Advertisment

CSK vs PBKS, IPL 2024 Highlights: পাথিরানা নেই, চেন্নাইয়ের জয়-ও নেই! KKR ঘাতক বেয়ারস্টোর ব্যাটেই ধুয়েমুছে সাফ ধোনির CSK

Chennai Super Kings vs Punjab Kings Full Match Report: চিপকে চেন্নাই যে অবধ্য নয়, তা লখনৌ আগেই দেখিয়ে দিয়েছিল। এবার সেই কীর্তিই করে দেখাল প্রীতি জিন্টার দল। প্ৰথমে ব্যাট করে চেন্নাই ১৬২/৭ তুলেছিল। বিলো পার স্কোরের অধিকাংশই এসেছিল ক্যাপ্টেন রুতুরাজ গায়কোয়াডের ব্যাটে ভর করে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Chennai Super Kings vs Punjab Kings Full Match Report: সিএসকে, এসআরএইচ, আইপিএল

Chennai Super Kings vs Punjab Kings IPL 49th Match Highlights: চেন্নাইকে সহজেই হারাল পাঞ্জাব (আইপিএল)

সিএসকে: ১৬২/৭

পাঞ্জাব কিংস: ১৬৩/৩

Advertisment

Chennai Super Kings vs Punjab Kings IPL 49th Match Highlights: কেকেআরের ঘরের মাঠে ইতিহাস গড়া জয় হাসিল করেছিল পাঞ্জাব কিংস। গত সপ্তাহের সেই দুরন্ত ফর্ম ধরে রেখেই পাঞ্জাব এবার শিকার করল চেন্নাই নামের সিংহকে। তা-ও আবার চিপকে সিংহের গুহায় ঢুকে। সিএসকের ১৬৩ রানের টার্গেট পাঞ্জাব চেজ করল হাতে ৭ উইকেট এবং ১৩ বল নিয়ে।

CSK vs PBKS IPL 49th Match Report 2024: চিপকে চেন্নাই যে অবধ্য নয়, তা লখনৌ আগেই দেখিয়ে দিয়েছিল। এবার সেই কীর্তিই করে দেখাল প্রীতি জিন্টার দল। প্ৰথমে ব্যাট করে চেন্নাই ১৬২/৭ তুলেছিল। বিলো পার স্কোরের অধিকাংশই এসেছিল ক্যাপ্টেন রুতুরাজ গায়কোয়াডের ব্যাটে ভর করে। যিনি ৪৮ বলে ৬২ করে গিয়েছিলেন। অজিঙ্কা রাহানে (২৪ বলে ২৯) এবং সমীর রিজভিও (২৩ বলে ২১) ব্যাট হাতে কিছুটা অবদান রাখেন।

চেন্নাইয়ের পিচে বেশ ঘূর্ণি মজুত ছিল। তা কাজে লাগিয়েই সিএসকেকে ভাঙেন পাঞ্জাবের দুই স্পিনার হরপ্রীত ব্রার এবং রাহুল চাহার। দুজনেই নেন দুটো করে উইকেট। ব্রার আউট করেন ওপেনার রাহানে এবং ডেঞ্জারম্যান শিভম দুবেকে। অন্যদিকে, চাহারের শিকার রবীন্দ্র জাদেজা এবং মঈন আলি।

অল্প স্কোর ডিফেন্ড করার জন্য চেন্নাইয়ের সেরা অস্ত্র মাথিসা পাথিরানাই ছিলেন না। তুষার দেশপান্ডেও শারীরিক সমস্যায় খেলতে পারেননি। হায়দরাবাদ ম্যাচে জয়ের দুই নায়ককে ছাড়া খেলতে নেমে সিএসকের জয় পাওয়া ছিল দুষ্কর। সেটাই হল। বদলে নামা গ্লিসন জোড়া উইকেট নিলেও বাকিরা সেভাবে প্রভাব ফেলতে পারলেন না।

পাঞ্জাবের কাজ আরও সহজ করে দেয় দ্বিতীয় উইকেটে বেয়ারস্টো (৩০ বলে ৪৬) এবং রিলি রসউয়ের (২৩ বলে ৪৩) ৬৪ রানের পার্টনারশিপ। কেকেআরকে ইডেনে বধের নায়ক বেয়ারস্টো আবারও সিএসকের বিরূদ্ধে জ্বলে উঠে ৭ ছক্কা, ১ বাউন্ডারির ইনিংসে দারুণ অবদান রেখে গেলেন। দুজনে দুই ওভারের ব্যবধানে আউট হয়ে গেলেও স্যাম কুরান (২০ বলে ২৬), শশাঙ্ক সিং (২৬ বলে ২৫) ভুল করেননি। হাফসেঞ্চুরি পার্টনারশিপ গড়ে একেবারে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন দুজনে।

IPL Kings XI Punjab PBKS Punjab Kings CSK Chennai Super Kings IPL 2024
Advertisment