DRS controversy: পুরোনো ছবি দিয়েই চালানো হল নতুন DRS! IPL-এর কেলেঙ্কারি ধরা পড়ল আবার, দেখুন বিস্ফোরক ভিডিও
Wrong replay shown during Delhi Capitals vs Rajasthan Royals match: ম্যাচে সঞ্জু স্যামসন ৪৬ বলে ৮৬ রান করেছেন। ১৬ ওভারের মাথায় মুকেশ কুমারের বলে স্যামসন প্যাভেলিয়নে ফিরে যান। তাঁর ক্যাচটা ধরার সময় ফিল্ডার বাউন্ডারি লাইন স্পর্শ করেছিলেন বলে অভিযোগ ওঠে।
IPL DRS controversy: চালু হওয়ার পর থেকেই আইপিএলে ডিআরএস বিতর্ক দিনকে দিন বেড়েই চলেছে। কখনও ডিআরএস নেওয়ার ক্ষেত্রে কোনও দলের প্রতি পক্ষপাতিত্ব দেখানোর অভিযোগ উঠেছে। কখনও আবার, অন্য কিছু। এবার রাজস্থান রয়্যালস-দিল্লি ক্যাপিটালস ম্যাচে, ভুল রিপ্লে দেখানোরও অভিযোগ উঠল।
Advertisment
বৃহস্পতিবার ৭ মে, দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে রাজস্থান রয়্যালস বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচ ছিল। সেখানে সঞ্জু স্যামসনের ক্যাচ নিয়ে বিরাট বিতর্ক দানা বেঁধেছে। তারই মধ্যে আবার ছড়িয়েছে ওয়াইড বল নিয়ে ডিআরএসের সময় ভুল রিপ্লে দেখানোর অভিযোগ। ১৯ ওভারের মাথায় এই ঘটনার জেরে ডিআরএস বিতর্ক আরও চওড়া হয়েছে।
ওই ম্যাচে সঞ্জু স্যামসন ৪৬ বলে ৮৬ রান করেছেন। ১৬ ওভারের মাথায় মুকেশ কুমারের বলে স্যামসন প্যাভেলিয়নে ফিরে যান। তাঁর ক্যাচটা ধরার সময় ফিল্ডার বাউন্ডারি লাইন স্পর্শ করেছিলেন বলে অভিযোগ ওঠে। ডিআরএস চাওয়া হলে, রাজস্থান রয়্যালসের অধিনায়ক স্যামসনকে আউট দিয়ে দেন থার্ড আম্পায়ার। এতে রাজস্থানের টিম ড্রেসিংরুমে রীতিমতো উত্তেজনা ছড়ায়। স্যামসনকেও দেখা যায় আম্পায়ারদের সঙ্গে তর্ক জুড়ে দিতে।
Advertisment
Another instance of cheating from yesterday's match. There was a wide review on last ball of 19th over. On the top you can see the actual front angle. Third umpire was confused so he asked for back angle. BUT THEY SHOWED AN ENTIRE DIFFERENT BALL WHICH WAS WELL WITHIN THE WIDE… pic.twitter.com/Vt19DGjajS
একইভাবে সোশ্যাল মিডিয়ায় ম্যাচের ১৯তম ওভারের এক ভিডিও ভাইরাল হয়েছে। রভম্যান পাওয়েল শেষ বলে রিভিউ চেয়েছিলেন। সেই সময় ৮ বলে রাজস্থানের ২৯ রান দরকার ছিল। কিন্তু, রিভিউ করে দেখা যায়, আম্পায়াররাই ঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন। যদিও দর্শকদের একাংশের অভিযোগ, রিভিউয়ে যে ছবি দেখানো হয়েছে, সেটাই ভুল ছিল। আর, ভুল ছবির ভিত্তিতেই তখন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই বলটার ঠিক আগেই দিল্লি অধিনায়ক ঋষভ পন্থের আবেদনের ভিত্তিতে একটা রিভিউ নেওয়া হয়েছিল। পরের বলের রিভিউয়ের সময় সেই ছবি দেখানো হয়েছে বলেই অভিযোগ দর্শকদের একাংশের। যার ফলে, ন্যায্য ওয়াইড থেকে বঞ্চিত হয় রাজস্থান।
এই ম্যাচে দিল্লি ২০ রানে রাজস্থানকে হারিয়েছে। যার, জেরে প্লে অফের দৌড়ে এখনও পর্যন্ত টিকে থাকল দিল্লি ক্যাপিটালস। আর, ম্যাচে হেরে যাওয়ায় মঙ্গলবার প্রথম চারে ঢুকতে পারল না রাজস্থান রয়্যালস।