Sanju Samson Controversial Dismissal: কোনওভাবেই প্রশ্রয় নয় অবাধ্যতাকে, সঞ্জু স্যামসনকে ভয়ঙ্কর শাস্তি দিল জয় শাহের বিসিসিআই

Sanju Samson Fined: আউট হওয়ার পরই সঞ্জুকে আম্পায়ারদের সঙ্গে তুমুল তর্ক বিতর্ক করতে দেখা যায়। তবে এই ঘটনাকে নিয়মভঙ্গ হিসাবেই দেখছে বিসিসিআই। ম্যাচের পরেই বিসিসিআইয়ের তরফ থেকে সরকারি প্রেস বিবৃতি পাঠিয়ে সঞ্জুকে শাস্তির নিদান দেওয়া হয়। বলে দেওয়া হয়, আইপিএলের আচরণবিধি লঙ্ঘন করার জন্য সঞ্জুকে ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করা হল।

author-image
IE Bangla Sports Desk
New Update
Sanju Samson Fined: সঞ্জু স্যামসন জরিমানা

Sanju Samson Controversial Dismissal: সঞ্জু স্যামসনের বিতর্কিত আউটে সরগরম আইপিএল (টুইটার)

Sanju Samson Umpire Argument, IPL 2024: প্লে অফ নিশ্চিত করার ম্যাচ ছিল রাজস্থানের কাছে। অন্যদিকে, দিল্লির কাছে ছিল প্লে অফের দৌড়ে টিকে থাকার জন্য মরণ বাঁচন লড়াই। সেই উত্তুঙ্গ লড়াইয়ের বিতর্কের কালির ছিঁটে।

Advertisment

Sanju Samson Controversy: নিজের আউটের বিরোধিতা করে সঞ্জু স্যামসন সরাসরি মাঠেই আম্পায়ারদের সঙ্গে তর্ক বিতর্কে জড়িয়ে পড়লেন। সঞ্জুর ইনিংসে ভর করে রাজস্থান ম্যাচে পাল্টা লড়াই উপহার দিয়ে যাচ্ছিল। তবে মুকেশ কুমারের বলে তাঁর ইনিংস থেমে যায়। লং অনে মুকেশ কুমারকে হাঁকাতে গিয়ে সাই হোপের হাতে ক্যাচ তুলে দেন সঞ্জু।

তবে সেই ক্যাচ নিয়ে বিতর্কের অন্ত নেই। তৃতীয় আম্পায়ার ক্যাচে সিলমোহর দিলেও সঞ্জু সহ রাজস্থান টিমের দাবি ক্যাচ নেওয়ার সময় সাই হোপের পা বাউন্ডারিতে স্পর্শ করে।

Advertisment

আউট হওয়ার পরই সঞ্জুকে আম্পায়ারদের সঙ্গে তুমুল তর্ক বিতর্ক করতে দেখা যায়। তবে এই ঘটনাকে নিয়মভঙ্গ হিসাবেই দেখছে বিসিসিআই। ম্যাচের পরেই বিসিসিআইয়ের তরফ থেকে সরকারি প্রেস বিবৃতি পাঠিয়ে সঞ্জুকে শাস্তির নিদান দেওয়া হয়। বলে দেওয়া হয়, আইপিএলের আচরণবিধি লঙ্ঘন করার জন্য সঞ্জুকে ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করা হল। আইপিএলের কোড অফ কনডাক্টের লেভেল ওয়ান পর্যায়ের অপরাধ করেছেন সঞ্জু। তাই স্রেফ জরিমানা গুনেই রেহাই মিলবে তাঁর। বিবৃতিতে আরও বলা হয়েছে, সঞ্জু স্যামসন নিজের দোষ স্বীকার করে নিয়েছেন।

দিল্লি প্ৰথমে ব্যাট করে স্কোরবোর্ডে ২২১ তুলেছিল। সঞ্জুর ব্যাটে ভর করে রাজস্থান জয়ের লক্ষ্যে এগিয়ে যাচ্ছিল। তবে রয়্যালস অধিনায়কের আউট-ই শেষমেশ ম্যাচের নির্ণায়ক হয়ে দাঁড়ায়। সঞ্জু আউট হয়ে যাওয়ার পর রাজস্থানের পক্ষে এই রান আর চেজ করা সম্ভব হয়নি। নির্ধারিত ২০ ওভারে ২০১/৮-এ ফিনিশ করে রয়্যালস বাহিনী।

চলতি সিজনে স্বপ্নের ফর্মে রয়েছেন সঞ্জু স্যামসন। ১১ ম্যাচে ৪৭১ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় বিরাট কোহলি এবং রুতুরাজ গায়কোয়াডের পরেই রয়েছেন তিনি। তবে মঙ্গলবারের ম্যাচ হেরে বসায় রাজস্থান ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেল। কেকেআরের সঙ্গে সমসংখ্যক পয়েন্ট থাকলেও নেট রানরেটে পিছিয়ে সঞ্জু স্যামসন বাহিনী।

Delhi Capitals IPL 2024 BCCI Sanju Samson Rajasthan Royals IPL