Chennai Super Kings vs Rajasthan Royals IPL 61st Match Highlights: ঘরের মাঠে চিপকে রাজস্থানকে ৫ উইকেটে হারাল চেন্নাই। অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় ৪১ বলে ৪২ রান করেন। সমীর রিজভি ৮ বলে ১৫ রান করে অপরাজিত থেকে যান। এর আগে টস জিতে প্রথমে ব্যাট করে রাজস্থান রয়্যালস তোলে ২০ ওভারে ৫ উইকেটে ১৪১ রান।
ব্যাট করতে নেমে ভালোই শুরু করে চেন্নাই সুপার কিংস। তবে, রবিচন্দ্রন অশ্বিনের বলে তাঁরই হাতে ১৮ বলে ২৭ রান করে ধরা পড়েন রাচিন রবীন্দ্র। ১৩ বলে ২২ রান করে যুজবেন্দ্র চাহালের বলে এলবিডব্লিউ হন ডারিল মিচেল। মইন আলি ১৩ বলে ১০ রান করে নান্দ্রে বার্গারের বলে আভেশ খানের হাতে ধরা পড়েন। ১১ বলে ১৮ রান করে রবিচন্দ্রন অশ্বিনের বলে রিয়ান পরাগের হাতে ধরা পড়েন শিবম দুবে। ৬ বলে ৫ রান করে 'অবস্ট্রাকটিং দ্য ফিল্ড' আউট হন রবীন্দ্র জাদেজা।
CSK vs RR IPL 61st Match Report 2024: এর আগে রবিরার চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রাজস্থান রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসন। ২১ বলে ২৪ রান করে সিমরনজিৎ সিংয়ের বলে ঋতুরাজ গায়কোয়াড়ের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান রাজস্থানের ওপেনার যশস্বী জয়সওয়াল। ৭ ওভারের শেষে রাজস্থানের স্কোর দাঁড়ায় ৪৬/১। এর কিছু পরে সিমরনজিৎ সিংয়ের বলে তুষার দেশপাণ্ডের হাতে ক্যাচ দিয়ে ২১ রান করে ফিরে যান জোস বাটলার।
আরও পড়ুন- প্লে অফে ওঠার পরেই KKR-এ দুঃসংবাদ! নাইট তারকাকে চরম শাস্তি বোর্ডের
১১ ওভারের শেষে রাজস্থানের স্কোর হয় ৬৮/২। এরপর সিমরনজিৎ সিংয়ের বলেই ঋতুরাজ গায়কোয়াড়ের হাতে ক্যাচ দিয়ে ১৫ রান করে ফিরে যান সঞ্জু স্যামসন। তুষার দেশপাণ্ডের বলে বিনা রানেই আউট হন শুভম দুবে। ৩৪ বলে ৪৬ রান করে অপরাজিত থেকে যান রিয়ান পরাগ। ১ রানে অপরাজিত থেকে যান রবিচন্দ্রন অশ্বিন। ১৮ বলে ২৮ রান করেন ধ্রুব জুরেল। যার সুবাদে ২০ ওভারে ৫ উইকেটে রাজস্থান তোলে ১৪১ রান।