Advertisment

Sourav Ganguly supports Hardik Pandya: হার্দিকের সঙ্গে ক্রমাগত দুর্ব্যবহার! সীমা ছাড়িয়ে যেতেই মুখ খুললেন এবার সৌরভ

Sourav Ganguly on Hardik Pandya booed by fans: হার্দিকের নেতৃত্ব প্রাপ্তি এমনিতে আইপিএল দুনিয়ায় নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছিল। তবে মুম্বই ইন্ডিয়ান্স ভারতের যে সমস্ত ভেন্যুতে চলতি সিজনে খেলেছে সর্বত্রই হার্দিককে সমর্থকদের গনগনে রাগ পোহাতে হয়েছে। এমনকি ওয়াংখেড়েতেও একই কাণ্ডের পুনরাবৃত্তি ঘটেছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Sourav Ganguly came out in support of Mumbai Indians skipper Hardik Pandya, saying that fans booing him should stop. (BCCI)

সৌরভ গাঙ্গুলী মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়ার সমর্থনে বেরিয়ে এসে বলেছিলেন যে ভক্তরা তাকে বকা দিচ্ছেন। (বিসিসিআই)

Delhi Capitals vs Chennai Super Kings: মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পান্ডিয়ার সমর্থনে এবার এগিয়ে এলেন স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্যায়। বলে দিলেন, মাঠে হার্দিকের উদ্দেশ্যে টিটকিরি দেওয়া বন্ধ হোক।

Advertisment

মুম্বই ইন্ডিয়ান্স চলতি সিজনের শুরুতেই রোহিতকে সরিয়ে হার্দিককে নেতা হিসেবে ঘোষণা করেছিল। এতে হিতে বিপরীত হয়েছে। ফ্র্যাঞ্চাইজির সিদ্ধান্তে সমর্থকরা প্রকাশ্যেই অসন্তোষ ব্যক্ত করেছেন। হার্দিক মাঠে নামলেই টিটকিরিতে ভরিয়ে দেওয়া হচ্ছে।

হার্দিকের নেতৃত্ব প্রাপ্তি এমনিতে আইপিএল দুনিয়ায় নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছিল। তবে মুম্বই ইন্ডিয়ান্স ভারতের যে সমস্ত ভেন্যুতে চলতি সিজনে খেলেছে সর্বত্রই হার্দিককে সমর্থকদের গনগনে রাগ পোহাতে হয়েছে। এমনকি ওয়াংখেড়েতেও একই কাণ্ডের পুনরাবৃত্তি ঘটেছে।

রবিবারই দিল্লির বিপক্ষে হোম গ্রাউন্ড ওয়াংখেড়েতে নামছে মুম্বই। সেই ম্যাচে নামার আগে দিল্লির হয়ে সৌরভ সাংবাদিক সম্মেলনে বলে যান, "মনে হয়না সমর্থকদের হার্দিককে ব্যঙ্গ করা উচিত। এটা ঠিক নয়। ফ্র্যাঞ্চাইজি ওঁকে অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে। এটাই খেলায় সর্বত্র হয়ে থাকে। দেশ হোক বা রাজ্য দল, ফ্র্যাঞ্চাইজি যে দলেই আপনি অধিনায়ক হোন না কেন, আপনাকে নেতৃত্ব দেওয়া হয়। এটা হার্দিকের দোষ নয় যে ওঁকে অধিনায়ক ঘোষণা করা হয়েছে। আমার মনে হয় এটা আমাদের সকলের বোঝা উচিত।"

বোর্ডের প্রাক্তন সভাপতি হার্দিকের পাশে দাঁড়ালেও রোহিতেরও স্তুতিও ভেসে এসেছে তাঁর গলায়। বলেছেন, "রোহিত শর্মার ক্লাসই আলাদা। অধিনায়ক হিসেবে, সাধারণ ক্রিকেটার হিসেবে দেশ এবং মুম্বই ইন্ডিয়ান্স-এর হয়ে ওঁর ক্লাস-ই অন্যরকম।"

মুম্বইয়ের জার্সিতে অধিনায়ক হিসেবে ওয়াংখেড়েতে প্ৰথমবার খেলতে নামার আগেই আলোচনা শুরু হয়েছিল। টসের সময় হার্দিকের নাম নেওয়া মাত্রই দর্শকরা টিটকিরি দিতে শুরু করেন। যাতে মঞ্জরেকর সমর্থকদের সংযত হওয়ার বার্তাও দেন। টসের সময় দর্শকদের ব্যঙ্গ।বিদ্রুপ উপেক্ষা করেই সঞ্জয় মঞ্জরেকর বলে দেন, "পুরুষ-মহিলা সকলেই হার্দিক পান্ডিয়াকে করতালি দিয়ে স্বাগত জানান। সকলে নিজের ব্যবহার সংযত করুন।" হার্দিককে টিটকিরির পাশাপাশি রোহিত শর্মার নামেও জয়ধ্বনি দেওয়া হয় স্টেডিয়ামে।

হার্দিক সমর্থকদের এই দুর্ব্যবহারের সামনে নিজেকে অবশ্য সংযত রেখেছেন। আপাতত তিনি দল এবং ব্যক্তিগত স্তরে ঝলসে দেওয়া পারফরম্যান্স-এর মাধ্যমে সকলের মুখ বন্ধ রাখতে চাইছেন। এখনও পর্যন্ত মুম্বই হতশ্রী পারফরম্যান্স মেলে ধরেছে। তিন ম্যাচ খেলে তিনটিতেই হার হজম করতে হয়েছে হার্দিক বাহিনীকে। রবিবার রাতে দিল্লির বিপক্ষে সাফল্যের খোঁজে মরিয়া হয়ে নামবে মুম্বই ইন্ডিয়ান্স।

IPL Hardik Pandya Rohit Sharma Sourav Ganguly Mumbai Indians IPL 2024 Delhi Capitals
Advertisment