিশেষজ্ঞদেরও ধারণা, ওই উচ্ছ্বাস প্রকাশের বদলে আরসিবি খেলোয়াড়দের প্রথমে সিএসকের ক্রিকেটাররা, বিশেষ করে ধোনির সঙ্গে করমর্দন করা উচিত ছিল। কারণ, ধোনি এরপর আর আইপিএল খেলবেন কি না, তা নিশ্চিত নয়। এর আগেই তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। কিন্তু, আরসিবি খেলোয়াড়রা সেসব নিয়ে চিন্তাই করেননি। তাঁরা আনন্দ-উৎসব প্রকাশে মেতে উঠেছিলেন। আর, সেসব নিয়েই কটাক্ষ করেছেন রায়ডু।