/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/04/kkr_5e68a9.jpg)
Delhi Capitals vs Kolkata Knight Riders IPL 16th Match Highlights: আইপিএলে অপ্রতিরোধ্য কেকেআর (আইপিএল, টুইটার)
Delhi Capitals vs Kolkata Knight Riders IPL 16th Match Highlights: নারিন, রিঙ্কু, রাসেলেই রক্ষা নেই। এবার দোসর হয়ে আবির্ভাব ঘটেছে ১৮ বছরের রঘুবংশীর। কেকেআরের ব্যাটিং সেরা ছন্দে থাকলে কী হয়, তা ভালোভাবেই টের পেল দিল্লি ক্যাপিটালস। নাইটদের ব্যাটের তেজে গুঁড়িয়ে গেল সৌরভ গঙ্গোপাধ্যায়-ঋষভ পন্থের ফ্র্যাঞ্চাইজি। নাইটদের ২৭২ রানের জবাবে দিল্লি পুরো ২০ ওভার-ও খেলতে পারল না। ১৬ বল বাকি থাকতেই অলআউট সিএসকেকে গত সপ্তাহেই হারিয়ে খেলতে নামা দিল্লি ক্যাপিটালস।
আইপিএলের দ্বিতীয় সর্বোচ্চ রান চেজ করতে নেমে দিল্লির হয়ে লড়লেন কেবল ক্যাপ্টেন পন্থ এবং ট্রিস্টান স্টাবস। প্রত্যাবর্তনের পর সিএসকের বিপক্ষে প্ৰথম হাফসেঞ্চুরি হাঁকিয়েছিলেন। কেকেআর ম্যাচেও ক্যাপ্টেন পন্থের ব্যাট থেকে বেরোল চার বাউন্ডারি, পাঁচ ওভার বাউন্ডারিতে সাজানো ২৫ বলে ৫৫ রানের বিধ্বংসী ইনিংস। প্রোটিয়াজ তরুণ তুর্কি ৩২ বলে ৫৪ করলেন। পাওয়ার প্লের মধ্যেই ৪ উইকেট হারিয়ে ফেলার পরেই যাবতীয় আশা কার্যত শেষ হয়ে গিয়েছিল দিল্লির।
Varun Chakaravarthy gets ✌️ in ✌️
Excellent fielding on display 👏👏
Watch the match LIVE on @JioCinema and @StarSportsIndia 💻📱#TATAIPL | #DCvKKR | @KKRiderspic.twitter.com/zTFXctBFBx— IndianPremierLeague (@IPL) April 3, 2024
From SRK with love 🤗 ☺️
Signing off from Vizag 🫡#TATAIPL | #DCvKKR | @DelhiCapitals | @KKRiders | @iamsrkpic.twitter.com/XL7HuIEPyL— IndianPremierLeague (@IPL) April 3, 2024
DC vs KKR IPL 16th Match Report 2024
তবে পন্থ-স্টাবসের ৯৩ রানের ধুয়াধার ইনিংস ক্ষীণ হলেও নাটকীয়তার আভাস দিয়েছিল। তবে ১৩তম ওভারে পন্থ ফিরতেই যাবতীয় স্বপ্ন শেষ হয়ে যায়। দিল্লি ধসে পড়ে ১৬৬-এ। নাইটদের জয় ১০৬ রানের বিশাল ব্যবধানে।
The Punch.ev Electric Striker of the Match between @DelhiCapitals & @KKRiders goes to Rishabh Pant#TATAIPL | @Tataev | #PunchevElectricStriker | #BeyondEveryday | #DCvKKRpic.twitter.com/pQFAqvExyg
— IndianPremierLeague (@IPL) April 3, 2024
তার আগে টসে জিতে ইতিহাস গড়েছিল কেকেআর। আইপিএলে কয়েকদিন আগেই গড়া সর্বোচ্চ দলগত রানের রেকর্ড এদিনই ভেঙে ফেলার উপক্রম করেছিল নাইট রাইডার্স শিবির। শেষমেশ ২৭২-এ থামতে হয় কেকেআরকে।
An excellent diving catch by Varun Chakaravarthy 👌
Early trouble for #DC in the chase
They have lost 4 wickets now
Watch the match LIVE on @JioCinema and @StarSportsIndia 💻📱#TATAIPL | #DCvKKR | @KKRiderspic.twitter.com/SzzvnzRm3F— IndianPremierLeague (@IPL) April 3, 2024
Thunderous batting display 👏
Comprehensive bowling & fielding display 👏
A hat-trick of wins for @kkriders & they go to the 🔝 of the points table 💜
Scorecard ▶️ https://t.co/SUY68b95dG#TATAIPL | #DCvKKRpic.twitter.com/xq4plqLatQ— IndianPremierLeague (@IPL) April 3, 2024
আর নাইটদের হয়ে ফের একবার ব্যাট হাতে আগুন ধরিয়ে গেলেন সুনীল নারিন। বল হাতে তাঁর রহস্য অনেকটাই পড়ে ফেলেছেন দুনিয়ার ব্যাটসম্যানরা। বর্ষীয়ান নারিন এবার নিজেকে স্পেশ্যালিস্ট ব্যাটার হিসেবে মেলে ধরছেন। কাঁপুনি ধরিয়ে দিচ্ছেন প্রতিপক্ষ বোলারদের।
YORKED! 🎯
Ishant Sharma with a beaut of a delivery to dismiss the dangerous Russell!
Head to @JioCinema and @StarSportsIndia to watch the match LIVE#TATAIPL | #DCvKKR | @ImIshantpic.twitter.com/6TjrXjgA6R— IndianPremierLeague (@IPL) April 3, 2024
এর আগেও নাইটদের হয়ে ওপেন করেছেন। তবে গত কয়েক সিজনে ওপেনার হিসাবে হাতে গোনা কয়েকটা ম্যাচ খেলেছিলেন। সুবিধা করতে পারেননি অথবা কালেভদ্রে জ্বলে উঠেছেন। এবার অবশ্য ধারাবাহিকভাবে বিস্ফোরক ব্যাটিং করে যাচ্ছেন।
এবার গম্ভীরের প্ল্যানিংয়েই নারিন পাওয়ার প্লের ফায়দা নেওয়ার জন্য ওপেন করছেন। আর নেমেই মারকাটারি ব্যাটিংয়ে নাভিশ্বাস তুলছেন। সিএসকের বিপক্ষে ইশান্ত শর্মা, খলিল আহমেদরা কার্যত ট্যা ফু করতে দেননি রচিন রবীন্দ্র, রুতুরাজ গায়কোয়াডদের।
নাইটদের বিপক্ষে পাওয়ার প্লেতে নারিন ঝড়ের সামনে খড়কুটোর মত উড়ে গেল দিল্লি বোলিং। পাওয়ার প্লেতেই সল্টের উইকেট হারিয়ে কেকেআর স্কোরবোর্ডে তুলে ফেলেছিল ৮৬ রান। যা চলতি সিজনে পাওয়ার প্লের সর্বোচ্চ স্কোর।
খলিল আহমেদ, ইশান্ত শর্মা জ রসিক সালাম দার, আনরিখ নকিয়া, মিচেল মার্শরা ওভার পিছু খরচ করলেন যথাক্রমে ১০.৭৫, ১৪.৩৩, ১৪.৭৫, ১৫.৬৭, ১২.৩৩। এমনকি আইপিএলের ইতিহাসে অন্যতম কৃপণতম বোলার অক্ষর প্যাটেল বুধবারের ম্যাচ ভুলে যেতে চাইবেন শীঘ্রই। তাঁকে ঋষভ পন্থ করালেন মাত্র ১ ওভার। খরচ করলেন ১৮ রান।
নারিন অল্পের জন্য সেঞ্চুরি পেলেন না। ৩৯ বলে ৮৫ রানের দানবীয় ইনিংসে হাঁকালেন ৭ টা করে বাউন্ডারি, ওভার বাউন্ডারি। ১৮ বছরের রঘুবংশী ২৭ বলে ৫৪ রানের ইনিংসে ভারতীয় ক্রিকেটে নাম চিনিয়ে গেলেন। রাসেল (১৯ বলে ৪১) এবং রিঙ্কুর (৮ বলে ২৬) ক্যামিও কেকেআরকে কার্যত ধরাছোঁয়ার বাইরে নিয়ে যায়।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us