Advertisment

Mustafizur Rahman-CSK: ফিজের জন্য বিসিবির কাছে হাত জোড় করে অনুরোধ ধোনির CSK-র! বাংলাদেশের মন গলল অবশেষে

Mustafizur Rahman performance in CSK: এবারের আইপিএলে মুস্তাফিজুর পাঁচ ম্যাচে ১০টি উইকেট নিয়েছেন। এটাই তাঁর আইপিএলে সেরা পারফরম্যান্স।

author-image
IE Bangla Sports Desk
New Update
Mustafizur Rahman, Dhoni

Mustafizur Rahman-Dhoni: গত সপ্তাহেই মার্কিন ভিসার নিয়মকানুন পূরণ করতে বাংলাদেশে গিয়েছিলেন ধোনির দলের অন্যতম অস্ত্র মুস্তাফিজুর (বাঁ দিকে)। (ছবি- টুইটার)

Mustafizur Rahman IPL stay extended by BCB: চেন্নাই সুপার কিংস (সিএসকে)-এর অনুরোধে একদিনের মধ্যেই আইপিএলে মুস্তাফিজুর রহমানকে খেলতে দেওয়ার সময়সীমা বাড়াল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর আগে চেন্নাই সুপার কিংস, বাংলাদেশি তারকাকে ভারতে আরও বেশ কিছুদিন খেলতে দেওয়ার জন্য বিসিবির ছাড়পত্র চেয়েছিল। এর আগে মুস্তাফিজুরের ৩০ এপ্রিল বাংলাদেশে ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু, ছাড়পত্র মেলায় এবার চেন্নাই তারকা ১ মে, পঞ্জাব সুপার কিংস (পিবিকেএস)-এর বিরুদ্ধে ম্যাচেও খেলতে পারবেন।

Advertisment

আর যথারীতি, ১৯ এবং ২৩ এপ্রিল- লখনউ সুপার জায়ান্টস (এলএসজি) এবং ২৮ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচেও মুস্তাফিজকে পেতে চেন্নাইয়ের কোনও অসুবিধা হবে না। এরপর অবশ্য চেন্নাই তারকাকে বাংলাদেশে ফিরতেই হবে। সেখানে তিনি জিম্বাবোয়ের বিরুদ্ধে ৩ এবং ১২ মে, টি-২০ সিরিজে অংশ নেবেন। এরপর ২১ মে আমেরিকার টেক্সাসে বাংলাদেশের হয়ে তিনি আমেরিকার বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলবেন।

এই ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডেপুটি ম্যানেজার শাহরিয়ার নাফিজ বলেছেন, 'আমরা ৩০ প্রথমে মুস্তাফিজুরকে ৩০ এপ্রিল পর্যন্ত ভারতে খেলার ছাড়পত্র দিয়েছিলাম। কিন্তু, চেন্নাইয়ের ১ মে ম্যাচ আছে। তাই চেন্নাই এবং বিসিসিআইয়ের অনুরোধে আমরা মুস্তাফিজুরের ভারতে খেলার সময়সীমা আরও একদিন বাড়িয়েছি।'

এবারের আইপিএলে মুস্তাফিজুর পাঁচ ম্যাচে ১০টি উইকেট নিয়েছেন। এটাই তাঁর আইপিএলে সেরা পারফরম্যান্স। তবে, আইপিএলে মুস্তাফিজুর অবশ্য নতুন নন। ২০২১ সালে তিনি আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছিলেন। এবারের আইপিএল চলাকালীন এই বাঁ-হাতি সিমার গত সপ্তাহে ঢাকা গেছিলেন। সেখানে আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য ইউএস ভিসার নিয়মকানুন মেনে আবেদন জানান।

আরও পড়ুন- একার হাতেই এই তারকা ম্যাচ ঘোরাবেন নাইটদের! জয়সওয়াল-সঞ্জুদের ইডেনে হারাতে এই প্রথম ১১ নামাচ্ছে KKR

যে মুস্তাফিজুরকে নিয়ে এত টানাটানি, সেই বামহাতি পেসারকেই শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজে মাত্র দুই উইকেট নেওয়ার জন্য একদিনের দল থেকে ছেঁটে ফেলেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কিন্তু, ছেঁটে ফেললেও পরিসংখ্যান বলছে, টি-২০ ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে সফল বোলার মুস্তাফিজুর। আর, সেই কারণেই আসন্ন টি-২০ বিশ্বকাপ ক্রিকেটে মুস্তাফিজুরকে দলে রাখতে বাধ্য হল বিসিবি।

Chennai Super Kings CSK IPL Bangladesh Cricket IPL 2024
Advertisment