সিএসকে: ২১২/৩
হায়দরাবাদ: ১৩৪/১০
Chennai Super Kings vs Sunrisers Hyderabad IPL 46th Match Highlights: আবার-ও ২০০ প্লাস স্কোর। সিএসকে প্রথমে ব্যাট করে ২১২/৩ তুলেছিল। হেভিওয়েট হায়দরাবাদের সামনে এই স্কোর টিকবে কিনা, প্রশ্ন উঠে গিয়েছিল। তবে চিপকে লখনৌ সুপার জায়ান্টস হতে পারল না হায়দরাবাদ। ২১৩ রানের টার্গেট চেজ করতে নেমে তুষার দেশপান্ডে-পাথিরানাদের সামনে হায়দরাবাদ হোঁচট খেল। গুটিয়ে গেল মাত্র ১৩৪ রানে। ৭৮ রানের বিশাল ব্যবধানে জয়ে ফিরল সিএসকে।
CSK vs SRH IPL 46th Match Report 2024: ট্র্যাভিস হেড এবং ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে নটরাজনের জায়গায় নামা আনমোলপ্রীত সিংকে পরপর দুই বলে আউট করে যে ঝটকা দিয়েছিলেন তুষার দেশপান্ডে, সেই ধাক্কা আর সামাল দিয়ে উঠতে পারেনি কমলা জার্সিধারীরা।
নিজের দ্বিতীয় ওভারে অভিষেক শর্মাকে ফেরানোর পর তুষার পান্ডে পাওয়ার প্লের মধ্যেই হায়দরাবাদের বিষদাঁত উপরে ফেলেছিলেন। বাকি রান চেজ করার দায়িত্ব ছিল আইডেন মারক্রাম এবং হেনরিখ ক্ল্যাসেনের ওপর। মাঝের ওভারে আক্রমণে আসা পাথিরানার ১৪৭ কিমি গতির ইয়র্কার মারক্রামের স্ট্যাম্প উপরে দিতেই নিশ্চিত হয়ে যায় দিনটা হায়দরাবাদের নয়। এরপরে সময় যত গড়িয়েছে ততই হায়দরাবাদ নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে বসেছে। শেষে পুরো ২০ ওভার-ও ব্যাটিং করতে পারেনি হায়দরাবাদ।
তার আগে চেন্নাইয়ের শুরুটা মোটেও ভালো হয়নি। পাওয়ার প্লের মধ্যেই আউট হয়ে গিয়েছিলেন অজিঙ্কা রাহানে। এরপরে বেশ কয়েক ওভার ধীরস্থির গতিতে এগোতে থাকে চেন্নাইয়ের ইনিংস। তারপর ইনিংস গড়ার দায়িত্ব নেন ক্যাপ্টেন রুতুরাজ গায়কোয়াড। ধীরস্থির শুরু করেও পাওয়ার প্লেতে মোটামুটি ভদ্রস্থ স্কোর খাড়া করে চেন্নাই।
রাহানে আউট হওয়ার পর তিনে নামা ড্যারেল মিচেল সিএসকের ইনিংস টেনে নিয়ে যান রুতুরাজের সঙ্গে। দুজনে মিলে সেঞ্চুরি পার্টনারশিপ গড়ে যান। ফিফটি করেন দুজনেই। এরপরে শিবম দুবে নেমে ঝড় তোলেন প্রত্যাশিতভাবে।
হায়দরাবাদের হয়ে বল হাতে ভালোই শুরু করেন ভুবনেশ্বর কুমার এবং নীতিশ রেড্ডি। দ্বিতীয় ওভারেই ভুবনেশ্বর কুমার আউট করে দেন রাহানেকে। এরপরে মিচেল-গায়কোয়াড জুটির সামনে সেভাবে সুবিধা করতে পারেনি হায়দরাবাদ। হু হু করে রান খরচ করতে হচ্ছিল। শেষমেশ ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে ব্রেকথ্রু দেন জয়দেব উনাদকাট। শেষ ওভারে শতরানের সামনে দাঁড়িয়ে থাকা গায়কোয়াডকে আউট করেন নটরাজন।