Delhi Capitals vs Kolkata Knight Riders, IPL 16th Match: চেন্নাই ম্যাচে সমস্যায় পড়েছিলেন। এবার একই ভুল করলেন কেকেআর ম্যাচেও। কলকাতা নাইট রাইডার্স ম্যাচের পর যে কারণে শাস্তির খাড়া নেমে এল ঋষভ পন্থ তো বটেই গোটা দিল্লি ক্যাপিটালস দলের কাছেই। স্লো ওভার রেটের জন্য ফের অভিযুক্ত ঋষভ পন্থ।
চেন্নাই সুপার কিংস ম্যাচে মন্থর বোলিং করলেও প্রথমবার অপরাধের জন্য স্রেফ পন্থকে শাস্তি দিয়েই ছেড়ে দেওয়া হয়েছিল। দিতে হয়েছিল মাত্র ১২ লক্ষ টাকা। তবে একই ভুল দ্বিতীয় ম্যাচেও করায় পন্থের সঙ্গে গোটা দিল্লি দল, এমনকি ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে নামা অভিষেক পোড়েলকেও ম্যাচ ফি ২০ শতাংশ অথবা ৬ লক্ষ টাকা দিতে হবে।
এবারের দ্বিতীয়বার একই ভুল হওয়ায় তা আইপিএলের শৃঙ্খলাভঙ্গ ভাঙার অভিযোগের সামিল। সেই কারণেই এবার ক্যাপ্টেন পন্থের জরিমানা হয়েছে ২৪ লক্ষ টাকা। সবমিলিয়ে, বুধবারের রাত মোটেই ভালো গেল না পন্থের দিল্লির।
ম্যাচে দিল্লি ফের একবার হোঁচট খেল সুনীল নারিনের ব্যাটিংয়ের সামনে। পাওয়ার প্লেতে নারিনকে থামাতে পারেননি ইশান্ত শর্মা, খলিল আহমেদরা। নারিনের ব্যাট থেকেও বেরোল ৮৫ রানের টর্নেডো ইনিংস। কেকেআরের নতুন নক্ষত্র হিসাবে উদীয়মান হলেন অঙ্গকৃশ রঘুবংশী। ২৭ বলে ৫৪ রানের ঝড় তোলা ইনিংসও তিনি উপহার দিয়ে যান। শেষদিকে আন্দ্রে রাসেল এবং রিঙ্কু সিংয়ের ক্যামিও কেকেআরকে আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ স্কোরে পৌঁছে দেয়।
বিশাল রান চেজ করতে নেমে দিল্লি কখনই ম্যাচে ছিল না। পাওয়ার প্লেতেই ৪ উইকেট খুঁইয়ে ফেলার পর নাইটদের জয় ছিল সময়ের অপেক্ষা। ঋষভ পন্থ এবং ট্রিস্টান স্টাবস ঝোড়ো হাফসেঞ্চুরি করলেও তা দলের জন্য যথেষ্ট ছিল না।