/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/03/dog-ipl.jpg)
Gujarat Titans vs Mumbai Indians: পশুপ্রেমীরা আহত সারমেয়র সঙ্গে আচরণে (টুইটার)
Gujarat Titans vs Mumbai Indians, IPL 2024: চারিদিকে হাজার হাজার দর্শক। লাউড স্পিকারে ডিজের তান্ডব। হৈ হট্টগোল। গুজরাটের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে কিছুটা 'ভুল'ই করে ফেলেছিল এক সারমেয়। মাঠে ঢুকে পড়ে বিভ্রান্ত হয়ে পড়ে সবুজ ঘাস প্রদক্ষিণ করতে দেখা যায় সারমেয়টিকে। গুজরাট টাইটান্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচের এই ঘটনা টিভি স্ক্রিনে সকলেই দেখেছেন।
তবে অন্তরালে রয়ে গেল নারকীয় এক ঘটনা। যা সোশ্যাল মিডিয়াত সৌজন্যে এখন ভাইরাল হয়ে গিয়েছে। মাঠ থেকে বের করার পর অসহায় সারমেয়টিকে লাথি মেরে চরম অত্যাচার করা হয়। অভিযোগের আঙুল মাঠের নিরাপত্তাকর্মীদের দিকে।
এমন ভিডিও সামনে আসতেই ক্ষেপে গিয়েছে পশুদের অধিকার রক্ষাকারী সংগঠন পেটা। সরাসরি এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে সংস্থার পক্ষ থেকে। নিজেদের বিবৃতিতে পেটা লিখেছে, "যেভাবে অসহায় এক প্রাণীকে ঘুষি, লাথি মারা হল অজ্ঞাতে মাঠে প্রবেশের জন্য, তা রীতিমত অক্রীড়াসুলভ আচরণ। যেভাবে পুলিশ, নিরাপত্তাকর্মীরা সকলে মিলে ওঁকে পেটাচ্ছিল, তাতে কুকুরটিও হয়ত আত্মরক্ষার্থে প্রতিক্রিয়া জানাতে বাধ্য হয়েছে।"
A dog is kicked around like he’s a disposable commodity during #IPL. Such are so called human beings and all are on the same page with this approach of kicking, hitting, and ganging up on an poor innocent defenceless dog. It seems like it has become a part of our culture to hit,… pic.twitter.com/kEj6Yfhz4p
— Vedhika (@Vedhika4u) March 26, 2024
পেটা-র বক্তব্য এমন ঘটনা স্রেফ অসহায় কুকুরটির ওপর অত্যাচার ব্যক্ত করে না, বরং আরও বৃহত্তর ট্র্যাজেডির রাস্তা দেখিয়ে দেয়। সংগঠনটির তরফে ভিডিওর সূত্র ধরে সকলকে শাস্তির আওতায় আনার পক্ষে সওয়াল করেছে।
পশু ভিত্তিক অন্য এক সংগঠনের আধিকারিক কারেন নাজারেথ জানিয়েছেন, "সারমেয়টির ভাবভঙ্গি দেখেই স্পষ্ট এত লোকের সামনে ও বিভ্রান্ত হয়ে পড়েছিল। কেউই ওঁকে শান্ত করে নিয়ন্ত্রণ করতে পারল না। এমন পরিস্থিতি কীভাবে সামাল দিতে হয় তা নিরাপত্তা কর্মীদের প্রশিক্ষণ থাকা উচিত। মানবিকতার সঙ্গে সারমেয়র সঙ্গে ব্যবহার করা উচিত যাতে কেউই আহত না হন।"
এই বিতর্কের রেশ এখন কতদূর গড়ায়, সেটাই আপাতত দেখার।