Advertisment

Hardik Pandya blames Tilka Varma: এই সিনিয়র তারকার জন্যই হারল মুম্বই! দিল্লি-ম্যাচ হারতেই অভিযোগের আঙুল তুললেন ক্যাপ্টেন হার্দিক

Tilak Varma match awareness: প্রথমে ব্যাট করতে নেমে দিল্লি ব্যাটাররা রানের ঝড় তুলে দেন মুম্বই বোলারদের নাভিশ্বাস তুলে দিয়ে। জেক ফ্রেশার ম্যাকগার্ক (৮৪), সাই হোপ (৪১) এবং ট্রিস্টান স্টাবসের (৪৮) ব্যাট হাতে সাইক্লোন দিল্লির স্কোর ২৫৭-এ পৌঁছে দেন। কোনও মুম্বই বোলারকেই রেয়াত করেননি দিল্লি ব্যাটাররা। অধিনায়ক হার্দিক পান্ডিয়া ২ ওভার বল করে ৪১ রান বিলিয়ে দেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Hardik pandya match awareness comment

Hardik Pandya slams Tilak Varma: তিলক ভার্মার সমালোচনা করলেন হার্দিক পান্ডিয়া (টুইটার)

Hardik Pandya match awareness comment blames Tilak Varma: চালু হয়ে গেল মুম্বইয়ে গৃহযুদ্ধ। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ১০ রানে হেরে মুম্বই কার্যত প্লে অফের বাইরে ছিটকে যেতে বসেছে। আর হারের পরেই দোষারোপের খেলায় মাতলেন ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া। ম্যাচ হারের জন্য সরাসরি হার্দিকের আঙুল তিলক ভার্মার দিকে। যে তিলক ভার্মা আবার দিল্লির বিপক্ষে দলের টপ স্কোরার।

Advertisment

প্রথমে ব্যাট করতে নেমে দিল্লি ব্যাটাররা রানের ঝড় তুলে দেন মুম্বই বোলারদের নাভিশ্বাস তুলে দিয়ে। জেক ফ্রেশার ম্যাকগার্ক (৮৪), সাই হোপ (৪১) এবং ট্রিস্টান স্টাবসের (৪৮) ব্যাট হাতে সাইক্লোন দিল্লির স্কোর ২৫৭-এ পৌঁছে দেন। কোনও মুম্বই বোলারকেই রেয়াত করেননি দিল্লি ব্যাটাররা। অধিনায়ক হার্দিক পান্ডিয়া ২ ওভার বল করে ৪১ রান বিলিয়ে দেন। ওভার পিছু খরচ করেন ২০.৫০ রান।

ব্যাট হাতে হার্দিক কিছুটা সফল হন ৪৬ করে। তিলক ভার্মা রান আউট হওয়ার আগে ৬৩ করে যান। তিনিই দলের সর্বোচ্চ স্কোরার। ঘটনা হল, তিলকের ব্যাটিং নিয়েই হার্দিকের অসন্তোষ।

ম্যাচের পরই রাখঢাক না করে পান্ডিয়া সম্প্রচারকারী টিভিকে বলে দেন, "অক্ষর যখন তিলকের মত একজন বাঁ হাতিকে বল করছিল, সেই সময় উচিত ছিল অক্ষরকে আক্রমণ করা। আমার মনে হয় আমাদের মধ্যে ম্যাচ চলাকালীন সচেতনতার সামান্য অভাব রয়েছে। দিনের শেষে এটাই ম্যাচে তফাৎ হয়ে গেল।"

ম্যাচের যে সময়ের হার্দিক বলছেন, সেই সময় আসলে মুম্বই ইনিংসের অষ্টম ওভার। সেই সময় অক্ষর বোলিং করছিলেন। একসময় মুম্বই ৭২/৩ হয়ে গিয়েছিল। ম্যাচে অক্ষর মাত্র ২ ওভার বোলিং করেন। অক্ষরের ১২ বলের মধ্যে তিলক ভার্মা ফেস করেন ৬ বল। তবে প্রথম চার বলেই সিঙ্গলস নেন মুম্বইয়ের বাঁ হাতি তিলক।

এরপরে তিলক একটা বাউন্ডারি এবং ওভার বাউন্ডারি হাঁকিয়ে মুম্বইকে ১০ ওভার শেষে ১১৫/৩-এ পৌঁছে দেন। এরপরেই অক্ষরকে আক্রমণ থেকে সরিয়ে নেওয়া হয়। বাকি সময় তারকা স্পিনারকে আর আক্রমণে আনেননি ক্যাপ্টেন পন্থ। তিলক ভার্মা অবশ্য শেষ পর্যন্ত ব্যাটিং করে যান। ফাইনাল ওভারের প্রথম বলে দ্বিতীয় রান নিতে গিয়ে আউট হয়ে ফিরতে হয় তাঁকে।

এরপরে হার্দিকের আরও সংযোজন, "যেভাবে ম্যাচ গড়াচ্ছে এবং বোলারদের গোটা টুর্নামেন্ট জুড়েই প্রবল চাপের মুখে পড়তে হচ্ছে, তাতে আমরা নিজেদের ব্যাক করেছিলাম। নিজেদের প্রতি আস্থা অবশ্যই রয়েছে। তবে মোদ্দা কথা বল মাঝে বেশ কিছু ওভারে আমরা অতিরিক্ত সুযোগ নিয়ে রান তুলতে পারতাম।"

ম্যাকগার্কের ইনিংসের প্রশংসা করে হার্দিক বলেছেন, 'তারুণ্যের নির্ভীক' ইনিংস।

IPL Hardik Pandya Mumbai Indians IPL 2024 Delhi Capitals
Advertisment