Advertisment

Dinesh Karthik quits IPL: ধোনির মত অবসরের 'নাটক' নেই, নিঃশব্দেই ক্রিকেট থেকে বিদায় টিম ইন্ডিয়ার সুপারস্টারের

Royal Challengers Bengaluru vs Rajasthan Royals eliminator: কার্তিকের এমন অনাবেগী বিদায় মুহূর্ত যেন ধোনির সম্ভাব্য অবসর তুলনায় এনে ফেলছে। অনেকেই ধোনির অবসর-কালীন নাটকীয়তার সঙ্গে কার্তিকের এই অনুচ্চারিত বিদায়-যাত্রাকে একই আসনে বসিয়ে দিয়েছেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Dinesh Karthik IPL retirement

Dinesh Karthik IPL retirement: আইপিএলে আর খেলতে দেখা যাবে না কার্তিককে (টুইটার)

Dinesh Karthik quits IPL: অনেক আশা ছিল আইপিএল জিতে শেষবারের মত দীর্ঘ ক্রিকেট কেরিয়ারে ইতি টানবেন। তবে তা হল না। এলিমিনেটরের প্ৰথম ম্যাচ হেরে ছিটকে যাওয়ার পরেই মোদি স্টেডিয়ামে ক্রিকেটকে বিদায় জানালেন দীনেশ কার্তিক। কিছুটা নিঃশব্দেই।

Advertisment

রভম্যান পাওয়েল যখন ম্যাচ উইনিং স্ট্রোক হাঁকালেন, সেই সময় কোহলিকে দেখা গেল দীনেশ কার্তিককে আবেগের সঙ্গে আলিঙ্গন করতে। এমনকি কার্তিক গ্লাভস খুলে ফেলে দর্শকদের অভিবাদন গ্রহণ করলেন। সরকারিভাবে অবসরের সিদ্ধান্ত না নিলেও, আগামী আইপিএল থেকে অতীত হয়ে যাচ্ছেন তারকা কিপার-ব্যাটার।

আর কার্তিকের এমন অনাবেগী বিদায় মুহূর্ত যেন ধোনির সম্ভাব্য অবসর তুলনায় এনে ফেলছে। অনেকেই ধোনির অবসর-কালীন নাটকীয়তার সঙ্গে কার্তিকের এই অনুচ্চারিত বিদায়-যাত্রাকে একই আসনে বসিয়ে দিয়েছেন।

গত কয়েক সিজন ধরেই ধোনির অবসর নিয়ে জল্পনা নাটকীয় মাত্রায় পৌঁছে গিয়েছে। এমনকি সিএসকে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আরসিবির কাছে হেরে বসার পরে অনেক সতীর্থই আবেগে ল্যাপ অফ অনার দিয়ে বসেছিলেন মাহিকে। তবে এখনও ধোনি সেরকম কিছু ঘোষণা করেননি।

একজন সমর্থক সরাসরি লিখে দিয়েছেন, "বছরের পর বছর ধরে পুরোনো নাটক নেই। কখনও আকর্ষণের কেন্দ্রে থাকার জন্য অবসরের নাটক করেননি। কখনও কঠিন পরিস্থিতিতে লুকোননি কার্তিক।" অন্য একজন আবার লিখেছেন, "রাস্তার কঠিন লড়াই কখনও তোমাকে ভুলবে না থালা কার্তিক। সবকিছুর জন্য অজস্র ধন্যবাদ। আইপিএল থেকে অবসর সুখের হোক।" "দারুণ একটা রিটায়ারমেন্ট। কোনও সহানুভূতি, নাটক নেই।"

আরসিবি প্রথমে ব্যাট করে স্কোরবোর্ডে কোনওরকমে ১৭৩ তুলতে পেরেছিল রজত পাতিদার, কোহলি, মহিপাল লোমরোরের ব্যাটে ভর করে। জবাবে রাজস্থান রয়্যালস টানটান ম্যাচে এক ওভার বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায়। যশস্বী জয়সওয়াল রাজস্থানের হয়ে সর্বোচ্চ ৪৫ করে যান।

RCB MS DHONI Dinesh Karthik Royal Challengers Bangalore IPL IPL 2024
Advertisment