Advertisment

Wanindu Hasaranga: ইঞ্জেকশন নিয়েই খেলেছেন বাংলাদেশের বিপক্ষে! কোটি কোটি টাকার বিদেশিকে 'হারিয়ে' চাপে ব্যাপক ঝটকায় হায়দরাবাদ

Wanindu Hasaranga ruled out of IPL: ডি সিলভা জানিয়েছেন, একজন পডিয়াট্রিস্টের সঙ্গে দেখা করার জন্য হাসারাঙ্গার দুবাই যাওয়ার কথা আছে। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের ফিজিওথেরাপি বিভাগও তেমনটাই সুপারিশ করেছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
SRH, Wanindu Hasaranga

SRH-Wanindu Hasaranga: মুম্বইকে হারিয়ে এসআরএইচ ঘুরে দাঁড়িয়েছে। (ছবি সৌজন্য- আইপিএল)

Sunrisers Hyderabad in IPL 2024: বাংলাদেশের বিরুদ্ধে ইঞ্জেকশন নিয়ে খেলেছেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা! তাঁর গোড়ালির চোটের অবস্থা এতটাই খারাপ যে তিনি খেলার অবস্থায় নেই। সেই কারণে, ২০২৪ আইপিএল নিলামে ১.৫ কোটি টাকায় কেনা এই বিদেশিকে না-ও পেতে পারে হায়দরাবাদ সানরাইজার্স (এসআরএইচ)।

Advertisment

দুই বছর আগে, ২০২২ সাল হাসারাঙ্গাকে ১০.৭৫ কোটি টাকায় কিনেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) ফ্র্যাঞ্চাইজি। তারা ছাড়তেই হাসারাঙ্গাকে এবার কমদামে ঝোলায় এসআরএইচ। কিন্তু, গোটা টুর্নামেন্টেই কোনও কাজে না লাগারই সম্ভাবনা। শ্রীলঙ্কার মিডিয়ার রিপোর্ট অনুসারে এমনটাই খবর।

হাসারাঙ্গা শ্রীলঙ্কার টি-২০ দলের অধিনায়ক। আর, চলতি বছরের শেষের দিকে টি-২০ বিশ্বকাপ। যার যৌথ আয়োজক ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকা। সেখানে হাসারাঙ্গাকে অংশ নিতে হলে অবিলম্বে চোট সারিয়ে মাঠে ফিরতে হবে। সম্প্রতি বাংলাদেশের বিরুদ্ধে শ্রীলঙ্কার সাদা বলের সিরিজে তিনি খেলেছেন। কিন্তু, সেটা বাম গোড়ালিতে চোট নিয়েই। আর, রীতিমতো সাময়িক ব্যথা কমানোর ইঞ্জেকশন পুশ করে। ফলে, চোট আরও বেড়েছে। যার জের ভুগতে হবে হায়দরাবাদকে।

সেই সন্দেহ আরও বাড়িয়ে দিয়েছেন শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) সিইও অ্যাশলে ডি সিলভা। তিনি শ্রীলঙ্কার সংবাদমাধ্যমকে বলেছেন, 'ও (হাসারাঙ্গা) কিছুতেই আইপিএলে অংশ নিচ্ছে না। কারণ, পডিয়াট্রিস্টের সঙ্গে দেখা করার পরে ওকে মাঠে ফেরার জন্য কন্ডিশনিং ক্যাম্পে থাকতে হবে।'

ডি সিলভা জানিয়েছেন, একজন পডিয়াট্রিস্টের সঙ্গে দেখা করার জন্য হাসারাঙ্গার দুবাই যাওয়ার কথা আছে। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের ফিজিওথেরাপি বিভাগও তেমনটাই সুপারিশ করেছে। কারণ, হাসারাঙ্গার গোড়ালিতে এখনও প্রচণ্ড ব্যথা আছে। ডিসিলভা বলেন, 'ওর গোড়ালি ফুলে গেছে। ইনজেকশন নিয়ে খেলেছে। বিশ্বকাপের আগে ওকে চোট সারিয়ে উঠতে হবে। সেই জন্য এবছর আইপিএলে খেলবে বলেই আমাদের জানিয়েছে।'

আরও পড়ুন- IPL নিয়মের ফুটো দেখিয়ে দিল LSG! এমন চালাকিতেই শেষমেশ হল বাজিমাত

মাত্র ২৬ বছরের এই অলরাউন্ডার, শ্রীলঙ্কা ক্রিকেটের কাছে নিজেকে অপরিহার্য করে তুলেছেন। চোটের কারণে গত বছরের শেষের দিকে ভারতে হয়ে যাওয়া একদিনের ক্রিকেট বিশ্বকাপে তিনি খেলতে পারেননি। তবে, হাসারাঙ্গাকে না পেলেও সানরাইজার্স হায়দরাবাদ এবারের আইপিএল বেশ ভালোভাবেই শুরু করেছে। প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের কাছে মাত্র চার রানে হারলেও দ্বিতীয় ম্যাচে তারা মুম্বই ইন্ডিয়ান্সকে ৩১ রানে হারিয়ে অপেক্ষাকৃত ভালো জায়গায় উঠে এসেছে।

Sunrisers Hyderabad Sri Lanka IPL Wanindu Hasaranga IPL 2024
Advertisment