দিল্লি ক্যাপিটালস: ২৫৭/৪
মুম্বই ইন্ডিয়ান্স: ২৪৭/৯
Delhi Capitals vs Mumbai Indians IPL 43rd Match Highlights: টুইটারে গতকাল পাঞ্জাব বনাম কেকেআর ম্যাচ শেষের পর থেকেই ট্রেন্ডিং 'ওর্ষ্ট আইপিএল' শব্দবন্ধনী। বোলারদের মৃত্যু পরোয়ানা নিয়ে এসেছে এই আইপিএল। ব্যতিক্রমীভাবে দু-একটা ম্যাচে হাই স্কোরিং নয়, প্রত্যেক ম্যাচেই নিয়ম করে আড়াইশো তুলে ফেলেছে সমস্ত দল। সেই রান তুলেও ফেলছে রান চেজ করা দল।
DC vs MI IPL 43rd Match Report 2024: পাঞ্জাব ২৬১ রান চেজ করে রেকর্ড জয় পেয়েছিল। ২৪ ঘন্টাও পেরোল না। ফের একবার হাইস্কোরিং থ্রিলার দেখল অরুণ জেটলি স্টেডিয়াম। দিল্লি ক্যাপিটালস ২৫৭ জমা করেও স্বস্তির জয় পেল না। রান চেজ করে টিম ডেভিড, হার্দিক পান্ডিয়ারা প্রায় তুলে দিয়েছিলেন সেই স্কোর। ২৪৭/৯-এ থামল মুম্বইয়ের ইনিংস। রোহিত, ঈশান, সূর্যকুমারকে পাওয়ার প্লের মধ্যেই হারিয়ে ফেলে মুম্বই একসময় ৬৫/৩ হয়ে গিয়েছিল।
সেখান থেকে মুম্বই যে ২৪৭ রান তুলল, তার নেপথ্যে তিলক ভার্মা এবং হার্দিক পান্ডিয়া। দুজনে ৭১ রানের ঝড়ো পার্টনারশিপে আস্কিং রেট আয়ত্তের মধ্যেই রেখেছিলেন। ১৩ তম ওভারে হার্দিক এবং নেহাল ওয়াদেরাকে আউট করে জোড়া ধাক্কা দেন রসিক সালাম দার। এরপরে টিম ডেভিডের সঙ্গে তিলক ভার্মার ৭০ রানের আরও একটা পার্টনারশিপে মুম্বই জয়ের লক্ষ্যে অনেকটাই এগিয়ে গিয়েছিল। তবে মুকেশ কুমারের বলে ১৭ বলে ৩৭ করে ডেভিড আউট হওয়ার পর মুম্বইয়ের পক্ষে জয় ছিনিয়ে নেওয়া সম্ভব ছিল না।
শেষ ওভারে জয়ের জন্য ২৪ রান দরকার ছিল। ক্রিজে ছিলেন তিলক ভার্মা। তবে মুকেশ কুমার শেষ ওভারের প্ৰথম বলেই তিলককে (৩২ বলে ৬৩) আউট করে মুম্বইয়ের কফিনে শেষ পেরেক পুঁতে দেন। লিউক উড এরপরে চার-ছক্কা হাঁকালেও শেষরক্ষা হয়নি।
তার আগে দিল্লির হয়ে মারকাটারি ব্যাটিং করে যান তরুণ তুর্কি জেক ফ্রেশার ম্যাকগার্ক। মাত্র ১৫ বলে হাফসেঞ্চুরি করে গিয়েছিলেন উঠতি অজি প্রতিভা। টসে জিতে প্রথমে বোলিং নিয়েছিল মুম্বই। সেই সিদ্ধান্ত বুমেরাং হয়ে ফিরে আসে ম্যাকগার্কের ব্যাটের ঝলসানিতে। এর আগে হায়দরাবাদের বিপক্ষে ১৫ বলে ফিফটি করে গিয়েছিলেন। মুম্বই ম্যাচে দ্রুততম ফিফটির তালিকায় নিজেরই গড়া কীর্তি ছুঁলেন ম্যাকগার্ক।
বাংলার অভিষেক পোড়েলের সঙ্গে জুটিতে পাওয়ার প্লেতেই দিল্লির স্কোরবোর্ডে ৯২ রান জুড়ে দিয়েছিলেন। দলীয় ৯২ রানের মধ্যে ম্যাকগার্ক একাই তুলে যান ৭৮।
শেষ পর্যন্ত তিনি যখন পীযুষ চাওলার বলে আউট হলেন তখনই তাঁর নামের পাশে ২৭ বলে ৮৪। ১১৪ রানে প্ৰথম উইকেট হারায় দিল্লি। এরপরে আউট হয়ে যান অভিষেক পোড়েলও।
ম্যাকগার্ক বড় ইনিংসের যে ভিত গড়ে দিয়েছিলেন তার ওপরেই মারদাঙ্গা ফিনিশিং টাচ দেন ট্রিস্টান স্তাবস (২৫ বলে ৪৮) এবং সাই হোপ (১৭ বলে ৪!)। ক্যাপ্টেন ঋষভ পন্থ ১৯ বলে ২৯ করে বুমরার শিকার হন।