Advertisment

Sakshi Dhoni reaction: বাচ্চা হবে… পেটে সঙ্কোচন শুরু হয়েছে! ধোনিদের সংসারে 'নতুন অতিথি', CSK ম্যাচেই বড় আপডেট স্ত্রী সাক্ষীর

Sakshi Dhoni's baby is on the way post: রবিবার রাতে চিপকে খেলা ছিল চেন্নাই বনাম হায়দরাবাদের। সেই ম্যাচেই একদম সঠিক সময়ে মিষ্টি আবদার করে বসলেন মহেন্দ্র সিং ধোনির সহধর্মিনী সাক্ষী সিং রাওয়াত। অধুনা যিনি ভূ-ভারতে সাক্ষী ধোনি নামেই পরিচিত।

author-image
IE Bangla Sports Desk
New Update
MS Dhoni, Sakshi Dhoni, CSK vs SRH, ধোনি, সাক্ষী ধোনি, সিএসকে

Sakshi Dhoni's reaction: চেন্নাই ম্যাচ চলাকালীন অদ্ভুত পোস্ট সাক্ষীর (টুইটার)

MS Dhoni-Sakshi Dhoni: চেন্নাইয়ের খেলা থাকলে ভিভিআইপি বক্সে তাঁর হাজিরা আবশ্যক। ৪২ বছর বয়সেও তাঁর স্বামী গোটা দুনিয়ার লাইমলাইট ছিনিয়ে নিচ্ছেন মাঠে। প্রতিনিয়ত, প্রত্যেক ম্যাচে। আর তিনিই আলোচনার বৃত্তের বাইরে থাকবেন, তা কি হয়!

Advertisment

রবিবার রাতে চিপকে খেলা ছিল চেন্নাই বনাম হায়দরাবাদের। সেই ম্যাচেই একদম সঠিক সময়ে মিষ্টি আবদার করে বসলেন মহেন্দ্র সিং ধোনির সহধর্মিনী সাক্ষী সিং রাওয়াত। অধুনা যিনি ভূ-ভারতে সাক্ষী ধোনি নামেই পরিচিত।

চিপকে চেন্নাইয়ের সামনে দাঁড়াতেই পারেনি হেভিওয়েট সানরাইজার্স ব্রিগেড। সিএসকের ২১২ রানের টার্গেট তাড়া করতে নেমে তুষার দেশপান্ডে, পাথিরানাদের বোলিংয়ের সামনে খাপ-ই খুলতে পারেননি ট্র্যাভিস হেড, হেনরিখ ক্ল্যাসেনরা। মাত্র ১৩৪ রানে পুরো ২০ ওভার ব্যাট করার আগেই অলআউট হয়ে যায় হায়দরাবাদ।

আর রান তাড়া করতে নেমে হায়দরাবাদ যখন নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়েই চলেছে, সেই সময়েই সাক্ষী ধোনির ইনস্টাগ্রাম পোস্ট ভাইরাল। যেখানে তাঁকে সিএসকেকে দ্রুত ম্যাচ ফিনিশ করার আর্জি জানাতে দেখা গিয়েছে। সাক্ষীর 'আজ তাড়াতাড়ি খেলা শেষ করো, চেন্নাই। বেবি আসছে… সঙ্কোচন শুরু হয়েছে। অনুরোধ পিসির কাছ থেকে…"

এমন পোস্ট করার পর থেকে অনেকেই বিভ্রান্ত হয়ে পড়েন, সাক্ষীর হল টা কী! শেষে বোঝা যায়, সাক্ষীর ভাইয়ের সন্তান হতে চলেছে। ম্যাচ দ্রুত শেষ হলে তিনি ভাইয়ের স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন।

ম্যাচে সিএসকে প্রথমে ব্যাট করে স্কোরবোর্ডে ২১২ তুলে দিয়েছিল। রুতুরাজ গায়কোয়াড মাত্র ২ রানের জন্য শতরান মিস করেন। ড্যারেল মিচেল চলতি সিজনে প্রথম ফিফটি হাঁকিয়ে যান। জবাবে ব্যাট করতে নেমে হায়দরাবাদ শুরু থেকেই উইকেট হারাতে থাকে। তুষার দেশপান্ডে ৪ উইকেট নেন। পাথিরানা এবং মুস্তাফিজুর দুজনেই ২ উইকেট নেন।

Chennai Super Kings CSK MS DHONI Mahendra Sing Dhoni IPL IPL 2024
Advertisment