Advertisment

CSK Skipper Gaikwad: CSK-র হারের জন্য দায়ী এই বিদেশি তারকা, ম্যাচ হেরেই বিস্ফোরক চেন্নাই ক্যাপ্টেন রুতুরাজ

Ruturaj Gaikwad on CSK vs DC: ক্যাপ্টেন রুতুরাজ তো বটেই খাপ খুলতে পারেননি বহু আলোচিত রচিন রবীন্দ্রও। খলিল আহমেদ, ইশান্ত শর্মাদের সামনে নড়বড়ে হয়ে গিয়েছিল সিএসকের ইনিংস। দ্বিতীয় উইকেটে ড্যারেল মিচেল, অজিঙ্কা রাহানের হাফসেঞ্চুরি পার্টনারশিপে ম্যাচে ফিরে এসেছিল সিএসকে। তবে এরপরে টানা উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ইয়েলো ব্রিগেড।

author-image
IE Bangla Sports Desk
New Update
CSK Skipper Gaikwad: সিএসকে, রুতুরাজ গায়কোয়াড

Ruturaj Gaikwad on CSK vs DC: দলের হারের কারণ জানালেন সিএসকে অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড (আইপিএল)

DC vs CSK, IPL 2024: টানা দুটো ম্যাচে জয় দিয়ে সিএসকে নেতৃত্বের অভিষেক ঘটেছিল রুতুরাজ গায়কোয়াডের। তবে বিশাখাপত্তনমে প্ৰথমবার নেতা গায়কোয়াড হার হজম করলেন। দিল্লির বিপক্ষে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতেই হচকচিয়ে গিয়েছিল সিএসকে।

Advertisment

ক্যাপ্টেন রুতুরাজ তো বটেই খাপ খুলতে পারেননি বহু আলোচিত রচিন রবীন্দ্রও। খলিল আহমেদ, ইশান্ত শর্মাদের সামনে নড়বড়ে হয়ে গিয়েছিল সিএসকের ইনিংস। দ্বিতীয় উইকেটে ড্যারেল মিচেল, অজিঙ্কা রাহানের হাফসেঞ্চুরি পার্টনারশিপে ম্যাচে ফিরে এসেছিল সিএসকে। তবে এরপরে টানা উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ইয়েলো ব্রিগেড। শিবম দুবে, সমীর রিজভি আউট হওয়ার পর শেষদিকে নেমে ধোনি ঝড় তুলে দেন। ১৬ বলে ৩৭ রানের টর্নেডো ইনিংসে স্বত্ত্বেও ধোনি দলের হার বাঁচাতে পারেননি।

ম্যাচের পরে পাওয়ার প্লেতে ভালো ব্যাটিংয়ের অভাবকেই হারের জন্য দায়ী করেছেন ক্যাপ্টেন রুতুরাজ। বলে দিয়েছেন, "আমাদের বোলাররা পাওয়ার প্লেতে মার হজম করার পরে যেভাবে ফিরে এসেছিল, সেটায় খুশি। ১৯১-য় ওঁদের থামিয়ে দেওয়া বেশ ভালো কৃতিত্ব। প্রথম ইনিংসে পিচ ব্যাট করার জন্য একদম আদর্শ ছিল। দ্বিতীয় ইনিংসে অতিরিক্ত সিম মুভমেন্ট, স্পঞ্জি বাউন্স বিপদে ফেলল আমাদের। রচিন বারবার বল মিস করছিল। প্রথম তিন ওভারে আমরা একদমই খাপ খুলতে পারিনি। এটাই তফাৎ গড়ে দিল।"

আরও পড়ুন: আজীবন মনে থাকবে এই ইনিংস! ধোনির সামনে পন্থের দাদাগিরি দেখেই মুখ খুললেন সৌরভ

এরপরে সিএসকে অধিনায়কের আরও সংযোজন, "আমাদের ইনিংসের মাঝামাঝি সময়ে মনে হচ্ছিল এই টার্গেট চেজ করে ফেলা সম্ভব হবে। তবে এক্সট্রা সিম মুভমেন্টের সামনে আমরা লড়াই চালিয়ে যেতে পারিনি। আমরা দিল্লির থেকে সবসময় পিছিয়ে ছিলাম। ওঁদের রান পৌঁছনোর জন্য যে বড় ওভারের দরকার হয়, সেটাও আমরা করতে পারিনি।"

প্রথম তিন ওভারের সিএসকে গায়কোয়াডের উইকেট হারিয়ে স্কোরবোর্ডে তুলেছিল মাত্র ৭ রান। খলিল আহমেদের বলেই আউট হয়ে যান রচিন। এরপরে সিএসকে ইনিংসের হাল ধরেন মিচেল এবং অজিঙ্কা রাহানে।

শেষদিকে সিএসকের জয়ের জন্য দরকার ছিল ৭৬ রান। শেষ ওভারের টার্গেট ৪১ রান। ধোনি নকিয়ার শেষ ওভারে দুটো করে বাউন্ডারি, ওভার বাউন্ডারি হাঁকিয়ে ২০ তোলেন। ২০ রান পিছিয়ে খেলা সমাপ্ত হয়।

IPL CSK Chennai Super Kings IPL 2024 Delhi Capitals
Advertisment