Advertisment

Richard Glesson-CSK: রোহিত-কোহলিই প্রথম দুই শিকার! ঘাতক পেসারকে নিয়ে আইপিএলে ঝড় তুলে দিল ধোনির চেন্নাই

CSK releases injured Devon Conway: নিউজিল্যান্ডের ওপেনার কনওয়ে গত দুই আইপিএল মরশুমে সিএসকের প্রতিনিধিত্ব করেছেন। ২৩ ম্যাচ খেলে ৯২৪ রান করেছেন। এর মধ্যে ৯টি অর্ধশতক এবং একটি অপরাজিত ৯২ রানও আছে। এমন প্লেয়ার চোট পেয়ে বাদ যাওয়ায় যথারীতি কিছুটা হলেও সমস্যায় পড়ল চেন্নাই।

author-image
IE Bangla Sports Desk
New Update
Rohit, Kohli, Dhoni

Rohit-Kohli-Dhoni: সময়ই বলবে রোহিত, কোহলিদের বিরুদ্ধে ঠিক কতটা লাভবান হলেন ধোনিরা। (ছবি সৌজন্যে: আইপিএল ওয়েবসাইট)

CSK squad in IPL 2024: চেন্নাই সুপার কিংস (CSK) স্কোয়াডে চোটপ্রাপ্ত ডেভন কনওয়ের স্থলাভিষিক্ত হবেন ইংল্যান্ডের পেসার রিচার্ড গ্লিসন। আইপিএল এক বিবৃতিতে জানিয়েছে, 'ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2024 থেকে ইনজুরির কারণে ডেভন কনওয়ে বাদ পড়েছেন। সিএসকে আইপিএল ২০২৪-এর বাকি অংশের জন্য রিচার্ড গ্লিসনকে কনওয়ের বদলে স্কোয়াডে যুক্ত করেছে। তিনি ৫০ লক্ষ টাকা রিজার্ভ মূল্যে সিএসকেতে যোগ দেবেন।'

Advertisment

নিউজিল্যান্ডের ওপেনার কনওয়ে গত দুই আইপিএল মরশুমে সিএসকের প্রতিনিধিত্ব করেছেন। ২৩ ম্যাচ খেলে ৯২৪ রান করেছেন। এর মধ্যে ৯টি অর্ধশতক এবং একটি অপরাজিত ৯২ রানও আছে। এমন প্লেয়ার চোট পেয়ে বাদ যাওয়ায় যথারীতি কিছুটা হলেও সমস্যায় পড়ল চেন্নাই। কিন্তু, তার বদলে যে রিচার্ড গ্লিসন যোগ দিচ্ছেন, তিনিও কনওয়ের চেয়ে কিছু কম যান না। বছর ৩৬-এর গ্লিসন ৬টি টি-২০ ম্যাচে ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করেছেন। ৯টি উইকেট নিয়েছেন। সব মিলিয়ে ৯০টি টি-২০ ক্রিকেট ম্যাচে তাঁর নেওয়া উইকেটের সংখ্যা ১০১।

ইংল্যান্ডের হয়ে টি-২০ খেলতে গিয়ে গ্লিসন রোহিত শর্মা, বিরাট কোহলি, ঋষভ পন্থদের অবলীলায় আউট করেছেন। গ্লিসনের বলে মারতে গিয়ে রোহিত ক্যাচ তুলে দিয়েছিলেন বাটলারের হাতে। সেই গ্লিসনের বলেই কোহলি ক্যাচ তুলে দেন মালানের হাতে। পন্থ এসে গ্লিসনকে সামলানোর চেষ্টা করেছিলেন। কিন্তু, গ্লিসনের বল পন্থের ব্যাটের ভিতরের দিকে লেগে সোজা চলে যায় বাটলারের হাতে।

তবে, সেসব পুরোনো কাসুন্দি। এবারের আইপিএল ফ্রেশ টুর্নামেন্ট। ইতিহাস ঘেঁটে লাভ নেই। গ্লিসনকে নিজের সুখ্যাতি বজায় রাখতে এবারের আইপিএলেও ক্যারিশমা দেখাতে হবে। না-হলে তাঁর পরিস্থিতিটা এক্কেবারে কেকেআরের মিচেল স্টার্কের মত হবে। স্টার্ক একদিনের বিশ্বকাপে দুর্দান্ত খেলেও আইপিএলে যেভাবে ম্যাচের পর ম্যাচ ব্যর্থতার পরিচয় দিচ্ছেন, তাতে কেকেআরকে হাত কামড়াতে হচ্ছে। নিলামের সময় স্টার্ককে কিনে প্রায় ২৫ কোটি টাকা জলে ফেলে দেওয়ার জন্য।

আরও পড়ুন- IPL-এর এই নিয়ম একদমই ফালতু! মুখ খুললেন এবার রোহিত সজোরে

তবে, গ্লিসন আশা পূরণ করবেন। এমনটাই আশা করছে চেন্নাই। ইতিমধ্যে চেন্নাই তাদের স্কোয়াড আপডেট করেছে। নতুন স্কোয়াডে আছেন- এমএস ধোনি (উইকেটরক্ষক), আরেভেলি অবনীশ (উইকেটরক্ষক), রিচার্ড গ্লিসন, রুতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), আজিঙ্কা রাহানে, শাইক রশিদ, মঈন আলি, শিবম দুবে, আরএস হাঙ্গারগেকার, রবীন্দ্র জাদেজা, অজয়​যাদব মণ্ডল, ড্যারিল মিচেল, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, নিশান্ত সিন্ধু, দীপক চাহার, তুষার দেশপাণ্ডে, মুকেশ চৌধুরী, মুস্তাফিজুর রহমান, মাথিশা পাথিরানা, সিমারজিৎ সিং, প্রশান্ত সোলাঙ্কি, শার্দুল ঠাকুর, মহেশ থেকশানা, সমীর রিজভি।

Virat Kohli Chennai Super Kings CSK Rohit Sharma IPL IPL 2024
Advertisment