Advertisment

Shreyas Iyer-KKR: আমার ভুলেই ম্যাচ হারল কেকেআর! চেন্নাই ম্যাচের পরেই বোমা ফাটালেন ক্যাপ্টেন শ্রেয়স

Shreyas Iyer captaincy against CSK: নিজের কোন ভুল স্বীকার করলেন শ্রেয়স আইয়ার, ঝড় উঠল প্রকাশ্যে

author-image
IE Bangla Sports Desk
New Update
KKR captain, Shreyas Iyer

KKR captain-Shreyas Iyer: ম্যাচের পর কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার। (ছবি- টুইটার)

Chennai Super Kings vs Kolkata Knight Riders: তাঁর ভুলেই কেকেআর সাত উইকেটে হেরেছে। চেন্নাই ম্যাচের পর এভাবেই দলের হারের দায়িত্ব কাঁধে তুলে নিলেন কেকেআর ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার। চলতি আইপিএলে সোমবারই প্রথম লুটিয়ে পড়ল কেকেআরের জয়ের ধ্বজা। পাঁচ বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের ঘরের মাঠ এমএ চিদাম্বরম স্টেডিয়ামে ধোনিবাহিনীর কাছে পরাজয় কেকেআরকে বুঝিয়ে দিয়েছে, আইপিএল এখনও বহুদূর।

Advertisment

ইনিংসের প্রথম বলেই ফিলিপ সল্টের উইকেট হারানোর পর, কেকেআর পাওয়ার প্লে-তে কিছু করতে পারেনি। রান তুলতে বেশ বেগ পেতে হয়েছ। সেনিয়ে ম্যাচ শেষে কেকেআর ক্যাপ্টেন বলেন, 'পাওয়ার প্লেতে আমরা ভালো খেলতে পারতাম। কিন্তু, আমরা লাগাতার উইকেট হারিয়ে গেছি। আমরা আসলে পরিস্থিতি মূল্যায়ন করতে পারিনি। বাস্তবটা হল পাওয়ার প্লে এবং এই উইকেটে রান করা, কোনওটাই আমাদের কাছে সহজ ছিল না।'

চিপকের মাটিতে চেন্নাইয়ের বোলিং আক্রমণের নেতৃত্ব দিয়েছিলেন রবীন্দ্র জাদেজা। চার ওভারে মাত্র ১৮ রানে তিনি তিনটি উইকেট তুলে নেন। সেই সাফল্যের আশপাশ দিয়েও যেতে পারেননি কেকেআর স্পিনাররা। মাত্র ৯.৪ ওভারেই তাঁরা ৭৪ রান দেন। এর কারণও ব্যাখ্যা করেছেন কেকেআর ক্যাপ্টেন। শ্রেয়স বলেন, 'মাঠটা ওদের চেনা। তাই চেন্নাইয়ের পরিকল্পনাটাও ভালো ছিল। আমরা সেরকম কোনও পরিকল্পনা করে মাঠে নামিনি।'

ম্যাচে দেখা গিয়েছে চেন্নাইয়ের স্পিনাররা কার্যত কেকেআরকে কাঁদিয়ে ছেড়েছেন। রবীন্দ্র জাদেজা, মহেশ থেকশানা ও রচিন রবীন্দ্র, ম্যাচে দেখা গিয়েছে তিন স্পিনার মিলে কেকেআরকে ৯ ওভারে মাত্র ৫০ রান দিয়েছেন। শুধু তাই নয়, চার উইকেটও নিয়ে নিয়েছেন। যার জন্যই কেকেআর ৯ উইকেটে মাত্র ১৩৭ রানে পৌঁছয়।

আরও পড়ুন- চেন্নাই দর্শককে বোকা বানালেন জাদেজা-ধোনি! সমর্থকদের আবেগ নিয়ে কি ছিনিমিনি খেললেন দুজনে, দেখুন

এর পিছনে তাঁদের দলের বিকল্প পরিকল্পনার অভাবককেই দায়ী করেছেন শ্রেয়স। কেকেআর টিমের পরিকল্পনাকারীদের মধ্যে শ্রেয়স অন্যতম। তাঁর কথায়, 'আমরা উইকেটের এই হাল দেখে ১৭০ টার্গেট করেছিলাম। বেঙ্গালুরু টিমের বিরুদ্ধেও কিন্তু, পরিস্থিতিটা এরকমই ছিল। কিন্তু, এবার একটানা উইকেট গেছে। টানা উইকেট গেলে, রান এগিয়ে নিয়ে যাওয়াটা রীতিমতো কঠিন। ভবিষ্যতে যাতে এমনটা আর না হয়, সেটা এখন থেকেই আমাদের বিশ্লেষণ করে বুঝে নিতে হবে।'

KKR Shreyas Iyer Kolkata Knight Riders CSK Chennai Super Kings
Advertisment