IPL Bhojpuri Commentary: এই ভাষার কমেন্ট্রি শুনে ছিটকে গেলেন ধোনি! 'গজব' মন্তব্যে ঝড় তুললেন দেশোয়ালি ভাষাতেই
MS Dhoni Reaction: হাঁটুর অস্ত্রোপচারের পর, ঠিক আইপিএল শুরুর আগেই সেরে উঠেছেন। জুলাইয়েই পা দিতে চলেছেন ৪৩-এ। উইকেটরক্ষক-ব্যাটার চলতি মরসুমেও ফর্মে। কখনও দুই মানুষ দূরে ঝাঁপ দিয়ে ক্যাচ ধরছেন। কখনও আবার প্রয়োজন অনুযায়ী দেখাচ্ছেন নিজের ব্যাটিংয়ের ক্যারিশমা।
Dhoni Bhojpuri Commentary Reaction: Dhoni Bhojpuri Commentary Reaction: এবারের আইপিএলে বেশ কয়েকটি ভাষায় সম্প্রচারের ব্যবস্থা করেছেন ব্রডকাস্টাররা। তার মধ্যে রয়েছে ভোজপুরী ভাষায় সম্প্রচারের ব্যবস্থাও। শ্রোতারা তো বটেই, ভোজপুরি ভাষায় আইপিএলের সম্প্রচার শুনে বেজায় খুশি কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনিও। তাঁর প্রতিক্রিয়া, 'বহুত হি গজব..' ধোনির এই প্রতিক্রিয়া সামনে এনেছেন প্রাক্তন জাতীয় ক্রিকেটার তথা ধারাভাষ্যকার সুরেশ রায়না।
Advertisment
অন্যবারের মত এবারের আইপিএলও সূচিতে ঠাসা। খেলোয়াড়দের নানা প্রান্তে ছুটে বেড়াতে হচ্ছে। সঙ্গে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজিদের পক্ষ থেকে এক বিরাট টিম। অনেক খেলাতেই দেখা যাচ্ছে যে দলের খেলা দেখতে ফ্র্যাঞ্চাইজি মালিক বা মালকিনরা নিজেরাও ছুটে আসছেন। নিজের দলের খেলোয়াড়দের উৎসাহ দিচ্ছেন। অন্য দলের কোনও খেলোয়াড় ভালো খেললে, তাঁরও প্রশংসা করছেন। তারই মধ্যে সম্প্রচারকারী সংস্থার ধারাভাষ্যকারদেরও সময় দিচ্ছেন খেলোয়াড়রা।
আর, সেভাবেই রায়নাকেও সময় দিয়েছেন জুলাইয়েই, ৪৩-এ পা দিতে চলা ধোনি। ভারতীয় ক্রিকেট শুধু নয়, বিশ্ব ক্রিকেটের সেরা অধিনায়কদের মধ্যে ধোনি অন্যতম। এখনও পর্যন্ত আইপিএলেও তিনি সেরা ক্যাপ্টেন। গতবার পর্যন্ত চেন্নাই সুপার কিংস দলের অধিনায়ক ছিলেন। এবারও ওই দলে খেলছেন। ধোনির অধিনায়কত্বে পাঁচবার আইপিএল জিতেছে চেন্নাই।
সম্প্রচারকারী সংস্থার হয়ে ধারাভাষ্যকার হিসেবে সেই ধোনিরই মুখোমুখি হয়েছিলেন সুরেশ রায়না। ভারতীয় দলে তিনি ধোনির সতীর্থ ছিলেন। সম্প্রতি ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস। তখনই ধোনির মুখোমুখি হন রায়না। হাঁটুর অস্ত্রোপচারের পর, ঠিক আইপিএল শুরুর আগেই সেরে উঠেছেন। উইকেটরক্ষক-ব্যাটার তারপরও চলতি মরসুমেও ফর্মে। কখনও দুই মানুষ দূরে ঝাঁপ দিয়ে ক্যাচ ধরছেন। কখনও আবার প্রয়োজন অনুযায়ী দেখাচ্ছেন নিজের ব্যাটিংয়ের ক্যারিশমা।
তারমধ্যেই তিনি সময় দিয়েছেন রায়নাকে। জানিয়েছেন, রীতিমতো উপভোগ করছেন ভোজপুরি ভাষায় কমেন্ট্রিকে। ধোনির মাতৃভাষাও ভোজপুরি। স্বভাবতই তিনি এবারের আইপিএলে ভোজপুরি ভাষায় ধারাভাষ্য শুনে বেজায় খুশি। প্রাক্তন সতীর্থ রায়নাকে প্রতিক্রিয়ায় জানিয়েছেন, 'এটা একটা অবিশ্বাস্য ব্যাপার, অদ্ভুত ব্যাপার।' তাঁর ভাষায়, 'বহুত-হি গজব..।'
অবশ্য ভোজপুরিটা ধারাভাষ্য হিসেবে সম্প্রচারকারী জিও সিনেমার তালিকায় নতুন নয়। ২০২৩ থেকে তা সম্প্রচারকারী ভাষার তালিকায় যোগ করেছে জিও। তাতে বেজায় খুশি ভোজপুরি ভাষাভাষীরা। এদেশে ভোজপুরি ভাষাভাষী মানুষের সংখ্যা নেহাত কম নয়। তাঁরা দেশজুড়েই ছড়িয়ে আছেন। সেনিয়েই প্রতিক্রিয়া দিয়েছেন ধোনি। সেই প্রতিক্রিয়াই সামনে আনতে গিয়ে রায়না বলেছেন, 'এমএস ধোনি আর আমি ভোজপুরি ধারাভাষ্য নিয়ে আলোচনা করছিলেন। ও বলেছে, বহুত হি গজবে ধারাভাষ্য কর রাহে ভোজপুরি আমি। আমি তাকে বলেছিলাম যে হরিয়ানউইও চমৎকার।'
IPL Bhojpuri Commentary: এই ভাষার কমেন্ট্রি শুনে ছিটকে গেলেন ধোনি! 'গজব' মন্তব্যে ঝড় তুললেন দেশোয়ালি ভাষাতেই
MS Dhoni Reaction: হাঁটুর অস্ত্রোপচারের পর, ঠিক আইপিএল শুরুর আগেই সেরে উঠেছেন। জুলাইয়েই পা দিতে চলেছেন ৪৩-এ। উইকেটরক্ষক-ব্যাটার চলতি মরসুমেও ফর্মে। কখনও দুই মানুষ দূরে ঝাঁপ দিয়ে ক্যাচ ধরছেন। কখনও আবার প্রয়োজন অনুযায়ী দেখাচ্ছেন নিজের ব্যাটিংয়ের ক্যারিশমা।
Follow Us
Dhoni Bhojpuri Commentary Reaction: Dhoni Bhojpuri Commentary Reaction: এবারের আইপিএলে বেশ কয়েকটি ভাষায় সম্প্রচারের ব্যবস্থা করেছেন ব্রডকাস্টাররা। তার মধ্যে রয়েছে ভোজপুরী ভাষায় সম্প্রচারের ব্যবস্থাও। শ্রোতারা তো বটেই, ভোজপুরি ভাষায় আইপিএলের সম্প্রচার শুনে বেজায় খুশি কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনিও। তাঁর প্রতিক্রিয়া, 'বহুত হি গজব..' ধোনির এই প্রতিক্রিয়া সামনে এনেছেন প্রাক্তন জাতীয় ক্রিকেটার তথা ধারাভাষ্যকার সুরেশ রায়না।
অন্যবারের মত এবারের আইপিএলও সূচিতে ঠাসা। খেলোয়াড়দের নানা প্রান্তে ছুটে বেড়াতে হচ্ছে। সঙ্গে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজিদের পক্ষ থেকে এক বিরাট টিম। অনেক খেলাতেই দেখা যাচ্ছে যে দলের খেলা দেখতে ফ্র্যাঞ্চাইজি মালিক বা মালকিনরা নিজেরাও ছুটে আসছেন। নিজের দলের খেলোয়াড়দের উৎসাহ দিচ্ছেন। অন্য দলের কোনও খেলোয়াড় ভালো খেললে, তাঁরও প্রশংসা করছেন। তারই মধ্যে সম্প্রচারকারী সংস্থার ধারাভাষ্যকারদেরও সময় দিচ্ছেন খেলোয়াড়রা।
আর, সেভাবেই রায়নাকেও সময় দিয়েছেন জুলাইয়েই, ৪৩-এ পা দিতে চলা ধোনি। ভারতীয় ক্রিকেট শুধু নয়, বিশ্ব ক্রিকেটের সেরা অধিনায়কদের মধ্যে ধোনি অন্যতম। এখনও পর্যন্ত আইপিএলেও তিনি সেরা ক্যাপ্টেন। গতবার পর্যন্ত চেন্নাই সুপার কিংস দলের অধিনায়ক ছিলেন। এবারও ওই দলে খেলছেন। ধোনির অধিনায়কত্বে পাঁচবার আইপিএল জিতেছে চেন্নাই।
সম্প্রচারকারী সংস্থার হয়ে ধারাভাষ্যকার হিসেবে সেই ধোনিরই মুখোমুখি হয়েছিলেন সুরেশ রায়না। ভারতীয় দলে তিনি ধোনির সতীর্থ ছিলেন। সম্প্রতি ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস। তখনই ধোনির মুখোমুখি হন রায়না। হাঁটুর অস্ত্রোপচারের পর, ঠিক আইপিএল শুরুর আগেই সেরে উঠেছেন। উইকেটরক্ষক-ব্যাটার তারপরও চলতি মরসুমেও ফর্মে। কখনও দুই মানুষ দূরে ঝাঁপ দিয়ে ক্যাচ ধরছেন। কখনও আবার প্রয়োজন অনুযায়ী দেখাচ্ছেন নিজের ব্যাটিংয়ের ক্যারিশমা।
তারমধ্যেই তিনি সময় দিয়েছেন রায়নাকে। জানিয়েছেন, রীতিমতো উপভোগ করছেন ভোজপুরি ভাষায় কমেন্ট্রিকে। ধোনির মাতৃভাষাও ভোজপুরি। স্বভাবতই তিনি এবারের আইপিএলে ভোজপুরি ভাষায় ধারাভাষ্য শুনে বেজায় খুশি। প্রাক্তন সতীর্থ রায়নাকে প্রতিক্রিয়ায় জানিয়েছেন, 'এটা একটা অবিশ্বাস্য ব্যাপার, অদ্ভুত ব্যাপার।' তাঁর ভাষায়, 'বহুত-হি গজব..।'
আরও পড়ুন- ২৭ বছরেই অকালমৃত্যু ভাইরাল বাঙালি ইউটিউবারের! শোকে ছন্নছাড়া একের পর এক ISL ক্লাব
অবশ্য ভোজপুরিটা ধারাভাষ্য হিসেবে সম্প্রচারকারী জিও সিনেমার তালিকায় নতুন নয়। ২০২৩ থেকে তা সম্প্রচারকারী ভাষার তালিকায় যোগ করেছে জিও। তাতে বেজায় খুশি ভোজপুরি ভাষাভাষীরা। এদেশে ভোজপুরি ভাষাভাষী মানুষের সংখ্যা নেহাত কম নয়। তাঁরা দেশজুড়েই ছড়িয়ে আছেন। সেনিয়েই প্রতিক্রিয়া দিয়েছেন ধোনি। সেই প্রতিক্রিয়াই সামনে আনতে গিয়ে রায়না বলেছেন, 'এমএস ধোনি আর আমি ভোজপুরি ধারাভাষ্য নিয়ে আলোচনা করছিলেন। ও বলেছে, বহুত হি গজবে ধারাভাষ্য কর রাহে ভোজপুরি আমি। আমি তাকে বলেছিলাম যে হরিয়ানউইও চমৎকার।'