IPL 2024 chennai super kings vs royal challengers bengaluru, mustafizur rahman: আইপিএলের শুরুতেই ঝড় তোলা হয় হাসিল করে নিয়েছে সিএসকে। আরসিবিকে কার্যত দাঁড়াতেই দেয়নি রুতুরাজ গায়কোয়াডের চেন্নাই। আর রুতুরাজের নেতৃত্ব-অভিষেকে সিএসকেকে স্বপ্নের জয়ের অন্যতম স্থপতি হিসাবে আবির্ভাব হয়েছে মুস্তাফিজুর রহমানের। চার উইকেট নিয়ে একাই আরসিবির হেভিওয়েট টপ অর্ডারকে মুড়িয়ে দিয়েছে বাংলাদেশি পেসার।
নিলামে ২ কোটি টাকায় ফিজ-কে কেনার পর আইপিএল মহলেই কানাঘুষো ছিল সিএসকে হয়ত ভুল প্লেয়ারের ওপর বাজি লাগাল। পাথিরানা না খেলায় প্রথম ম্যাচেই শুরুর একাদশে সুযোগ পেয়ে যান মুস্তাফিজুর। আর সুযোগের সদ্ব্যবহার করতে দ্বিধা করেননি তারকা।
পঞ্চম ওভারে সিএসকের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড বল তুলে দিয়েছিলেন মুস্তাফিজুরের হাতে। তার আগে পাওয়ার প্লেতে ঝড় তুলে দিয়েছিলেন ফাফ দু প্লেসিস। তবে মুস্তাফিজুরের হাতে বল যেতেই বদলে যায় ম্যাচের রং। পিচের পেস আন্দাজ করে হার্ড লেন্থে বল করে বাংলাদেশি তারকা আরসিবি ব্যাটিংয়ের কঙ্কাল বের করে দেন।
কোহলি-ডুপ্লেসিসের ওপেনিং জুটির দুজনকে তো ফেরান ফিজ। রজত পাতিদার এবং ক্যামেরন গ্রিন-ও তাঁর শিকার। সবমিলিয়ে ৪ ওভারে ২৯ রানের বিনিময়ে ৪ উইকেট তুলে নেন। টি২০ ক্রিকেটে এটাই কোনও বাংলাদেশি বোলারের সেরা বোলিং পরিসংখ্যান।
মাঠের মতই মাঠের বাইরেও আলোচনায় উঠে এসেছেন মুস্তাফিজুর। সিএসকের জার্সিতে হাতার ওপরের দিকে চার বিজ্ঞাপনী কোম্পানির লোগো রয়েছে। এর মধ্যে একটি কোম্পানি মদ্যপ্রস্তুতকারক সংস্থার। মুস্তাফিজুরের জার্সিতে বাকি সমস্ত লোগো থাকলেও সেই বিয়ার কোম্পানির লোগো অনুপস্থিত।
সাধারণত ব্র্যান্ডিংয়ের জন্য লোগো লাগাতে অস্বীকার করলে সংশ্লিষ্ট ক্রিকেটারকে জরিমানা করা হয়। মুস্তাফিজুর সিএসকে টিম ম্যানেজমেন্টের কাছ থেকে এর জন্য বিশেষ অনুমতি নিয়েছেন কিনা তা জানা যায়নি। সেই ঘটনা না হলে, জরিমানার মুখেও পড়তে হতে পারে কাটার মাস্টারকে।
এর আগে বিয়ার কোম্পানির লোগো জার্সিতে লাগাতে অস্বীকার করেছিলেন একাধিক তারকা। হাশিম আমলা, মঈন আলিরা আগেই দৃষ্টান্ত স্থাপন করেছেন এই বিষয়ে। উসমান খোয়াজা দলের জয়ের পর শ্যাম্পেন সেলিব্রেশন থেকে দূরে সরিয়ে রাখেন ধর্মীয় কারণে। সেই দৃষ্টান্তই এবার অনুসরণ করলেন মুস্তাফিজুর রহমান।