Gujarat Titans vs Chennai Super Kings: আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে নিরাপত্তা সংশয় ঘটেছিল এমএস ধোনিকে কেন্দ্র করে। গুজরাট টাইটান্স বনাম সিএসকে ম্যাচে নিরাপত্তা কর্মীদের ফাঁকি দিয়ে ধোনির কাছে পৌঁছে গিয়েছিল জয় ভারত। তারপরেই আটক করা হল সেই ব্যক্তিকে।
ভারতীয় দণ্ডবিধির ৪৪৭ নম্বর ধারা অনুযায়ী, সেই ব্যক্তিকে অপরাধমূলক অনুপ্রবেশের কারণে গ্রেফতার করা হয়েছে। এমনটাই জানিয়েছেন সহকারী পুলিশ কমিশনার ডিভি রানা।
ধৃত ব্যক্তির নাম জয়কুমার জানি। ভাবনগর জেলার রাবারিকা গ্রামের বাসিন্দা তিনি। কলেজে দ্বিতীয় বর্ষের ছাত্র তিনি। জানি পুলিশকে জানিয়েছেন, তিনি মহেন্দ্র সিং ধোনির মস্ত বড় ভক্ত। তাই তিনি ব্যারিকেড টপকে ধোনির কাছে পৌঁছে যান।
ম্যাচ চলাকালীন ভাইরাল হওয়া ভিডিওয় দেখা গিয়েছে, ধোনির কাছে গিয়ে জানি নত মস্তকে প্রণাম করছেন। তারপর মহাতারকাকে আলিঙ্গন করতেও দেখা যায়। তারপরেই নিরাপত্তাকর্মীরা তাঁকে সরিয়ে নিয়ে যান।
সহকারী পুলিশ কমিশনার রানা বলেছেন, "জানি এবং তাঁর ভাই ভাবনগর থেকে ম্যাচ দেখতে আহমেদাবাদে এসেছিল। ডিআরএস ব্রেকের সময় জানি কালো স্ক্রিনের কাছে মেটাল ব্যারিকেড টপকে যান। তারপরেই পিচের দিকে দৌড়ে যান। সঙ্গেসঙ্গেই তাঁকে চাঁদখেদা পুলিশ থানায় নিয়ে যাওয়া হয়।" রানা আরও বলেছেন, তাঁকে আইনমাফিকভাবে গ্রেফতার করা হয় শনিবার। তাঁর নামে এক এফআইআর-ও দায়ের করা হয়েছে।
এই নিয়ে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এমন ঘটনা ছয় মাসের মধ্যে দু-বার ঘটল। ২০২৩-এর নভেম্বরে চিনা-ফিলিপিনো বংশোদ্ভূত অস্ট্রেলিয়ার বাসিন্দা ওয়েইন জনসন বিশ্বকাপে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ চলাকালীন নিরাপত্তা কর্মীদের চোখ এড়িয়ে বিরাট কোহলিকে আলিঙ্গন করে বসেছিলেন।