Advertisment

Jay Shah announcement: যাঁদের কথা কেউ ভাবেনি, তাঁদের জন্য হৃদয় উপুড় জয় শাহের! KKR চ্যাম্পিয়ন হতেই বড় ঘোষণা বোর্ড সচিবের

IPL 2024 venues: বড় ঘোষণা জয় শাহের, হৃদয় গলে গেল এক নিমেষে

author-image
IE Bangla Sports Desk
New Update
Jay Shah, IPL final 2024, জয় শাহ, আইপিএল ফাইনাল ২০২৪

Jay Shah announcement: আইপিএল ফাইনালের পরেই মাঠকর্মীদের পুরস্কারের ঘোষণা জয় শাহের (আইপিএল, বিসিসিআই)

BCCI rewards groundsmen and curators: আইপিএলের গ্ল্যামারে তাঁরা অনেক ক্ষেত্রেই উপেক্ষিত। তবে তাঁদের 'সাজানো বাগানেই' ফুল ফোটান ক্রিকেটাররা। গোটা আইপিএল জুড়ে যে বিনোদন পেল ক্রিকেট বিশ্ব, তার অনেকটাই কৃতিত্ব তাঁদের প্রাপ্য। সেই মাঠ কর্মী এবং পিচ কিউরেটরদের জন্য এবার বড় ঘোষণা করলেন বোর্ড সচিব জয় শাহ। জানিয়ে দিলেন, আইপিএল আয়োজিত হওয়া সমস্ত ভেন্যুর মাঠ কর্মী এবং কিউরেটরদের আর্থিক পুরস্কার দেওয়া হবে।

Advertisment

কেকেআর ফাইনালে রবিবার একপেশে লড়াইয়ে হারিয়েছে সানরাইজার্স হায়দরাবাদকে। তারপরেই জয় শাহের টুইট, "আমাদের সফল টি২০ মরসুমের নেপথ্যে অসাধারণ মাঠকর্মীদের অবদান রয়েছে। যাঁরা প্রতিকূল পরিস্থিতি সামলে নিরলস প্রচেষ্টায় দারুণ সমস্ত পিচ উপহার দিয়েছেন। তাঁদের সামান্য সম্মান জানানোর জন্য আইপিএলের নিয়মিত ভেন্যুগুলোকে ২৫ লক্ষ টাকা দেওয়া হবে। এবং তিনটি অতিরিক্ত ভেন্যুকে দেওয়া হবে ১০ লক্ষ করে টাকা। আপনাদের কঠোর পরিশ্রমের জন্য ধন্যবাদ।"

এবারের আইপিএল ক্রিকেটের প্রথাগত রীতিনীতি ভেঙে দিয়েছে। প্রত্যেক ভেন্যুতেই হাইস্কোরিং ম্যাচ দেখা গিয়েছে। আইপিএল ফাইনালে সর্বনিম্ন স্কোর করা হায়দরাবাদই এবার আইপিএলে আরসিবির বিপক্ষে রেকর্ড গড়ে ২৮৭ তুলেছে।

এছাড়াও হায়দরাবাদ নিজেদের ঘরের মাঠে মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে ২৭৭ তুলেছিল। পাঞ্জাব কিংস প্লে অফে পৌঁছতে পারেনি। তবে কেকেআরের বিপক্ষে ইডেনে ২৬২ রান চেজ করে রেকর্ড গড়ে ফেলেছিল।

গোটা টুর্নামেন্ট জুড়ে ১২৬০টি ছক্কা হাঁকানো হয়েছে। যা আইপিএলের কোনও এক সংস্করণে সর্বোচ্চ। দিল্লির জেক ফ্রেসার ম্যাকগার্ক দুবার ১৫ বলে হাফসেঞ্চুরি করে যান।

আরও পড়ুন- যে কাণ্ড ঘটিয়ে জয় শাহদের চটান KKR তারকা, সেই কীর্তিই এবার নকল শাহরুখের! জয়ের মঞ্চেই কি বিতর্ক শাহরুখের

ঘটনাচক্রে, জয় শাহের এমন মানবিক উদ্যোগ এবারই প্ৰথম নয়। এর আগেও এশিয়া কাপ সফলভাবে আয়োজনের জন্য শ্রীলঙ্কার মাঠকর্মী এবং পিচ কর্মীদের ঢালাও আর্থিক পুরস্কার দেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে।

IPL Jay Shah IPL 2024 BCCI
Advertisment