Delhi Capitals vs Chennai Super Kings IPL 13th Match: অবশেষে ধোনি সমর্থকরা চিয়ার করার সুযোগ পেলেন। সিএসকে হেরে গেল, তবু উল্লাসের লাখো কারণ জুটিয়ে গেল ভাইজ্যাগ। ছক্কা মেরে দিন খতম করলেন। সময়-ঘড়ি যেন একধাক্কায় এক দশক পিছিয়ে দিলেন। সেই মাহি। তার ব্যাটে চার-ছক্কার ঢেউ।
দিনটা অবশ্য সিএসকের ছিল না। চেন্নাই আইপিএলে পাঁচ বছর পর হারল দিল্লির কাছে। দিল্লির ১৯২ রান চেজ করতে নেমে সিএসকে ২০ রান আগেই থেমে গেল। তবু চেন্নাই যে ১৭১ পর্যন্ত পৌঁছল, অনেকটাই কৃতিত্ব প্রাপ্য মহেন্দ্র সিং ধোনি নামের সেই মহীরূহের। ১৬ বলে ৩৭ করলেন। চারটে বাউন্ডারি, তিনটে ওভার বাউন্ডারি হাঁকালেন।
শেষ ওভারে জয়ের জন্য সিএসকের দরকার ছিল ৪১ রান। নকিয়ার ওভারে ধোনি তুললেন ২০ রান। হাঁকালেন পেল্লায় দুটো ছক্কা এবং বাউন্ডারি।
অদ্ভুতভাবে ম্যাচের আগেই এমন ভবিষ্যৎবাণী করেছিলেন মাইকেল হাসি। ম্যাচ শুরুর আগেই আইপিএলের তরফে পোস্ট করা এক ভিডিওয় সিএসকের ব্যাটিং কোচ বলে দিয়েছিলেন, "এই ম্যাচে আবার ভবিষ্যৎবাণী হল ধোনি শেষ ওভারে ব্যাটিং করবে। দর্শকরা চিৎকার করবে। আর ধোনি শেষ বলে ছক্কা হাঁকাবেন।"
আরও পড়ুন: ক্যাচ ধরতে গিয়ে মাঠেই গড়াগড়ি তিন বাংলাদেশির, ফের বিশ্ব ক্রিকেটকে হাসাল টাইগাররা, দেখুন VIDEO
চলতি সিজন শুরুর আগেই ধোনি নেতৃত্বের ব্যাটন ছেড়েছেন রুতুরাজ গায়কোয়াডের কাছে। রবিবারের আগে চলতি আইপিএলে একবারও ব্যাটিং করার সুযোগও পাননি। প্ৰথম দুই ম্যাচেই সিএসকে জয় পেয়েছে আরসিবি এবং গুজরাট টাইটান্স-এর বিপক্ষে। ব্যাট হাতে দেখা যায়নি ধোনিকে।
ধোনির ব্যাটিং পজিশন নিয়ে এর আগে মাইকেল হাসি বলে দিয়েছিলেন, "আমরা সকলেই চাই শেষের কয়েকটা বল ধোনিই ফেস করুন। তবে দলের ধারণা সমীর রিজভি স্পিনের বিপক্ষে পাওয়ার হিটিং করতে পারবে। সেই কারণেই তরুণ এই তারকাকে আগে ব্যাট করতে নামানো হচ্ছে। সকলেই জানে, শেষে ব্যাট করতে নেমে সমীর দুটো ছক্কাও হাঁকিয়েছে, যেটা ওঁর আত্মবিশ্বাসের পক্ষে বেশ ভালো।"