Praveen Amre lauded Abishek Porel: দিল্লি ক্যাপিটালসের হয়ে ব্যাট হাতে নিয়মিত নজর কাড়ছিলেন। তবে ফিফটির দেখা মিলছিল না। মঙ্গলবার বাঙালি তারকার সেই স্বপ্ন-ও পূরণ হয়ে গেল। রাজস্থান রয়্যালসের হেভিওয়েট বোলিংয়ের সামনে নিজের জাত চিনিয়ে গেলেন অভিষেক পোড়েল। দিল্লি ক্যাপিটালস যে স্কোরবোর্ডে পাহাড় প্রমাণ ২২১ তুলল, তাতে অনেকটাই অবদান অভিষেকের। ৩৬ বলে ৬৫ রানের ধুঁয়াধার ইনিংস যেমন খেললেন, তেমন জেক ফ্রেসার ম্যাকগার্কের সঙ্গে শুরুতেই সাইক্লোন পার্টনারশিপে বিরাট রানের মঞ্চ গড়ে দিলেন। যে কারণে ম্যাচের পরেই দিল্লির সহকারী কোচ প্রবীণ আমরে প্রশংসায় পঞ্চমুখ হলেন অভিষেকের।
ঘরোয়া ক্রিকেটে অভিষেক মূলত লোয়ার অর্ডারে ব্যাট করেন। ফিনিশারের দায়িত্ব থাকে। তবে চলতি সিজনে দিল্লি অভিষেককে টপ অর্ডারে ব্যবহার করছে। পাঞ্জাবের বিরুদ্ধে ১০ বলে ৩২ রানের ক্যামিও ইনিংস উপহার দিয়ে গিয়েছিলেন পোড়েল। তারপর দিল্লির হয়ে নিয়মিত টপ অর্ডারেই খেলতে দেখা গিয়েছে তাঁকে। ১২ ম্যাচে পোড়েল ২৬৭ রান করেছেন ১৫৮ স্ট্রাইক রেট সমেত। নিয়ম করে প্রভাব ফেলা ইনিংস খেলে চলেছেন। দিল্লি ক্যাপিটালস বাংলার তারকায় এতটাই মুগ্ধ যে পৃথ্বী শ-কেও প্ৰথম একাদশ থেকে বাদ দিয়ে দিয়েছে অভিষেক নিয়মিত পাটফর্ম করে চলায়।
রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ফিফটি করা অভিষেককে নিয়ে প্রবীণ আমরে বলে দিয়েছেন, "পাঞ্জাব ম্যাচে ১৮ তম ওভার পর্যন্ত ও জানত না ম্যাচে নামতে হবে ওঁকে। তারপরে ও ৯ বলে ৩০ করে গিয়েছিল। ভারতীয় ব্যাটারদের পারফর্ম করতে দেখলে বরাবর তৃপ্তি হয়। অনুশীলনেও ও সকলকে মুগ্ধ করেছে। নতুন বলে যে ও ব্যাট করতে পারে, প্রমাণ করে দিয়েছে। তাই ওঁকে টপ অর্ডারে ব্যাট করার সুযোগ দেওয়া হচ্ছে। আজকে ওঁর ইনিংস সত্যি স্পেশ্যাল ছিল। ওয়ার্নার এখনও একশো শতাংশ ফিট নন। তাই পোড়েলকে টপ অর্ডারে পাঠানো হচ্ছে।"
ম্যাচে অভিষেক এবং ম্যাকগার্কের হাফসেঞ্চুরি ফারাক গড়ে দিল শেষমেশ। সঞ্জু স্যামসনের তান্ডব সত্ত্বেও রাজস্থান রয়্যালস ২০১-এর বেশি তুলতে পারেনি স্কোরবোর্ডে। রাজস্থানকে হারিয়ে দিল্লি আপাতত প্লে অফের লড়াইয়ে টিকে রইল। ১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দিল্লি রয়েছে পঞ্চম স্থানে।