সিএসকে: ২০৬/৬
গুজরাট টাইটান্স: ১৪৩/৮
Chennai Super Kings vs Gujarat Titans IPL 7th Match Highlights: চেন্নাইয়ে গিয়ে পাত্তাই পেল না গুজরাট টাইটান্স। একেবারে ধরাশায়ী হতে হল শুভমান গিলের ফ্র্যাঞ্চাইজিকে। প্রথমে ব্যাট করে সিএসকে ২০৬ রানের পাহাড় খাড়া করেছিল। রান চেজ করতে নেমে গুজরাট ৮ উইকেট হারিয়ে শেষমেশ তুলল ১৪৩। চেন্নাইয়ের জয় এল ৬৩ রানের বিশাল ব্যবধানে।
দীপক চাহার, তুষার দেশপাণ্ডেদের সামনে পাওয়ার প্লেতে শুরুটা ভালো করতে পারেননি ঋদ্ধিমান-গিল। দুই ওপেনার-ই পাওয়ার প্লের মধ্যে দীপক চাহারের শিকার হন।
এরপরে পুরো চাপ এসে পড়ে মিডল অর্ডারে। সাই সুদর্শন ৩১ বলে ৩৭ করেন। মিলারের অবদান ১৬ বলে ২১। বাকিরা কেউই খাপ খুলতে পারেননি। শেষমেশ গুজরাট গুটিয়ে যায় ১৪৩ রানে। মুস্তাফিজুর, তুষার দেশপান্ডে, দীপক চাহার তিন পেসারই দুটো করে উইকেট দখল করেন।
CSK vs GT IPL 7th Match Report 2024
তার আগে টসে জিতে গুজরাট প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিল সিএসকেকে। চেন্নাই পাহাড়প্রমাণ রান তুলে দিয়েছিল দলের দুই তরুণ তুর্কির ব্যাটে ভর করে। ঝড়ের শুরুটা হয়েছিল রচিন রবীন্দ্রের ব্যাটে। শেষ করেন শিবম দুবে। পাওয়ার প্লেতে চার-ছক্কার ঢেউ ওঠে রবীন্দ্রের ব্যাটে। মাত্র ২০ বলে ৪৬ করে যান তিনি।
আরও পড়ুন- দেশ ছেড়ে কেন বিদেশে ‘বাবা’ হওয়ার সিদ্ধান্ত! বড় কারণ ফাঁস করলেন বিরাট কোহলি
শেষদিকে শিবম দুবের বিগ হিট (২৩ বলে ৫১) সিএসকেকে ২০০-র গন্ডি পার করে দেয়। পাঁচ ছক্কা হাঁকান তিনি। এর মধ্যে রুতুরাজ গায়কোয়াডের ৩৬ বলে ৪৬ রানের ইনিংসও রয়েছে। সিএসকের ৭.৬ কোটি টাকার সমীর রিজভিও ৬ বলে ১৫ রানের ক্যামিও খেলে যান।
চিপকে রশিদ খান মোটেই সেরা ছন্দে ছিলেন না। প্ৰথমে শিবম দুবে তাঁর ওপর চড়াও হলেন। তারপর সমীর রিজভিও তাঁর বিপক্ষে জোড়া ছক্কা হাঁকিয়ে গেলেন। ১০ ওভারের কোটায় রশিদ ২ উইকেট নিলেও ৪৬ রান খরচ করে যান।