Advertisment

Shivam Mavi: IPL শেষ KKR-এ খেলে যাওয়া ৬.৪ কোটির ভারতীয় স্পিডগানের! জয়ের মঞ্চেই দলে এল খারাপ খবর

Shivam Mavi injury: যুব বিশ্বকাপে খেলা উদীয়মান তারকা আইপিএলে আত্মপ্রকাশ করেছিল কেকেআরের জার্সিতে। টানা চার সিজন নাইটদের শিবিরে থাকলেও অংশ নিয়েছেন সীমিত সংখ্যক ম্যাচে। চোট-আঘাতে বারবার জর্জরিত ছিলেন। গত বছরের নিলামে ৬.৪ কোটি টাকায় লখনৌ নিয়েছিল তারকাকে। তবে সিজনের একটি ম্যাচ খেলার আগেই ছিটকে গেলেন তিনি।

author-image
IE Bangla Sports Desk
New Update
Kolkata Knight Riders, KKR, IPL, KKR vs SRH

Kolkata Knight Riders: আইপিএলে প্রথম ম্যাচেই জয় পেয়েছে কেকেআর (এক্সপ্রেস ফটো পার্থ পাল)

Lucknow Super Giants: পাঞ্জাবের পর আরসিবি- টানা দুই ম্যাচে মায়াঙ্কের পেস রকেটে চড়ে জয় ছিনিয়ে নিয়েছে লখনৌ সুপার জায়ান্টস। আর জোড়া জয়ের পরেই দুঃসংবাদ ভেসে এল লখনৌ ক্যাম্পে। লখনৌয়ের তরফে সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে জানিয়ে দেওয়া হল তাঁদের জার্সিতে বাকি লিগে আর খেলতে পারবেন না শিবম মাভি। চোটের কারণে ছিটকে গেলেন তিনি।

Advertisment

যুব বিশ্বকাপে খেলা উদীয়মান তারকা আইপিএলে আত্মপ্রকাশ করেছিল কেকেআরের জার্সিতে। টানা চার সিজন নাইটদের শিবিরে থাকলেও অংশ নিয়েছেন সীমিত সংখ্যক ম্যাচে। চোট-আঘাতে বারবার জর্জরিত ছিলেন। গত বছরের নিলামে ৬.৪ কোটি টাকায় লখনৌ নিয়েছিল তারকাকে। তবে সিজনের একটি ম্যাচ খেলার আগেই ছিটকে গেলেন তিনি।

ফ্র্যাঞ্চাইজির পোস্ট করা ভিডিওয় মাভিকে বলতে শোনা গিয়েছে, "আইপিএল মিস করতে চলেছি। চোট সারিয়েই ফিরেছিলাম। ভেবেছিলাম, গোটা সিজনেই দলের হয়ে খেলতে পারব। তবে নতুন চোটের কবলে পড়েছি। একজন ক্রিকেটারকে এই বিষয়ের জন্য মানসিকভাবে শক্তিশালী হতে হয়। কীভাবে চোট সারিয়ে কামব্যাক করা যাবে, সেই কথা ভাবতে হবে।"

শিবম মাভি না থাকলেও লখনৌ স্কোয়াড যে ধাক্কা খাবে, সেই সম্ভবনাই নেই। শামর জোসেফ, মহসিন খান, ম্যাট হেনরির মত পেস সেনসেশন রয়েছে লখনৌ ক্যাম্পে।

যাইহোক, লখনৌ আপাতত লিগ টেবিলের তৃতীয় স্থানে। প্রথম ম্যাচ হারলেও সুপার জায়ান্টসরা শেষ দুই ম্যাচেই জয় পেয়েছে।

IPL LSG IPL 2024 Lucknow Super Giants
Advertisment