Mustafizur Rahman and MS Dhoni: এবারের আইপিএলে তাঁর সফর শেষ করে বাংলাদেশে ফেরার মুখে ধোনির থেকে বিরাট উপহার পেলেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের পেসার দেশে ফেরার আগে কিংবদন্তি তারকা ক্রিকেটারের থেকে তাঁর স্বাক্ষর করা জার্সি পেয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেট আইনের বাধ্যবাধকতার জন্য মুস্তাফিজুরকে চলতি আইপিএলের মাঝপথেই চেন্নাই সুপার কিংস ছাড়তে হল।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে চেন্নাই সুপার কিংস অনেক অনুরোধ করেছিল, মুস্তাফিজুরকে আরও কয়েকদিন ভারতে খেলতে দেওয়ার জন্য। অন্তত যাতে ফ্র্যাঞ্চাইজি লিগটা শেষ করে যায়। কিন্তু, হাজারো নাটক করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সেই অনুরোধ অগ্রাহ্য করেছে। কার্যত উপহাসের মতই ভারতীয় ক্রিকেট বোর্ডের মাধ্যমে চেন্নাই সুপার কিংসের অনুরোধের জবাবে মুস্তাফিজুরের ভারতে থাকার সময়সীমা মাত্র একদিন বাড়িয়েছে। আগে ঠিক ছিল, মুস্তাফিজুর ৩০ এপ্রিল পর্যন্ত ভারতে থাকবেন। সেই সময়সীমা বাড়িয়ে বিসিবি ১ এপ্রিল করেছিল।
এবারের আইপিএলে রীতিমতো ভালো খেলা বাংলাদেশি বোলারকে কিন্তু, বিসিবি দল থেকেই কার্যত বাদ দিয়ে দিয়েছিল। আর, সেই বোলারকেই দেশে ফেরানোর জন্য জিম্বাবোয়ে সিরিজের দোহাই দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তারা। অবশ্য সেই অবস্থানেও পুরোপুরি এঁটে থাকতে পারেননি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তারা। তাঁরা জানিয়েছেন, পাঁচ ম্যাচের জিম্বাবোয়ে সিরিজে মুস্তাফিজুরকে সব ম্যাচ খেলানো হবে না। আইপিএলে খেলার ধকল থেকে রেহাই দিতে তাঁকে প্রথম তিনটে ম্যাচে দলের বাইরে রাখা হচ্ছে।
মুস্তাফিজুরের এক্ষেত্রে হাত-পা বাঁধা। তাঁকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কথামতোই চলতে হবে। তবে, দেশে ফেরার আগে ধোনির সঙ্গে তিনি একটা ছবি শেয়ার করেছেন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। ধোনির সঙ্গে একই ড্রেসিংরুম ভাগ করতে পেরে তিনি রীতিমতো খুশি বলেও সোজাসাপটা জানিয়েছেন মুস্তাফিজুর। শুধু তাই নয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) শীর্ষকর্তা যতই বলুন না কেন, আইপিএল থেকে মুস্তাফিজের কিছুই শেখার নেই। ও বরং, আইপিএলে খেলা অনেককে অনেক কিছু শেখাতে পারে। মুস্তাফিজুর কিন্তু ধোনির সঙ্গে দেখা করে আবার তাঁর সঙ্গে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন।
এই ব্যাপারে মুস্তাফিজুর বলেছেন, 'ধন্যবাদ মাহি ভাই। আপনার মত কিংবদন্তির সঙ্গে একই ড্রেসিংরুম শেয়ার করায় একটা বিশেষ অনুভূতি হয়েছে। প্রতিবার আমার ওপর আস্থা রাখার জন্য ধন্যবাদ। আপনার মূল্যবান টিপসের প্রশংসা করছি। আমি টিপসগুলো মনে রাখব। আপনার সঙ্গে ফের দেখা করা এবং খেলার অপেক্ষায় রইলাম। শীঘ্রই আবার আপনার সঙ্গে দেখা হবে।'
এই ব্যাপারে বিসিবির ক্রিকেট অপারেশনস বিভাগের ডেপুটি ম্যানেজার শাহরিয়ার নাফিস বলেছেন, 'আমরা মুস্তাফিজুরকে ৩০ এপ্রিল পর্যন্ত আইপিএলে খেলার জন্য ছুটি দিয়েছিলাম। কিন্তু, যেহেতু ১ মে চেন্নাইয়ের একটি ম্যাচ ছিল, তাই চেন্নাই এবং বিসিসিআই থেকে অনুরোধ পেয়ে আমরা তার ছুটি একদিন বাড়িয়ে দিয়েছিলাম।'
আরও পড়ুন- হার্দিকের কাছে নেতৃত্ব হারিয়েছেন, কেমন লাগছে! প্ৰথমবার মুখ খুলেই বিস্ফোরণ রোহিত শর্মা
এবারের আইপিএলে পার্পল কাপ জেতা মুস্তাফিজুর টুর্নামেন্টে উইকেট শিকারিদের তালিকায় এখনও পর্যন্ত তিন নম্বরে আছেন। ৯ ম্যাচে ১৪ উইকেট নিয়েছেন। এই পরিস্থতিতে, মুস্তাফিজুরের চলে যাওয়া চেন্নাইয়ের জন্য যেন আরও বড় বিপদ ডেকে এনেছে। পঞ্জাব কিংসের বিরুদ্ধে চেন্নাই তাদের শেষ ম্যাচে সাত উইকেটে হেরেছে। তার মধ্যে আবার আহত হয়েছেন দীপক চাহার। যাতে চেন্নাই শিবিরের উদ্বেগ আরও বেড়েছে।