Advertisment

Delhi Capitals Owner Reaction: অসভ্যতার সীমা ছাড়ালেন দিল্লি মালিক পার্থ জিন্দাল! সঞ্জুর উদ্দেশ্যে অশালীন আচরণ, ক্ষেপল সবাই, দেখুন ভিডিও

Sanju Samson Dismissal Controversy: মুকেশ কুমারের লেন্থ বল সোজা লং অনের ওপর দিয়ে হাঁকিয়েছিলেন তারকা কিপার-ব্যাটার। সাই হোপ সেই বল তালুবন্দি করেও বাউন্ডারি লাইনের একদম সামনেই চলে এসেছিলেন। নিজের শরীরের ভারসাম্য বজায় রেখে হোপ শেষমেষ ক্যাচের দাবি জানান। সঙ্গেসঙ্গেই অনফিল্ড আম্পায়াররা তৃতীয় আম্পায়ারের কাছে সিদ্ধান্ত নেওয়ার জন্য পাঠিয়ে দেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Parth Jindal, Sanju Samson Dismissal Controversy: সঞ্জু স্যামসন আউটের বিতর্ক

Delhi Capitals Owner Reaction: বিতর্কিত অঙ্গভঙ্গি করলেন দিল্লি ক্যাপিটালস মালিক পার্থ জিন্দাল (টুইটার)

Delhi Capitals vs Rajasthan Royals, IPL 2024: ঞ্জু স্যামসনের দুর্ধর্ষ ইনিংসে বিতর্কের চোনা ফেলে দিয়েছে বাউন্ডারি লাইনের ধারে ক্যাচ আউট। ২২২ রানের টার্গেট চেজ করতে নেমে রাজস্থান রয়্যালসকে একা টানেছিলেন সঞ্জু স্যামসন। তবে টিভি আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্ত হৈচৈ ফেলে দিয়েছে আইপিএল মহলে।

Advertisment

Parth Jindal Reaction: চলতি সিজনের পঞ্চম হাফসেঞ্চুরি করে সঞ্জু দলকে জয়ের কাছাকাছি পৌঁছে দিয়েছিলেন। ৪৬ বলে দুর্ধর্ষ ৮৬ করে। বাউন্ডারি লাইনের ধারে সাই হোপের ক্যাচ আলোচনার জন্ম দিয়ে যায়।

মুকেশ কুমারের লেন্থ বল সোজা লং অনের ওপর দিয়ে হাঁকিয়েছিলেন তারকা কিপার-ব্যাটার। সাই হোপ সেই বল তালুবন্দি করেও বাউন্ডারি লাইনের একদম সামনেই চলে এসেছিলেন। নিজের শরীরের ভারসাম্য বজায় রেখে হোপ শেষমেষ ক্যাচের দাবি জানান। সঙ্গেসঙ্গেই অনফিল্ড আম্পায়াররা তৃতীয় আম্পায়ারের কাছে সিদ্ধান্ত নেওয়ার জন্য পাঠিয়ে দেন।

বেশ কিছু ক্যামেরার এঙ্গেল থেকে মনে হয়, সাই হোপের পা বাউন্ডারি লাইন স্পর্শ করে গিয়েছিল। তবে তৃতীয় আম্পায়ার মাইকেল গফ আউটের পক্ষেই রায় দেন। রাজস্থান ক্যাপ্টেন ডাগ আউটে ফিরে আসার ঠিক আগেই আম্পায়ারদের সঙ্গে তুমুল বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। নিজের উইকেট বাঁচাতে রিভিউ-ও নেন। তবে তাতে ফল হয়নি।

তবে মাঠে যখন স্যামসনের সঙ্গে আম্পায়ারদের বাদানুবাদ চলছে সেই সময়েই দিল্লি ক্যাপিটালসের মালিক পার্থ জিন্দালকে দেখা যায় কুৎসিত অঙ্গভঙ্গি করতে। ক্যামেরায় ধরা পড়েছে পুরোটা। সঞ্জু স্যামসনের আউট নিয়ে যখন মাঠে চুলচেরা বিশ্লেষণ করছেন আম্পায়াররা, সেই সময়েই দিল্লি মালিককে চিৎকার করে বলতে শোনা যায়, "তুমি আউট"। এমন আচরণ ক্রিকেট মহলে মোটেই সমাদৃত হয়নি।

যাইহোক, রাজস্থান রান চেজ করার সময় সঞ্জু স্যামসন তিন নম্বরে ব্যাট করতে এসেছিলেন, প্ৰথম ওভারেই খলিল আহমেদের বলে যশস্বী জয়সওয়াল আউট হয়ে যাওয়ায়। তারপর দ্বিতীয় উইকেটে জস বাটলারেরস সঙ্গে ৩৩ বলে ৬৩ রানের পার্টনারশিপ গড়ে যান রয়্যালস ক্যাপ্টেন। ৪৬ বলে ৮৬ রানের ইনিংসে সঞ্জু স্যামসন আটটা বাউন্ডারি, হাফডজন ওভার বাউন্ডারিও হাঁকিয়ে যান। সবমিলিয়ে চলতি সিজনে ৪৫০ প্লাস রান-ও পেরিয়ে যান তারকা। কমলা টুপি দখলের লড়াইয়ে স্যামসন রয়েছেন কোহলি এবং রুতুরাজ গায়কোয়াডের পর তিন নম্বরে। এছাড়াও আইপিএলে দ্রুততম ভারতীয় হিসেবে ২০০ ছক্কা হাঁকানোর কীর্তিও অর্জন করেন তিনি।

IPL Rajasthan Royals IPL 2024 Delhi Capitals
Advertisment