Chennai Super Kings vs Kolkata Knight Riders:
চিদাম্বরম স্টেডিয়ামের বাইরে যদি কোনও ছাদ থাকত, তাহলে নির্ঘাত সোমবার রাতে উড়ে যেত। ধোনি যখন ব্যাট করতে নামলেন সেই শব্দব্রহ্ম অলৌকিক দুনিয়ার জন্ম দিয়ে গেল কেকেআর ম্যাচে।
চলতি সিজনে প্রথমবার ঘরের মাঠের দর্শকদের সামনে ব্যাট করতে নেমেছিলেন মহেন্দ্র সিং ধোনি। রুতুরাজ গায়কোয়াডের হাতে নেতৃত্বের দায়িত্ব সমর্পণ করার পর এই প্ৰথমবার ধোনি চিপকে নামলেন। আর মাহির সেই মঞ্চ স্মরণীয় করে রাখলেন দর্শকরা। যে সময় ধোনি ব্যাট করতে নামলেন, সেই সময় ম্যাচ সিএসকে জিতেই গিয়েছে প্রকারান্তরে। ১৯ বলে জয়ের জন্য দরকার ছিল মাত্র ৭ রান। সেই সময়েই শব্দের বোমা গোটা স্টেডিয়ামে জুড়ে। সমর্থকদের প্রিয় মাহির জন্য। শব্দের মাত্রা এতটাই উঁচুতে উঠল যে কেকেআরের হয়ে স্কোয়ার লেগে ফিল্ডিং করতে থাকা আন্দ্রে রাসেলকে কানে আঙুল দিতে হল।
সম্প্রচারকারী সংস্থার তরফে পরে দেখানো হয় শব্দের মাত্রা সেই সময় ১২৫ ডেসিবেল ছুঁয়ে ফেলেছিল। ধোনি ব্যাট করতে নামার আগেই ঠিক আগেই রবীন্দ্র জাদেজাকে দেখা গিয়েছিল চিপকের দর্শকদের সঙ্গে মস্করা করতে। ডাগ আউট থেকে ব্যাট করতে নামার ভঙ্গি করলেন, যেন ধোনি নন, তিনিই নামছেন ক্রিজে। পরে পিছিয়ে গিয়ে সজোরে হেসে ওঠেন।
টসে জিতে সিএসকে ব্যাট করতে পাঠিয়েছিল কেকেআরকে। নাইটদের মাঝের ওভারে দমবন্ধ করে দেয় রবীন্দ্র জাদেজার স্পেল। যে হাঁসফাঁস অবস্থায় কেকেআর স্কোরবোর্ডে তুলেছিল মাত্র ১৩৭ রান। এই টার্গেট চেজ করতে সমস্যা হয়নি সিএসকের। ক্যাপ্টেন গায়কোয়াড অপরাজিত হাফসেঞ্চুরি করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। চলতি সিজনে এটা সিএসকের তৃতীয়তম হোম ম্যাচে জয়।
ব্যাট হাতে মোটেই ছন্দে ছিলেন না গায়কোয়াড। আগের চার ম্যাচে করেন মাত্র ৮৮ রান। তবে সোমবার ফর্মে ফেরার ইঙ্গিত দিয়ে কেকেআরের বিপক্ষে করে যান ৫৮ বলে ৬৭ রান।ড্যারেল মিচেলের (২৫) সঙ্গে ৭০ রানের পার্টনারশিপে দলের জয় নিশ্চিত করে যান রুতুরাজ।
রাসেলের জন্যও স্মরণীয় চিপক
তবে শুধু ধোনিই নন, চিপকের দর্শক দারুণভাবে অভিবাদন জানাল কেকেআরের বিগ জামাইক্যান আন্দ্রে রাসেলকেও। কেকেআরের ইনিংসের সময় রিঙ্কু সিং আউট হওয়ার পর গোটা স্টেডিয়ামের দৃষ্টি ছিল কেকেআরের ডাগ আউটের দিকে। তারপর রাসেল ক্রিজের দিকে হাঁটা দেওয়া মাত্রই উচ্ছ্বাসে ফেটে পড়েন চিপকের দর্শকরা।
রাসেল ড্রেসিংরুমের দরজা খোলা মাত্রই শব্দব্রহ্ম আছড়ে পড়ে স্টেডিয়ামে। প্রতিপক্ষ দলের বিদেশি কোনও তারকার জন্য এই উচ্ছ্বাস সম্ভবত আর কারোর জন্য বরাদ্দ রাখেনি আইপিএল দর্শকরা।