/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/05/CSK-PBKS.jpg)
Chennai Super Kings vs Punjab Kings IPL 53rd Match Highlights: আইপিএলে চেন্নাই সুপার কিংস (সিএসকে) বনাম পঞ্জাব কিংস (পিবিকেএস) ম্যাচের একটি মুহূর্ত। (ছবি- আইপিএল ওয়েবসাইট)
Chennai Super Kings vs Punjab Kings IPL 53rd Match Highlights: টস জিতেও হল না শেষরক্ষা। হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে পঞ্জাব কিংসকে ২৮ রানে হারাল চেন্নাই সুপার কিংস। এত কম রানের লক্ষ্যমাত্রাতেও চেন্নাইয়ের সামনে কার্যত টিকতে পারেননি পঞ্জাবের ব্যাটাররা। ২৩ বলে ৩০ রান করে রবীন্দ্র জাদেজার বলে আউট হন প্রভসিমরন সিং। তুষার দেশপাণ্ডের বলে মাত্র ৭ রান করে ফিরে যান জনি বেয়ারস্টো। শশাঙ্ক সিং কিছুটা প্রতিরোধের চেষ্টা করেছিলেন। কিন্তু, তিনিও ২০ বলে ২৭ রান করে ফিরে যান।
অধিনায়ক সাম কুরান ১১ বলে ৭ রান করে ফিরে যান। আশুতোষ শর্মা ১০ বলে ৩ রান করে প্রত্যাবর্তন করেন। হর্ষল প্যাটেল ১৩ বলে ১২ রান করেন। রাহুল চাহার ১০ বলে ১৬ রান করেন। তার মধ্যেই হাল ধরে রেখেছিলেন হরপ্রিত ব্রার। তিনি ১৩ বলে ১৭ রান করে অপরাজিত থেকে যান। কাগিসো রাবাদাও চেষ্টা করেছিলেন। তিনি ১০ বলে ১১ রান করেন। কিন্তু, ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত পঞ্জাবের ইনিংস গুটিয়ে যায় ২০ ওভার ৯ উইকেটে ১৩৯ রানে। ব্যাটিংয়ের মত বোলিংয়েও দুর্দান্ত পারফর্ম করেছেন রবীন্দ্র জাদেজা। তিনি চার ওভারে ২০ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন।
আরও পড়ুন- ওঁকে সবসময় প্রশংসা করতে হবে নাকি! কোহলির আক্রমণের পাল্টা গাভাসকারেরও, ফের সংঘাতে দুই মহারথী
CSK vs PBKS IPL 53rd Match Report 2024: এর আগে রবিবার ধর্মশালা স্টেডিয়ামে টস জিতে পঞ্জাব কিংস প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। চলতি আইপিএলে এনিয়ে ১০ ম্যাচের মধ্যে ৯টিতে টস হারলেন চেন্নাই অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। অজিঙ্কা রাহানের সঙ্গে তিনি ওপেন করতে নামেন। ১.৫ ওভারে ৭ বলে ৯ রান করে আরশদীপ সিংয়ের বলে রাবাডার হাতে ক্যাচ দিয়ে ফিরে যান রাহানে। ৭.১ ওভারে রাহুল চাহারের বলে জীতেশ শর্মার হাতে ক্যাচ দিয়ে ২১ বলে ৩২ রান করে ফিরে যান রুতুরাজ গায়কোয়াড়।
Ruturaj Gaikwad ✅
Shivam Dube ✅
Rahul Chahar marks his entry to the crease in style 😎
Watch the match LIVE on @JioCinema and @StarSportsIndia 💻📱#TATAIPL | #PBKSvCSKpic.twitter.com/RWFurkFnj2— IndianPremierLeague (@IPL) May 5, 2024
পরের বলে জীতেশ শর্মার হাতেই ক্যাচ দিয়ে ফিরে যান শিবম দুবে। এই নিয়ে পরপর দুটি ম্যাচে শিবম দুবে গোল্ডেন ডাক অর্থাৎ শূন্য করলেন। ৮.৫ ওভারে হর্ষল প্যাটেলের বলে এলবিডব্লিউ হয়ে ১৯ বলে ৩০ রান করে ফিরে যান ড্যারিল মিচেল। ২০ বলে ১৭ রান করে ১২.৪ ওভারে স্যাম কুরানের বলে জনি বেয়ারস্টোর হাতে ক্যাচ দিয়ে ফিরে যান মঈন আলি। ১১ বলে ১৭ রান করে হর্ষল প্যাটেলের বলে ১৮.৪ ওভারে বোল্ড হয়ে ফিরে যান শার্দূল ঠাকুর। হর্ষলের স্লোয়ার ইয়র্কারে গোল্ডেন ডাক হয়ে ফিরে যান মহেন্দ্র সিং ধোনি।
Deceived 🤯
Reactions says it all as MS Dhoni departs to a brilliant slower one from Harshal Patel 👏
Watch the match LIVE on @JioCinema and @StarSportsIndia 💻📱#TATAIPL | #PBKSvCSK | @PunjabKingsIPLpic.twitter.com/gYE5TqnqaY— IndianPremierLeague (@IPL) May 5, 2024
২৬ বলে ৪৩ রান করে আরশদীপ সিংয়ের বলে ১৯.৪ ওভারে স্যাম কুরানের হাতে ধরা পড়েন রবীন্দ্র জাদেজা। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেট চেন্নাই ১৬৭ রান তোলে।