Advertisment

Rishabh Pant fined: ধোনির সামনে ঝড়ের পরেই নিয়মভঙ্গের অভিযোগ! পকেট থেকে ১২ লক্ষ টাকা দিতেই হবে পন্থকে

Rishabh Pant comeback half century against CSK: রাতটা সিএসকে সমর্থকদের ছিল না। টানা দুটো ম্যাচে জয়ের পর সিএসকে চলতি সিজনে প্রথম হারের মুখ দেখল দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে। অন্যদিকেজ প্ৰথম দুই ম্যাচ হেরে বসার পর দিল্লি জয়ের খাতা খুলল।

author-image
IE Bangla Sports Desk
New Update
Delhi Capitals vs Chennai Super Kings, Rishabh Pant, DC vs CSK, MS Dhoni

Delhi Capitals vs Chennai Super Kings, Rishabh Pant: সিএসকের বিরুদ্ধে দুর্দান্ত ঋষভ পন্থ (আইপিএল)

Delhi Capitals vs Chennai Super Kings IPL 13th Match: মনে রাখার মত ম্যাচ উপহার দিয়েছে রবিবার রাত। অফ ফর্মে চলে যাওয়া পৃথ্বী শ তো বটেই কামব্যাকের খাতায় নাম লিখিয়েছেন ঋষভ পন্থ-ও। ডেভিড ওয়ার্নারের ব্যাটিং বিক্রমও দেখেছে ভাইজ্যাগ স্টেডিয়াম। মাথিসা পাথিরানা বল হাতে আলো ছড়িয়েছেন। দিল্লির হয়ে পাওয়ার প্লেতে খলিল আহমেদ, ডেথ ওভারে মুকেশ কুমার- রবিবারের রাত একের পর এক ব্যক্তিগত কীর্তির ঝলক দেখেছে। তবে সমস্ত পারফরম্যান্সকে ম্রিয়মান করে দিয়েছেন একাই মহেন্দ্র সিং ধোনি। হেরে যাওয়া ম্যাচেই ফের ঝলসে উঠেছে তাঁর বল্লা। দিল্লি বোলারদের শেষদিকে পিটিয়ে ছাতু করে ধোনির ১৬ বলে ৩৭ রানের সুনামি পয়সা উসুল করে দিয়েছে সমর্থকদের।

Advertisment

তবে রাতটা সিএসকে সমর্থকদের ছিল না। টানা দুটো ম্যাচে জয়ের পর সিএসকে চলতি সিজনে প্রথম হারের মুখ দেখল দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে। অন্যদিকেজ প্ৰথম দুই ম্যাচ হেরে বসার পর দিল্লি জয়ের খাতা খুলল।

ঋষভ পন্থ ব্যাটিং, অধিনায়কত্বে সকলকে ছাপিয়ে গেলেন। সিএসকের বিপক্ষে দুরন্ত নেতৃত্ব দিয়ে ম্যাচ বের করলেন তিনি। তবে ম্যাচের পরেই শাস্তির কোপে পড়তে হল তাঁকে। স্লো ওভার রেটের জন্য ১২ লক্ষ টাকা জরিমানা দিতে হবে তাঁকে। চলতি আইপিএলে এটাই তাঁর প্রথম নিয়মভঙ্গ! তাই আর্থিক জরিমানা দিয়েই রেহাই পাবেন তিনি।

আরও পড়ুন: শেষ বলে ছয় মারবেন ধোনি, নিখুঁত ভবিষ্যৎবাণী ছিল হাসির! অদ্ভুত রহস্যে তোলপাড় IPL, দেখুন ভিডিও

পন্থ-ই প্রথম নয়। চলতি লিগেই এর আগে শুভমান গিলকেও জরিমানার অঙ্ক ভরতে হয়েছে। গত মঙ্গলবার সিএসকের বিরুদ্ধে ম্যাচেই স্লো ওভার রেটের কারণে গিলের জরিমানা হয়।

২০২২-এর ডিসেম্বরের পর চলতি আইপিএলেই প্ৰথমবার খেলতে নেমেছেন পন্থ। আর হাফসেঞ্চুরির দরজায় পৌঁছলেন তৃতীয় ম্যাচেই। পৃথ্বী শ এবং ডেভিড ওয়ার্নার প্ৰথম ১০ ওভারেই ৯৩ তুলে ফেলার পর দিল্লি কিছুটা ব্যাকফুটে চলে যায় মাথিসা পাথিরানার বোলিংয়ে। মাঝের ওভারে রান তোলার গতিও কমে গিয়েছিল। তবে পন্থ ৩২ বলে ৫১ করে দলকে ১৯১ রানে পৌঁছে দিতে সাহায্য করেন।

সিএসকে রান চেজ করতে নেমে খলিল আহমেদ এবং ইশান্ত শর্মার কাছে পাওয়ার প্লেতে আটকে গিয়েছিল। দুই ওপেনার রুতুরাজ গায়কোয়াড এবং রচিন রবীন্দ্রের ব্যাট সেভাবে কাজে আসেনি। পরে অজিঙ্কা রাহানে এবং শেষদিকে মহেন্দ্র সিং ধোনি বিস্ফোরক ব্যাটিংয়ের নমুনা তুলে ধরেন। শিবম দুবেও ফ্লপ রবিবার। ব্যাট হাতে রাহানের সঙ্গে হাফসেঞ্চুরি পার্টনারশিপে কিছুটা অবদান রাখেন ড্যারেল মিচেল। শেষ দিকে ঝড় তোলা ধোনির ইনিংস-ও দর্শকদের মন খুশ করে দিয়েছে।

IPL Rishabh Pant Mahendra Sing Dhoni CSK MS DHONI Chennai Super Kings IPL 2024 Delhi Capitals
Advertisment