Advertisment

Hardik Pandya: খেলায় মন ছিল না হার্দিকের! লিগের লাস্ট বয় হতেই বোমা ফাটালেন মুম্বই কোচ বাউচার

Mumbai Indians finishes last in IPL standings: দশ দলের হয়ে শেষ স্থানে ফিনিশ করাই নয় শুধু হার্দিকের কাটা ঘায়ে নুনের ছিঁটে হিসেবে আবির্ভাব ঘটেছে স্লো ওভার রেটের শাস্তি। লখনৌ ম্যাচে মন্থর ওভার রেটে অভিযুক্ত হার্দিক পরের সিজনে ২০২৫-এর প্ৰথম আইপিএল ম্যাচে নামতে পারবেন না নির্বাসনের কবলে পড়ে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Hardik Pandya, Mark Boucher, Mumbai Indians

Hardik Pandya on Mark Boucher: হার্দিকের অধিনায়কত্ব নিয়ে মুখ খুললেন কোচ বাউচার (টুইটার)

Hardik Pandya performance analysis by Mark Boucher: মরসুমের শেষটাও হল হার দিয়ে। লিগ টেবিলের তলানিতে থেকেই মুম্বই ইন্ডিয়ান্স আইপিএল অভিযান শেষ করল। হেড কোচ মার্ক বাউচার বলে দিলেন, অধিনায়কত্ব নেওয়ার পর যেভাবে প্রতিক্রিয়া পেয়েছেন সর্বস্তরে, সেটাই হার্দিকের খেলায় প্রভাব ফেলেছে। আইপিএল শুরুর আগেই মুম্বই ইন্ডিয়ান্স বোমা ফাটিয়ে ঘোষণা করে দিয়েছিল, রোহিতকে সরিয়ে হার্দিককে নতুন নেতা ঘোষণা করা হল। তারপরেই ক্ষিপ্ত হয়ে ওঠে সমর্থককুল। পাঁচবারের আইপিএল জয়ী অধিনায়ককে এই অশ্রদ্ধা মেনে নিতে পারেননি গোটা দেশের ক্রিকেট ভক্তরা।

Advertisment

লখনৌয়ের কাছে শেষ ম্যাচে ১৮ রানে হেরে বসার পর মুম্বই ইন্ডিয়ান্স হেড কোচ মার্ক বাউচার বলে দেন, "যদি এখানে হার্দিক থাকত, তাহলে নির্ঘাত ও হতাশ হত। অধিনায়কের দৃষ্টিভঙ্গি থেকে বলতে পারি, ও বেশ কিছু ম্যাচ ভালো খেলেছে। ওঁকে ঘিরে অনেক কিছু ঘটে চলেছিল। সেই চিন্তায় ও আচ্ছন্ন হয়ে পড়ছিল প্রতিনিয়ত। যেটা একজন নেতার পক্ষে বেশ কঠিন।"

দশ দলের হয়ে শেষ স্থানে ফিনিশ করাই নয় শুধু হার্দিকের কাটা ঘায়ে নুনের ছিঁটে হিসেবে আবির্ভাব ঘটেছে স্লো ওভার রেটের শাস্তি। লখনৌ ম্যাচে মন্থর ওভার রেটে অভিযুক্ত হার্দিক পরের সিজনে ২০২৫-এর প্ৰথম আইপিএল ম্যাচে নামতে পারবেন না নির্বাসনের কবলে পড়ে।

আবার-ও দুঃস্বপ্ন হিসাবে হাজির হয়েছেন সমর্থকরাও। সিজনের শেষ ম্যাচেও দর্শকরা ব্যঙ্গ-বিদ্রূপে ভরিয়ে দিয়েছেন হার্দিককে। গোটা সিজন ধরেই ওয়াংখেড়েতে সমর্থকদের এই আচরণ সহ্য করতে হয়েছে ক্যাপ্টেন পান্ডিয়াকে। "এই টিটকিরি হজম করা মোটেই সহজ নয়। হার্দিকের জন্য খারাপ লাগছে। এমন ঘটনার মধ্যে দিয়ে বারবার যাওয়া সহজ ব্যাপার নয়।"

এমন বলে বাউচার আরও বলেছেন, "আমাদের ড্রেসিংরুমে অবশ্যই ওঁর জন্য অনেক সমর্থন রয়েছে। তবে একজন ক্রিকেটার হিসাবে এমন ঘটনার সম্মুখীন হওয়া সহজ নয়। অনেক অনভিপ্রেত ঘটনা ঘটে চলেছে। নেতৃত্বে আরও পরিণত হয়ে ওঠার পথে এটা হার্দিকের জন্য শিক্ষার হয়ে থাকছে। এই মুহূর্তে পরিস্থিতি বেশ কঠিন। তবে এটা ওঁকে আরও শক্তিশালী নেতা হিসেবে গড়ে তুলবে। আমার এখনও বিশ্বাস নেতা হিসেবে হার্দিক আরও কিছু দুর্দান্ত পারফরম্যান্স করবেন ভবিষ্যতে।"

হার্দিক আইপিএল শেষ করলেন ১৩ ম্যাচে ২১৬ রান নিয়ে। গড় ১৮ এবং স্ট্রাইক রেট ১৪৩.০৪। ১২ ম্যাচে ১০.৭৫ ইকোনমিতে হার্দিক ১২ ইনিংসে ১৩ উইকেট শিকার করেছেন।

বাউচারের সংযোজন, "কিছু বিষয় রয়েছে যা আমাদের বলা উচিত। এবং আমরা সেটা বলতে চলেছি। তবে এই মুহূর্তে তার উপযুক্ত সময় নয়। সকলেই ভীষণ হতাশ এবং বিধ্বস্ত। তাই এমন সময় ভালো সিদ্ধান্ত নেওয়ার উপযুক্ত নয়। আমাদের বসে ঠিক করতে হবে, মূল্যায়ণ করতে হবে- ঠিক কী হচ্ছে!"

Mumbai Indians Hardik Pandya IPL IPL 2024
Advertisment