Advertisment

KKR prize money: চ্যাম্পিয়ন হয়ে টাকার সাগরে ভাসল KKR! হাত উপুড় জয় শাহদের, নাইট শিবিরে পুরস্কারের বন্যা

IPL 2024 prize money: দুর্ধর্ষ হাফসেঞ্চুরি করে গেলেন ভেঙ্কটেশ আইয়ার। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমেছিলেন প্যাট কামিন্স। মিচেল স্টার্কের প্রথম ওভারেই কাঁপুনি ধরে গিয়েছিল হায়দরাবাদ শিবিরে। অভিষেক শর্মাকে আউট করা দিয়ে সূত্রপাত। স্টার্ক ৩ ওভারে মাত্র ১৪ রানের বিনিময়ে দুই উইকেট দখল করেন। আন্দ্রে রাসেল তুলে নেন ৩ উইকেট।

author-image
IE Bangla Sports Desk
New Update
IPL final 2024, KKR vs SRH

Full list of tournament award winners at IPL 2024: একদম একপেশে ফাইনাল। কেকেআরের গোলা-বারুদের কোনও জবাবই ছিল না হায়দরাবাদের কাছে। নজির গড়ে তৃতীয়বারের মত চ্যাম্পিয়ন হল কেকেআর। সামান্য ১১৪ রান চেজ করতে নেমে নাইটরা লক্ষ্যে পৌঁছল ৮ উইকেট হাতে নিয়ে। ৫৭ বল বাকি থাকতে।

Advertisment

দুর্ধর্ষ হাফসেঞ্চুরি করে গেলেন ভেঙ্কটেশ আইয়ার। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমেছিলেন প্যাট কামিন্স। মিচেল স্টার্কের প্রথম ওভারেই কাঁপুনি ধরে গিয়েছিল হায়দরাবাদ শিবিরে। অভিষেক শর্মাকে আউট করা দিয়ে সূত্রপাত। স্টার্ক ৩ ওভারে মাত্র ১৪ রানের বিনিময়ে দুই উইকেট দখল করেন। আন্দ্রে রাসেল তুলে নেন ৩ উইকেট।

চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেল কেকেআর:
সরকারিভাবে ঘোষণা না করা হলেও নাইটরা চ্যাম্পিয়ন হয়ে গতবারের বিজয়ী দলের পুরস্কারমূল্যই পেলেন। আইপিএলে অংশগ্রহণকারী সমস্ত দলের মোট পুরস্কারমূল্য ছিল ৪৬.৫ কোটি টাকা। এই অঙ্কে বদল ঘটেনি।

আরও পড়ুন: ২৫ কোটি টাকা পেয়ে বারবার অপমানিত হতে হয়েছে, কেকেআরকে চ্যাম্পিয়ন করেই মুখ খুললেন স্টার্ক

কেকেআর চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে পাবে ২০ কোটি টাকা। রানার্স হওয়ার জন্য সানরাইজার্স হায়দরাবাদ শিবিরের অর্জন ১২.৫ কোটি টাকা। এলিমিনেটর ম্যাচ জেতা রাজস্থানের সংগ্রহ ৭ কোটি টাকা। প্লে অফে পৌঁছনোর পর আরসিবিও পাবে ৬.৫ কোটি টাকা।

সর্বোচ্চ রান সংগ্রাহক এবং উইকেট শিকারি
বিরাট কোহলি ব্যাট হাতে আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক। ৭৪১ রান করেছেন তিনি। তাই কমলা টুপির মালিক এবার কিং কোহলি। হর্শল প্যাটেল ২৪ উইকেট নিয়ে এবারের সর্বোচ্চ উইকেটশিকারী। এবারের বেগুনি টুপি উঠল তাঁর মাথায়। কোহলি এবং হর্শল প্যাটেল দুই তারকাই ১০ লক্ষ টাকা করে পাবেন।

কে কী পুরস্কার জিতলেন দেখে নেওয়া যাক একনজরে:

IPL 2024 champions: কলকাতা নাইট রাইডার্স (২০ লক্ষ টাকা)

Emerging player of the season: নীতিশ রেড্ডি (SRH) (২০ লক্ষ টাকা)

Electric striker of the season: জেক ফ্রেসার ম্যাকগার্ক (DC) (১০ লক্ষ টাকা)

Game changer of the season: সুনীল নারিন (KKR) (১০ লক্ষ টাকা)

Perfect catch of the season: রামনদীপ সিং (KKR) (১০ লক্ষ টাকা)

পার্পল ক্যাপ: হর্শল প্যাটেল (২৪ উইকেট, PBKS) (১০ লক্ষ টাকা)

অরেঞ্জ ক্যাপ: বিরাট কোহলি (৭৪১ রান, RCB) (১০ লক্ষ টাকা)

Most valuable player of the season: সুনীল নারিন (৪৮২ রান এবং ১৭ উইকেট, KKR) (১২ লক্ষ টাকা)

Fairplay award: সানরাইজার্স হায়দরাবাদ

KKR Kolkata Knight Riders BCCI IPL IPL 2024
Advertisment