Advertisment

CSK vs RCB Pitch Report, IPL 2024: বৃষ্টিতেই কি পণ্ড হবে আইপিএলের উদ্বোধনী ম্যাচ, কী বলছে আবহাওয়া দফতর?

Chennai Super Kings vs Royal Challengers Bengaluru, Pitch Report & Weather Report: ফাফ ডু প্লেসিসের নেতৃত্বাধীন আরসিবি, আইপিএল ২০২৩-এ প্লে অফের যোগ্যতা অর্জনে ব্যর্থ হয়েছিল। কিন্তু, তার পরে আরসিবি নিজেদের সংগঠিত করেছে। লাকি ফার্গুসন, আলজারি জোসেফ ও টম কুরানের মত বিদেশি প্রতিভা তাদের বোলিং ইউনিটকে পুনর্গঠিত করেছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Chennai Super Kings vs Royal Challengers Bengaluru, Pitch Report & Weather Report: চেন্নাইয়ের চিপকে, এমএ চিদাম্বরম স্টেডিয়ামে ম্যাচ

CSK vs RCB Pitch Report, IPL 2024: চেন্নাইয়ের চিপকে, এমএ চিদাম্বরম স্টেডিয়ামে ম্যাচ। (ছবি সৌজন্যে- সিএসকে এবং আরসিবির ওয়েবসাইট)

CSK vs RCB, MA Chidambaram Stadium in Chepauk, Chennai, Weather and Pitch Report: চেন্নাইয়ের চিপকে, আইপিএলের উদ্বোধনী ম্যাচে শুক্রবার, ২২ মার্চ পরস্পরের মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস (সিএসকে) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। দীর্ঘ কয়েক বছর বাদে এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংস তাদের অধিনায়ক বদলাল। মহেন্দ্র সিং ধোনির জায়গায় দায়িত্ব নিয়েছেন রুতুরাজ গায়কোয়াড়।

Advertisment

এদিকে, ফাফ ডু প্লেসিসের নেতৃত্বাধীন আরসিবি, আইপিএল ২০২৩-এ প্লে অফের যোগ্যতা অর্জনে ব্যর্থ হয়েছিল। কিন্তু, তার পরে আরসিবি নিজেদের সংগঠিত করেছে। লাকি ফার্গুসন, আলজারি জোসেফ ও টম কুরানের মত বিদেশি প্রতিভা তাদের বোলিং ইউনিটকে পুনর্গঠিত করেছে। পাশাপাশি, অস্ট্রেলীয় অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকেও বিপুল অর্থের বিনিময়ে সই করিয়েছে আরসিবি। যা, ভক্তদের মনে আরসিবির প্রতি আশা নতুন করে জাগিয়ে তুলেছে। শুধু তাই নয়, স্মৃতি মান্ধানার নেতৃত্বে আরসিবি মহিলা দল সম্প্রতি প্রথম মহিলা প্রিমিয়ার লিগ (ডব্লিউপিএল) শিরোপা জিতেছে। যা, প্লেসিদেরও উদ্বুদ্ধ করবে।

তার মধ্যেই আবহাওয়ার খামখেয়ালিপনায় অনেকেই প্রশ্ন তুলেছেন, এদিন ম্যাচের আবহাওয়া কেমন থাকবে। এই ব্যাপারে আবহাওয়া বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এদিন চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে বহুল প্রতীক্ষিত সিএসকে বনাম আরসিবি ম্যাচের সময় আবহাওয়া সারা সন্ধ্যা অনুকূল থাকবে। আকাশ থাকবে পরিষ্কার। ঝড়-বৃষ্টির সম্ভাবনা নেই।

আর্দ্রতার মাত্রা বেড়ে প্রায় ৭৫ শতাংশের আশপাশে থাকবে। যাতে খেলোয়াড়দের সামান্য একটু অস্বস্তি হলেও হতে পারে। তাপমাত্রা থাকবে প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াস। বাতাস ঘণ্টায় আনুমানিক প্রায় ১৮ কিলোমিটার বেগে বইবে। সব মিলিয়ে, আবহাওয়া অনুকূল। যার ফলে, চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যে বেশ একটি উত্তেজনাপূর্ণ ম্যাচ হতে চলেছে বলেই অনুমান করা যায়।

আরও পড়ুন- ম্যাথিউসকে অপমান করার পরেই বিপত্তি! আঙুলে বড় চোটের শিকার মুশফিকুর

সম্ভাব্য একাদশ
চেন্নাই সুপার কিংস: রুতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), রাচিন রবীন্দ্র, অজিঙ্কা রাহানে, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, ড্যারিল মিচেল, এমএস ধোনি (উইকেটরক্ষক), মিচেল স্যান্টনার, শার্দুল ঠাকুর, মহেশ থেকশানা ও দীপক চাহার/তুষার দেশপাণ্ডে।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: ফাফ ডু প্লেসিস (সি), বিরাট কোহলি, ক্যামেরন গ্রিন, গ্লেন ম্যাক্সওয়েল, রজত পাতিদার, দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), সুয়শ প্রভুদেশাই, আলজারি জোসেফ, কর্ণ শর্মা, যশ দয়াল ও মহম্মদ সিরাজ।

IPL Royal Challengers Bangalore RCB BCCI CSK Chennai Super Kings
Advertisment