BCCI IPL commentators pictures Videos rules stadium: আইপিএলে বারবার নিয়ম ভাঙছেন ধারাভাষ্যকাররা! তাই এবার কড়া বার্তা দিয়ে চরম ব্যবস্থার হুমকি দিল জয় শাহের বোর্ড, বিসিসিআই। আইপিএল ধারাভাষ্যকারদের বলা হয়েছে ম্যাচের দিন স্টেডিয়াম থেকে ছবি বা ভিডিও পোস্ট করা বন্ধ করতে। কিন্তু, অনেকেই তা শুনছেন না। ভারতের একজন প্রাক্তন ব্যাটসম্যান তথা ধারাভাষ্যকার একটি খেলায় মন্তব্য করার ছবি প্রথমে মুছে দিতে রাজি হননি। আর, তারপরই কড়া অবস্থান নেয় বোর্ড।
শেষ পর্যন্ত ওই প্রাক্তন ব্যাটার তাঁর সেই ছবি সোশ্যাল মিডিয়া থেকে মুছে ফেলতে বাধ্য হন। এতেই শেষ নয়। লাইভ ম্যাচের ভিডিও পোস্ট করা যাবে না বলেও নির্দেশ দিয়েছে বিসিসিআই। কিন্তু, সেই নির্দেশ মানেনি এক ফ্র্যাঞ্চাইজি। শেষ পর্যন্ত ওই দলকে ৯ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। সব মিলিয়ে এভাবেই ম্যাচের দিনে স্টেডিয়াম থেকে সোশ্যাল মিডিয়ায় ধারাভাষ্যকার, খেলোয়াড় এবং আইপিএল দলগুলো যাতে ছবি বা ভিডিও আপলোড করতে না-পারে, তা নিশ্চিত করতে বিসিসিআই সক্রিয় হয়ে উঠেছে।
আইপিএল শুরু হয়েছে, প্রায় মাসখানেক হতে চলল। প্রথমদিকে বেশ কিছু ছাড় দিয়েছিল বিসিসিআই। কিন্তু, প্রতিযোগিতা যতই এগোচ্ছে, ততই স্পনসরদের স্বার্থরক্ষায় আইপিএল কমিটি অবস্থান কড়া করছে। গত সপ্তাহেই যেমন, জাতীয় দলের একজন প্রাক্তন ব্যাটসম্যান একটি আইপিএল খেলা চলাকালীন মন্তব্য করার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। বিসিসিআইয়ের একজন কর্মী তাঁকে সেই ছবি মুছে ফেলতে বলেন।
ওই কর্মীর কাজই হল, ধারাভাষ্যকাররা ম্যাচের দিনে স্টেডিয়ামের কোনও অংশ থেকে ছবি পোস্ট করবেন না, সেটা নিশ্চিত করা। যে প্রাক্তন ব্যাটসম্যান ছবিটি পোস্ট করেছিলেন, সোশ্যাল মিডিয়ায় তাঁর ফলোয়ারের সংখ্যা আবার প্রায় ১০ লক্ষ। তিনি প্রথমে ছবিটি ডিলিট করতে রাজি হননি। কিন্তু, সেই বিসিসিআই কর্মীও নাছোড়বান্দা। শেষ পর্যন্ত ওই প্রাক্তন ব্যাটসম্যান বাধ্য হন সোশ্যাল মিডিয়া থেকে ছবিটি ডিলিট করতে।
আসলে আপত্তিটা জানিয়েছে দুই সম্প্রচার সত্ত্বের প্রাপক স্টার ইন্ডিয়া এবং ভায়াকম ১৮। 'লাইভ ম্যাচ' এবং 'মাঠের ওপর' তাঁদের একচেটিয়া অধিকার। তেমনটাই স্বত্বের শর্তে আছে। তাদের আপত্তিতেই বিসিসিআই সমস্ত ধারাভাষ্যকার, খেলোয়াড়, আইপিএল মালিক এবং সোশ্যাল মিডিয়া কর্মীদের কড়াভাবে জানিয়ে দিয়েছেন যে, নিয়ম ভাঙলে পরিণতিটা অত্যন্ত খারাপ হবে। অবশ্য, আইপিএল দলগুলোকে কিছুটা ছাড়ও দেওয়া হয়েছে।
আইপিএল দলগুলোকে গেম থেকে ফুটেজ বা ভিডিও নিতে এবং সরাসরি তা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করার অনুমতি দেওয়া হয় না। তবে ম্যাচের দিন সীমিত সংখ্যক ছবি পোস্ট করতে পারে দলগুলো। আর, বিসিসিআই বা আইপিএল সোশ্যাল মিডিয়ায় যা প্রকাশ করে, তা পুনরায় পোস্ট করার অনুমতি দেওয়া হয় ধারাভাষ্যকার এবং খেলোয়াড়দের।
বিসিসিআইয়ের একজন আধিকারিক এই প্রসঙ্গে বলেছেন, 'সম্প্রচারকারীরা আইপিএল স্বত্বের জন্য অনেক টাকা দিয়েছে। তাই ধারাভাষ্যকাররা সোশ্যাল মিডিয়ায় ম্যাচের দিন ভিডিও বা ছবি পোস্ট করতে পারবেন না। এমন ঘটনাও ঘটেছে যে ধারাভাষ্যকাররা ইনস্টাগ্রাম লাইভ করেছেন বা মাঠ থেকে ছবি পোস্ট করছেন। একটা ভিডিও তো এক মিলিয়ন ভিউও পেয়েছে। কিন্তু, সেটা করা যাবে না। এমনকী আইপিএল দলও গেমের লাইভ ভিডিও পোস্ট করতে পারে না। তারা সীমিত সংখ্যক ফটো পোস্ট করতে পারে। আর, তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লাইভ ম্যাচ আপডেট দিতে পারে। এক্ষেত্রে দোষী প্রমাণিত হলে ফ্র্যাঞ্চাইজিকেও জরিমানা করা হবে।'
আরও পড়ুন- ভরা স্টেডিয়ামে প্যান্ট খুলে গেল রোহিতের! লজ্জায়, অস্বস্তিতে একাকার হিটম্যান, দেখুন ভাইরাল ভিডিও
বিসিসিআই জানিয়েছে, প্রত্যেকে যাতে নিয়ম মেনে চলে, সেদিকে কড়া নজর রাখা হচ্ছে। এক বিসিসিআই আধিকারিক জানিয়েছেন, 'খেলোয়াড়দের ম্যাচের দিনগুলোতে সোশ্যাল মিডিয়া পোস্ট সম্পর্কে সতর্ক থাকতে বলা হয়েছে। খেলোয়াড়দের সমস্ত পোস্টের ওপর নজর রাখা হচ্ছে। তাঁদের নিয়ম সম্পর্কে জানানো হয়েছে। কিন্তু, আমরা দেখতে পেয়েছি যে এরপরও তাঁদের মধ্যে কেউ কেউ নির্দেশ মানেনি। আমরা, কড়াভাবে বিষয়টা দেখছি।'
BCCI-IPL: আইপিএলে বারবার নিয়ম ভাঙছেন কমেন্টেটররা! কড়া বার্তা দিয়ে চরম ব্যবস্থার হুমকি জয় শাহের বোর্ডের
BCCI stern message to IPL commentators: লাইভ ম্যাচের ভিডিও পোস্ট করা যাবে না বলেও নির্দেশ দিয়েছে বিসিসিআই। কিন্তু, সেই নির্দেশ মানেনি এক ফ্র্যাঞ্চাইজি। শেষ পর্যন্ত ওই দলকে ৯ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
Follow Us
BCCI IPL commentators pictures Videos rules stadium: আইপিএলে বারবার নিয়ম ভাঙছেন ধারাভাষ্যকাররা! তাই এবার কড়া বার্তা দিয়ে চরম ব্যবস্থার হুমকি দিল জয় শাহের বোর্ড, বিসিসিআই। আইপিএল ধারাভাষ্যকারদের বলা হয়েছে ম্যাচের দিন স্টেডিয়াম থেকে ছবি বা ভিডিও পোস্ট করা বন্ধ করতে। কিন্তু, অনেকেই তা শুনছেন না। ভারতের একজন প্রাক্তন ব্যাটসম্যান তথা ধারাভাষ্যকার একটি খেলায় মন্তব্য করার ছবি প্রথমে মুছে দিতে রাজি হননি। আর, তারপরই কড়া অবস্থান নেয় বোর্ড।
শেষ পর্যন্ত ওই প্রাক্তন ব্যাটার তাঁর সেই ছবি সোশ্যাল মিডিয়া থেকে মুছে ফেলতে বাধ্য হন। এতেই শেষ নয়। লাইভ ম্যাচের ভিডিও পোস্ট করা যাবে না বলেও নির্দেশ দিয়েছে বিসিসিআই। কিন্তু, সেই নির্দেশ মানেনি এক ফ্র্যাঞ্চাইজি। শেষ পর্যন্ত ওই দলকে ৯ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। সব মিলিয়ে এভাবেই ম্যাচের দিনে স্টেডিয়াম থেকে সোশ্যাল মিডিয়ায় ধারাভাষ্যকার, খেলোয়াড় এবং আইপিএল দলগুলো যাতে ছবি বা ভিডিও আপলোড করতে না-পারে, তা নিশ্চিত করতে বিসিসিআই সক্রিয় হয়ে উঠেছে।
আইপিএল শুরু হয়েছে, প্রায় মাসখানেক হতে চলল। প্রথমদিকে বেশ কিছু ছাড় দিয়েছিল বিসিসিআই। কিন্তু, প্রতিযোগিতা যতই এগোচ্ছে, ততই স্পনসরদের স্বার্থরক্ষায় আইপিএল কমিটি অবস্থান কড়া করছে। গত সপ্তাহেই যেমন, জাতীয় দলের একজন প্রাক্তন ব্যাটসম্যান একটি আইপিএল খেলা চলাকালীন মন্তব্য করার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। বিসিসিআইয়ের একজন কর্মী তাঁকে সেই ছবি মুছে ফেলতে বলেন।
ওই কর্মীর কাজই হল, ধারাভাষ্যকাররা ম্যাচের দিনে স্টেডিয়ামের কোনও অংশ থেকে ছবি পোস্ট করবেন না, সেটা নিশ্চিত করা। যে প্রাক্তন ব্যাটসম্যান ছবিটি পোস্ট করেছিলেন, সোশ্যাল মিডিয়ায় তাঁর ফলোয়ারের সংখ্যা আবার প্রায় ১০ লক্ষ। তিনি প্রথমে ছবিটি ডিলিট করতে রাজি হননি। কিন্তু, সেই বিসিসিআই কর্মীও নাছোড়বান্দা। শেষ পর্যন্ত ওই প্রাক্তন ব্যাটসম্যান বাধ্য হন সোশ্যাল মিডিয়া থেকে ছবিটি ডিলিট করতে।
আসলে আপত্তিটা জানিয়েছে দুই সম্প্রচার সত্ত্বের প্রাপক স্টার ইন্ডিয়া এবং ভায়াকম ১৮। 'লাইভ ম্যাচ' এবং 'মাঠের ওপর' তাঁদের একচেটিয়া অধিকার। তেমনটাই স্বত্বের শর্তে আছে। তাদের আপত্তিতেই বিসিসিআই সমস্ত ধারাভাষ্যকার, খেলোয়াড়, আইপিএল মালিক এবং সোশ্যাল মিডিয়া কর্মীদের কড়াভাবে জানিয়ে দিয়েছেন যে, নিয়ম ভাঙলে পরিণতিটা অত্যন্ত খারাপ হবে। অবশ্য, আইপিএল দলগুলোকে কিছুটা ছাড়ও দেওয়া হয়েছে।
আইপিএল দলগুলোকে গেম থেকে ফুটেজ বা ভিডিও নিতে এবং সরাসরি তা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করার অনুমতি দেওয়া হয় না। তবে ম্যাচের দিন সীমিত সংখ্যক ছবি পোস্ট করতে পারে দলগুলো। আর, বিসিসিআই বা আইপিএল সোশ্যাল মিডিয়ায় যা প্রকাশ করে, তা পুনরায় পোস্ট করার অনুমতি দেওয়া হয় ধারাভাষ্যকার এবং খেলোয়াড়দের।
বিসিসিআইয়ের একজন আধিকারিক এই প্রসঙ্গে বলেছেন, 'সম্প্রচারকারীরা আইপিএল স্বত্বের জন্য অনেক টাকা দিয়েছে। তাই ধারাভাষ্যকাররা সোশ্যাল মিডিয়ায় ম্যাচের দিন ভিডিও বা ছবি পোস্ট করতে পারবেন না। এমন ঘটনাও ঘটেছে যে ধারাভাষ্যকাররা ইনস্টাগ্রাম লাইভ করেছেন বা মাঠ থেকে ছবি পোস্ট করছেন। একটা ভিডিও তো এক মিলিয়ন ভিউও পেয়েছে। কিন্তু, সেটা করা যাবে না। এমনকী আইপিএল দলও গেমের লাইভ ভিডিও পোস্ট করতে পারে না। তারা সীমিত সংখ্যক ফটো পোস্ট করতে পারে। আর, তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লাইভ ম্যাচ আপডেট দিতে পারে। এক্ষেত্রে দোষী প্রমাণিত হলে ফ্র্যাঞ্চাইজিকেও জরিমানা করা হবে।'
আরও পড়ুন- ভরা স্টেডিয়ামে প্যান্ট খুলে গেল রোহিতের! লজ্জায়, অস্বস্তিতে একাকার হিটম্যান, দেখুন ভাইরাল ভিডিও
বিসিসিআই জানিয়েছে, প্রত্যেকে যাতে নিয়ম মেনে চলে, সেদিকে কড়া নজর রাখা হচ্ছে। এক বিসিসিআই আধিকারিক জানিয়েছেন, 'খেলোয়াড়দের ম্যাচের দিনগুলোতে সোশ্যাল মিডিয়া পোস্ট সম্পর্কে সতর্ক থাকতে বলা হয়েছে। খেলোয়াড়দের সমস্ত পোস্টের ওপর নজর রাখা হচ্ছে। তাঁদের নিয়ম সম্পর্কে জানানো হয়েছে। কিন্তু, আমরা দেখতে পেয়েছি যে এরপরও তাঁদের মধ্যে কেউ কেউ নির্দেশ মানেনি। আমরা, কড়াভাবে বিষয়টা দেখছি।'