দিল্লি ক্যাপিটালস: ১৭৪/৯
পাঞ্জাব কিংস: ১৭৭/৬
Delhi Capitals vs Punjab Kings IPL Second Match Highlights: ঋষভ পন্থের কামব্যাক ম্যাচ সুখের হল না। দিল্লি ক্যাপিটালস নিজেদের আইপিএল অভিযান শুরু করল পাঞ্জাব কিংসের কাছে ৪ উইকেটে হেরে। প্রথমে ব্যাট করে দিল্লি জয়ের জন্য পাঞ্জাবের কাছে ১৭৫ রানের টার্গেট রেখেছিল। সেই রান চেজ করে পাঞ্জাব জয় পেল হাতে ৪ উইকেট এবং ৪ বল বাকি থাকতে।
রান তাড়া করতে নেমে শিখর ধাওয়ান এবং জনি বেয়ারস্টোর ব্যাটে শুরুটা খারাপ করেনি পাঞ্জাব। ওভার পিছু ১০ করে তুলছিলেন দুজনে। ধাওয়ান ১৬ বলে ২২ করে যান শুরুর দিকে। তবে চতুর্থ ওভার ইশান্ত শর্মার ওভারে ধাওয়ান এবং বেয়ারস্টো (৩ বলে ৯) দুজনেই আউট হয়ে যাওয়ায় চাপে পড়ে গিয়েছিল কিংসরা। তৃতীয় উইকেটে স্যাম কুরান এবং প্রভসিমরন সিং ৪২ রানের জুটিতে দলকে শক্তপোক্ত জায়গায় নিয়ে যান।
তবে প্রভসিমরন সিং এবং জিতেশ শর্মা কয়েক বলের ব্যবধানে আউট হয়ে যাওয়ায় পাঞ্জাব একসময় ১০০/৪ হয়ে যায়। স্যাম কুরান (৪৭ বলে ৬৩) এবং লিয়াম লিভিংস্টোন (২১ বলে ৩৮) শেষমেষ পাঞ্জাবের জয় সহজ করে দেন।
১৯তম ওভারে খলিল আহমেদ পরপর দু-বলে স্যাম কুরান এবং শশাঙ্ক সিংকে আউট করে হঠাৎ করে ম্যাচে উত্তেজনা আমদানি করেন। তবে শেষ ওভারে সুমিত কুমারের দ্বিতীয় বলে ছক্কা হাঁকিয়ে ম্যাচ খতম করেন লিভিংস্টোন।
DC vs PBKS IPL Second Match Report 2024
টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল পাঞ্জাব। আর শুরু থেকেই প্রীতি জিন্টার কিংসদের চাপে ফেলে দেয় দিল্লির অস্ট্রেলিয়ান জুড়ি ডেভিড ওয়ার্নার (২১ বলে ২৯)-মিচেল মার্শ (১২ বলে ২০)।
আরও পড়ুন: CSK-র জার্সি দেখেই নাক সিঁটকোলেন মুস্তাফিজুর! বিরাট শাস্তি হতে পারে টাইগার তারকার
মার্শ শুরু করেছিলেন স্যাম কুরানকে বাউন্ডারির পর বাউন্ডারি হাঁকিয়ে। অন্যদিকে, ওয়ার্নারের টার্গেট করেন অর্শদীপ সিংকে। পাওয়ার প্লেতে দিল্লির অজি ওপেনিং জুটিকে আটকাতে পাঞ্জাব অধিনায়ক শিখর ধাওয়ান শেষ পর্যন্ত আক্রমণে নিয়ে আসেন কাগিসো রাবাদাকে। তবে রাবাদাও রান তোলার গতি আটকাতে পারেননি।
দ্বিতীয় স্পেলে অর্শদীপ আসতেই সপাটে ছক্কা হাঁকান মার্শ। তবে শেষ হাসি হাসেন অর্শদীপই। কভার পয়েন্টের ওপর দিয়ে তুলে হাঁকাতে গিয়ে আউট হয়ে ফেরেন মার্শ। ওপেনিং পার্টনার আউট হলেও ওয়ার্নার নিজের মেজাজেই খেলে চলেছিলেন। হরপ্রীত ব্রার আক্রমণে এসে কৃপণতম বোলিং উপহার দেন। তবে দীপক চাহার আবার সাই হোপের সামনে ১৪ রান খরচ করেন।
হর্শল প্যাটেল শেষমেশ শিকার করেন ওয়ার্নারকে। তারপরেই তুমুল করধ্বনি, হাততালির মধ্যে দিয়ে প্রবেশ ঋষভ পন্থের। ২০২২-এর ডিসেম্বরে ভয়াবহ সেই দুর্ঘটনার পর এই প্ৰথম মাঠে নামলেন সুপারস্টার। ক্রিজে নেমে নিজের ট্রেডমার্ক বেশ কিছু শট-ও হাঁকান তারকা। তবে হর্শল প্যাটেলের বলেই সফট ডিসমিসালের শিকার হয়ে ইতি পড়ে পন্থের ১৩ বলে ১৮ রানের সংক্ষিপ্ত ইনিংসের।
মাঝে একসময় পরপর উইকেট হারিয়ে দিল্লি ১২৮/৬ হয়ে গিয়েছিল। সেখান থেকে দিল্লিকে শেষদিকে উদ্ধার করেন বাংলার অভিষেক পোড়েল (১০ বলে ৩২) এবং অক্ষর প্যাটেল (১৩ বলে ২১)। অভিষেকের সুনামি তোলা ১০ বলের ইনিংসে চারটে বাউন্ডারি, জোড়া ওভার বাউন্ডারি হাঁকিয়ে যান।