Advertisment

Mustafizur Rahman-CSK: ধোনিদের দুর্বল করে চেন্নাই ছাড়লেন মুস্তাফিজুর, বাংলাদেশে ফিরে গেলেন IPL-এর মাঝপথেই

Bangladesh t20 World cup schedule: চলতি লিগে ৩ ম্যাচ খেলে ২ টোতেই জিতেছে সিএসকে। একমাত্র হার হজম করতে হয়েছে গত সপ্তাহে দিল্লি ক্যাপিটালস-এর বিপক্ষে। মার্চের ২২ তারিখে আরসিবির বিপক্ষে আইপিএলের শুরুর ম্যাচেই কাঁপিয়ে দিয়েছিলেন বাংলাদেশের তারকা। একাই দখল করেন ৪ উইকেট। এরপরে গুজরাটের বিপক্ষে ২টি এবং দিল্লির বিপক্ষে নেন ১ উইকেট।

author-image
IE Bangla Sports Desk
New Update
MS Dhoni, CSK vs SRH, Mustafizur Rahman, মুস্তাফিজুর রহমান, সিএসকে

Mustafizur Rahman: ভিসা প্রক্রিয়ার জন্য বাংলাদেশে পাড়ি দিয়েছেন মুস্তাফিজুর (টুইটার)

Chennai Super Kings vs Sunrisers Hyderabad: শুক্রবার সিএসকে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে নামছে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে। সেই ম্যাচেই চেন্নাই পাবে না বর্তমান বেগুনি টুপির মালিক মুস্তাফিজুর রহমানকে। এমনটাই জানা যাচ্ছে একাধিক রিপোর্টে।

Advertisment

চলতি লিগে এখনও পর্যন্ত ৭ উইকেট নেওয়া মুস্তাফিজুর রহমান নিজের দেশ বাংলাদেশে ফিরে গিয়েছেন আসন্ন টি২০ বিশ্বকাপের জন্য ভিসা প্রক্রিয়া সমাপ্ত করার জন্য। সংবাদসংস্থাকে ফ্র্যাঞ্চাইজির সিইও কাশি বিশ্বনাথন জানিয়েছেন, "ভিসার নিয়ম প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ও বাংলাদেশে উড়ে গিয়েছে। নিজের পাসপোর্ট পেলেই ও দলের সঙ্গে যোগ দেবে। আগামীকাল (বৃহস্পতিবার) ও ভিসার জন্য আবেদন করবে।"

চলতি লিগে ৩ ম্যাচ খেলে ২ টোতেই জিতেছে সিএসকে। একমাত্র হার হজম করতে হয়েছে গত সপ্তাহে দিল্লি ক্যাপিটালস-এর বিপক্ষে। মার্চের ২২ তারিখে আরসিবির বিপক্ষে আইপিএলের শুরুর ম্যাচেই কাঁপিয়ে দিয়েছিলেন বাংলাদেশের তারকা। একাই দখল করেন ৪ উইকেট। এরপরে গুজরাটের বিপক্ষে ২টি এবং দিল্লির বিপক্ষে নেন ১ উইকেট।

জুনের ১ তারিখে টি২০ বিশ্বকাপ শুরু হচ্ছে। বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে ৭ জুন ডালাসে। জুনের ১০ তারিখে টাইগার বাহিনী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নামবে নিউ ইয়র্কে। এরপরে গ্রুপ পর্বের বাকি ম্যাচ (নেপাল এবং নেদারল্যান্ডস-এর) বিপক্ষে বাংলাদেশ খেলবে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে।

যাইহোক, সিএসকে নিজেদের শেষ ম্যাচে দিল্লির কাছে ২০ রানে হার হজম করেছে। ১৯২ রানের টার্গেট চেজ করতে নেমে সিএসকে বিপদে পড়ে যায় খলিল আহমেদের স্পেলে। জোড়া উইকেট নেন খলিল। পরের মুকেশ কুমার দখল করেন ৩ উইকেট। অজিঙ্কা রাহানে, ড্যারেল মিচেল এবং শেষদিকে ধোনি সর্বশক্তি দিয়ে চেষ্টা করেন। তবে ম্যাচ বাঁচাতে পারেনি সিএসকে।

IPL T20 World Cup CSK Bangladesh Cricket Chennai Super Kings IPL 2024 Bangladesh Cricket Team
Advertisment