Indian Premiere League 2024: আগামী ১৬ এপ্রিল আহমেদাবাদে বৈঠক করতে চলেছে বিসিসিআই। এই বৈঠকে ভারতীয় ক্রিকেট বোর্ড আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকদের আমন্ত্রণ জানিয়েছে। সেই সময়ও আইপিএল চলবে। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালস এবং গুজরাট টাইটানসের মধ্যে ম্যাচ হবে। তারই ফাঁক হবে এই বৈঠক।
আইপিএলের ম্যাচ নিয়ে ফ্র্যাঞ্চাইজি মালিকরা বর্তমানে ব্যস্ত। সেই কারণে, আনুষ্ঠানিকভাবে বৈঠকটি ডাকা হয়নি। স্রেফ প্রাথমিকভাবে আলোচনার জন্য ডাকা হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় বৈঠকের আলোচনায় উঠবে। যার মধ্যে রয়েছে নিলামের অর্থ বৃদ্ধি, খেলোয়াড় ধরে রাখার নিয়মকানুন নিয়ে আলোচনার মত বিষয়গুলো। তবে, এসব নিয়ে আলোচনার কথা থাকলেও বৈঠকের কোনও এজেন্ডা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।
বর্তমানে আইপিএল চলছে। দুই মাসের এই প্রতিযোগিতা গত ২২ মার্চ শুরু হয়েছে। ২৬ মে চেন্নাইয়ে ফাইনাল। তার মধ্যেই ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মকানুন নিয়ে নানা কথা উঠেছে। পাশাপাশি, আরও বিভিন্ন বিষয় নজরে এসেছে বিসিসিআই কর্তাদের। বৈঠকে সেগুলো নিয়েও আলোচনা হতে পারে। এখন যেহেতু আইপিএল চলছে, তাই আলোচনার জন্য এটাই সেরা সময় বলে, মনে করছে বিসিসিআই। সংবাদ সংস্থা পিটিআইকে এমনটাই জানিয়েছেন বিসিসিআইয়ের এক আধিকারিকও।
বিসিসিআই সূত্রে খবর, এই বৈঠক আসলে পরের মরশুমের আইপিএলের প্রস্তুতি। এবারে তো যা হওয়ার হয়েই গিয়েছে। আগামী মরশুমের জন্য নিলাম হবে চলতি বছরের শেষদিকে। সেকথা মাথায় রেখেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন বোর্ড কর্তারা। বর্তমানে নিলামের মোট তহবিলের পরিমাণ ১০০ কোটি টাকা। প্রতিযোগিতার গুণমান বাড়াতে, সেই তহবিলের অঙ্কটাই আরও বাড়াতে চান বিসিসিআই কর্তারা।
১৬ এপ্রিলের ওই গুরুত্বপূর্ণ বৈঠকে বিসিসিআইয়ের শীর্ষ কর্তারা প্রায় সকলেই উপস্থিত থাকবেন। যার মধ্যে বিসিসিআই সভাপতি রজার বিনি, সচিব জয় শাহ, আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল থাকছেন। পাশাপাশি থাকতে পারেন অন্যান্য শীর্ষ কর্তারাও। বর্তমানে মেগা নিলামের আগে প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে চার জন করে খেলোয়াড় রিজার্ভে রাখার অনুমতি দেওয়া হয়েছে।
আরও পড়ুন- নিজের ভুল শুধরে নিচ্ছেন হার্দিক পান্ডিয়া! রাজস্থান ম্যাচেই স্ট্র্যাটেজি বদলাচ্ছে মুম্বই
তিন বছর অন্তর মেগা নিলাম হয়। শেষবার হয়েছিল ২০২২ সালে। পরবর্তী মেগা নিলাম স্বভাবতই হতে চলেছে ২০২৫ সালে। মেগা নিলামের সময় খেলোয়াড় ধরে রাখার সংখ্যা বাড়ানোর প্রস্তাব আগেই দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। সেনিয়েও আলোচনা হতে পারে বৈঠকে। এবারের লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে বিসিসিআই খেলার পূর্ণাঙ্গ সূচি প্রথমে প্রকাশ করেনি। কেবলমাত্র প্রথম দুই সপ্তাহের সূচি প্রকাশ করেছিল। এবারের লোকসভা নির্বাচন সাত ধাপে হতে চলেছে। ১৯ এপ্রিল এই নির্বাচন শুরু হবে। সেই দিনক্ষণ জানার পর পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছেন আইপিএল কর্তারা।