Deepak Chahar Confusion: দেখে মনেই হবে না যে ধোনি আর ক্যাপ্টেন নেই। ম্যাচে চেন্নাই সুপার কিংসের (সিএসকে) খেলোয়াড়দের তিনি ঠিক অধিনায়ক থাকাকালীন সময়ের মতই নির্দেশ দিচ্ছেন। আর, নতুন ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড়? তিনিও ধোনির সঙ্গে সমানতালে সঙ্গত করছেন। অধিনায়ক হিসেবে নির্দেশ দেওয়া, দল পরিচালনার মত যাবতীয় দায়িত্ব সামলাচ্ছেন পরিণত অধিনায়কের মতই।
সেই হিসেবে মাঠে চেন্নাই এখন যেন একের বদলে দু'জন অধিনায়ক পেয়ে গিয়েছে। কিন্তু, তাতে দলের তাল কাটার কোনও লক্ষণ নেই। বরং, যেন আরও শক্তিশালী হয়েছে। আইপিএলের মুম্বই পরিবারের গল্পের সঙ্গে চেন্নাইকে মেলানোটা তাই যেন কার্যত অসম্ভব। দুই দলই আইপিএল পাঁচবার করে জিতেছে। কিন্তু, হার্দিক অধিনায়ক হওয়ার পর থেকে যে শোরগোল বা গেল গেল রব পড়ে গিয়েছে, সেটা চেন্নাইয়ে নেই। মাঠেও মুম্বইয়ের অনৈক্য ধরা পড়েছে। চেন্নাইয়ে কিন্তু, সেসব এক্কেবারে উধাও।
আরও পড়ুন- মুম্বইয়ের মাঠেই হেনস্থার শিকার হবেন হার্দিক! চরম হুঁশিয়ারি দিলেন এবার বাংলার মনোজ
অথচ, মুম্বই অনেক আগে তাদের সিদ্ধান্তটা জানিয়েছিল। ফলে, পরিস্থিতি স্বাভাবিক হওয়া বা স্বাভাবিক করার অঢেল সময় ছিল। আর, চেন্নাই তাদের অধিনায়ক বদলের সিদ্ধান্ত প্রকাশ্যে জানিয়েছে আইপিএল শুরু হওয়ার একদিন আগে। কিন্তু ম্যাচে নির্দেশদান থেকে খেলার ফলাফল, কোথাও তার কোনও প্রভাবই পড়েনি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) এবং গুজরাট টাইটানস (জিটি)-এর বিরুদ্ধে তাদের প্রথম দুটি ম্যাচ জিতে টি২০ লিগের ১৭তম মরশুম শুরু করেছে সিএসকে।
আরও পড়ুন- বিদেশিদের সঙ্গে কোচের সংঘাত তুঙ্গে, ‘দূষিত’ KKR ড্রেসিংরুম! হঠাৎ বোমা নাইট তারকার
যদিও চেন্নাই শিবিরে সব ঠিকঠাক, সমস্যা বলে কিছুই নেই। এই কথাটাও পুরোপুরি সত্যি না। কারণ, সিএসকে পেসার দীপক চাহারের দাবি, তিনি মাঠে প্রথম দুটি ওভারের সময় ধোনি এবং ঋতুরাজ- উভয়ের থেকেই নির্দেশ নিয়েছেন। তবে, এগুলোকে কোনও বড় সমস্যা বলা যাবে না। চাহারের কথায়, 'মাহি (এমএসডি) ভাই এবং ঋতুরাজ ফিল্ড প্লেসমেন্ট থেকে সবকিছু দেখছে। তাতে একটু বিভ্রান্ত লাগছে। কিন্তু, রুতুরাজ ভাল করছে আর, মাহি ভাই পথ দেখাচ্ছে।' চাহার জানিয়েছেন, সব মিলিয়ে পরিস্থিতিটা বিশেষ কিছু বদলায়নি।