Advertisment

Virat Kohli: বিদেশি তারকার সঙ্গে চরম অসভ্যতা, গালাগালির বন্যায় কুকীর্তি! ফের সীমা ছাড়ালেন কোহলি, দেখুন ভিডিও

IPL 2024, csk vs rcb Virat Kohli abuses Rachin Ravindra: শুক্রবার আইপিএল হয়ে থাকল দীর্ঘ কয়েক সপ্তাহ পর কোহলির প্রত্যাবর্তন মঞ্চ। আর ফিরে আসার মঞ্চে মোটেই নিজের সেরা ছন্দ দেখিয়ে দিতে ব্যর্থ কিংবদন্তি। ব্যাট হাতে কোনওরকমে ২০ বলে ২১ করলেন। মুস্তাফিজুর রহমান হোক বা তুষার দেশপান্ডে- কোনও সিএসকে বোলারের বিপক্ষেই স্বচ্ছন্দে দেখা যায়নি তারকাকে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Virat Kohli, kohli send off rachin ravindra, csk vs rcb

Virat Kohli send off: রচিন রবীন্দ্রকে এভাবেই বেরিয়ে যেতে বললেন বিরাট কোহলি (টুইটার)

IPL 2024 chennai super kings vs royal challengers bengaluru: আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘদিন অনুপস্থিত। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ গোটাটাই খেলেননি। তাঁর অনুপস্থিতি নিয়ে একের পর এক গুঞ্জন ছড়িয়েছে। নিজে সদ্য দ্বিতীয়বার সন্তানের পিতা হয়েছেন।

Advertisment

শুক্রবার আইপিএল হয়ে থাকল দীর্ঘ কয়েক সপ্তাহ পর কোহলির প্রত্যাবর্তন মঞ্চ। আর ফিরে আসার মঞ্চে মোটেই নিজের সেরা ছন্দ দেখিয়ে দিতে ব্যর্থ কিংবদন্তি। ব্যাট হাতে কোনওরকমে ২০ বলে ২১ করলেন। মুস্তাফিজুর রহমান হোক বা তুষার দেশপান্ডে- কোনও সিএসকে বোলারের বিপক্ষেই স্বচ্ছন্দে দেখা যায়নি তারকাকে।

এর মধ্যে আবার বিতর্ক-ও বাঁধিয়ে ফেললেন। রচিন রবীন্দ্রের মত উদীয়মান নক্ষত্রের সঙ্গে অভব্যতা করে। আইপিএলে আরসিবির বিপক্ষেই প্ৰথমবার খেলতে নেমেছিলেন কিউই তারকা। নভেম্বরে ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপ মাতিয়ে দিয়েছিলেন তারকা। এবার আইপিএলে কেমন পারফর্ম করেন, সেদিক নজর ছিল। আর অভিষেক ম্যাচেই সুপার হিট রবীন্দ্র।

আরও পড়ুন: CSK-র জার্সি দেখেই নাক সিঁটকোলেন মুশফিকুর! বিরাট শাস্তি হতে পারে টাইগার তারকার

ক্যাপ্টেন গায়কোয়াড ১৫ বলে ১৫ করে মোমেন্টাম দিয়ে যাওয়ার পর রচিন রবীন্দ্র ১৫ বলে ৩৭ রানের ঝড় তোলেন। মাত্র ৭ ওভারের মধ্যেই সিএসকে স্কোরবোর্ডে ৭১ তুলে ফেলেছিল। নিজের ১৫ বলের ইনিংসে রবীন্দ্র তিনটে করে বাউন্ডারি, ওভার বাউন্ডারি হাঁকিয়ে ম্যাচ একপেশে করার ইঙ্গিত দিয়ে দিয়েছিলেন। তবে তাঁকে শেষমেশ ফেরান করণ শর্মা। লেগ স্পিনারের সামান্য দ্রুতগতির বল এক হাঁটুতে ভর করে স্লগ সুইপ হাঁকাতে গিয়েছিলেন। তবে ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে রজত পাতিদারের হাতে ক্যাচ তুলে বিদায় নেন রচিন রবীন্দ্র।

এরপরেই বিতর্কের সূত্রপাত। কোহলিকে দেখা যায় অশালীন ভঙ্গিতে রচিন রবীন্দ্রকে সেন্ড অফ দিচ্ছেন। আগ্রাসীভাবে কিছু বলতেও দেখা যায় তারকাকে। গালাগালির বন্যাও ছুটিয়ে দেন তারকা।

গত সিজনেই লখনৌ ক্যাম্পের নভিন উল হল, গৌতম গম্ভীরের সঙ্গে ঝামেলা করে বিতর্কে জড়িয়ে পড়েছিলেন। এর আগে সূর্যকুমার যাদব হোক বা অতীতে গৌতম গম্ভীর- কোহলির মাঠের মধ্যে বৈরিতার ঘটনার জ্বলজ্যান্ত প্রমাণ রয়েছে। শুক্রবার সেই ঘটনায় নতুন অধ্যায় যোগ হল। যদিও রচিন রবীন্দ্র শান্তভাবেই মাঠ ছাড়েন।

IPL Royal Challengers Bangalore Virat Kohli RCB CSK Chennai Super Kings
Advertisment