Chennai Super Kings vs Kolkata Knight Riders: ধোনি মানেই জনতার কাছে এক আলাদা আকর্ষণ। আর, সেই আকর্ষণকে কীভাবে ভাঙাতে হয়, চেন্নাইয়ের সদ্য অপসারিত অধিনায়কের থেকে কেউ আর সেটা ভালো জানেন না। প্রতি ম্যাচেই যেটা হচ্ছে, ধোনি থাকলেই গ্যালারি থেকে সমস্বরে 'ধোনি ধোনি' স্লোগান ভেসে আসছে। সোমবারের ম্যাচেও তার অন্যথা হল না। তার মধ্যেই ধোনিকে দেখা গেল দর্শকদের সঙ্গে সামান্য মজা করতে। যা বেশ তারিয়ে উপভোগ করেছেন দর্শকরা।
সোমবার চেন্নাইয়ের তৃতীয় উইকেটের যখন পতন হয়, তখন দলের ১৯ বলে ৭ রান করার দরকার ছিল। প্রায় প্রতিম্যাচেই এমন বিশেষ সময়েই ধোনি নামেন। সোমবারও নেমেছেন। কিন্তু, তার আগে উপস্থিত দর্শকদের সঙ্গে একটা ছোট মজাও করে নিয়েছেন তিনি। ব্যাপারটা আর কিছুই নয়। আগে থেকেই ধোনি বলে রেখেছিলেন এমন সময়েই তিনি মাঠে নামবেন। দর্শকরাও এতদিন সেটা বুঝে গিয়েছেন।
আর, বুঝেছেন বলেই ধোনি মাঠে নামার আগেই 'ধোনি ধোনি' চিল-চিৎকার স্টেডিয়ামজুড়ে ঘুরে বেড়াতে শুরু করে। ধোনি বক্সে উঠে দাঁড়িয়ে হেলমেট পরছেন সেটাও দেখা যায়। ক্যামেরায় যা দেখতে পেয়ে দর্শকরা আরও উচ্ছ্বসিত হয়ে ওঠেন। 'ধোনি ধোনি' চিৎকার কয়েকগুণ বেড়ে যায়। কিন্তু, ধোনির নির্দেশেই অল-রাউন্ডার জাদেজা প্যাড আর হেলমেট পরে মাঠে নামার অভিনয় করেন। কিন্তু, সেটুকু করেই তিনি খেলোয়াড়দের গ্যালারির দিকে চলে যান। এরপরই দেখা যায়, বিশাল হর্ষধ্বনির মধ্যে ধোনিকে মাঠে নামতে।
'থালা' ধোনির এই কৌতুকের কথা ম্যাচের পরে ফাঁস করেছেন সিএসকের তুষার দেশপাণ্ডে। সেই ঘটনার কথা মনে করে রীতিমতো হাসতে হাসতে দেশপাণ্ডে বলেন, 'জাডডু ভাইকে ধোনি ভাই আগেই বলে দিয়েছিলেন, তিনিই ব্যাটিং করতে যাবেন। কিন্তু, সেটা যেন দর্শকদের প্রথমে বুঝতে দেওয়া না হয়।' ৪২ বছরের ধোনির এটাই হয়তো শেষ আইপিএল। আর, সেই কারণেই দর্শকরা আরও বেশি করে ধোনিকে মাঠে দেখতে চাইছেন। সেকথা মাথায় রেখেই ম্যাচ শেষে রবীন্দ্র জাদেজাকেও বলতে শোনা গিয়েছে, 'মাহি ভাইয়ের ব্যাটিং দেখা দর্শকদের কাছে সত্যিই মূল্যবান।'