Shah Rukh Khan and Gautam Gambhir: চরম আধিপত্য নিয়ে আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছে কেকেআর। সমস্ত দলের থেকে বহুদূরে এগিয়ে ছিল কেকেআর। গ্রুপ পর্বে শীর্ষস্থান অর্জন করেই প্লে অফে পৌঁছেছিল। তারপর প্লে অফে দুটো ম্যাচেই হায়দরাবাদকে গুঁড়িয়ে চ্যাম্পিয়ন কেকেআর। বাকি দলগুলো কেকেআরের সামনে নূন্যতম প্রতিরোধ-ও গড়ে তুলতে পারেনি।
ফাইনালে হায়দরাবাদ শুরুর ওভার থেকেই বিপর্যয়ে পড়েছিল। মিচেল স্টার্ক কেকেআর বোলিংকে নেতৃত্ব দিলেন যোগ্য নেতার মতই। তাঁর পেস সুইং-ই ম্যাচের ফারাক গড়ে দিল শেষমেষ।
প্রথম ওভারে অভিষেক শর্মার আউট দিয়ে সূত্রপাত হয়েছিল, তারপর বৈভব অরোরা, কিংবা ওয়ান চেঞ্জে আসা হর্ষিত রানা, এবং আন্দ্রে রাসেলরা কাঁপিয়ে দিলেন হায়দরাবাদ ব্যাটিং লাইনআপকে। মাত্র ১১৩ রানে গুঁড়িয়ে গিয়ে হায়দরাবাদ আইপিএল ফাইনালের সর্বনিম্ন স্কোর গড়ার লজ্জার কীর্তিও গড়ে ফেলতে বাধ্য হয়েছে নাইটদের দাপটের কাছে।
আর তারপর ব্যাট হাতে চিরচেনা ভঙ্গিতেই কেকেআরের ব্যাটিং। সল্ট চলে গিয়েছেন। নারিন রান পাননি। তবে গুরবাজ নিজের জাত চেনালেন। ভেঙ্কটেশ আইয়ার ব্যাট হাতে তান্ডব করে গেলেন সেও পিচেই যে পিচে পিষে গিয়েছিল হায়দরাবাদ। ২৩ বলে ৫২ রানের ইনিংসে কেকেআরের জয় একদম সহজ করে দিলেন ভেঙ্কটেশ।
আর কেকেআর তৃতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার সঙ্গেই যেন নতুন মহানায়ক পেয়ে গেল আইপিএল দুনিয়া। নেতা হিসেবে কেকেআরকে শেষ দু-বারই চ্যাম্পিয়ন করেছিলেন। তারপর একদশক তাঁর অনুপস্থিতিতে কখনই মারণ মূর্তিতে আবির্ভাব ঘটেনি নাইটদের। তবে তিনি এবার মেন্টর হিসাবে ফিরতেই কেল্লাফতে। ফের সেই পুরোনো দাপট দেখিয়েই চ্যাম্পিয়ন কেকেআর। আইপিএল জয়ী ক্যাপ্টেনের পর আইপিএল জয়ী 'গুরু' শিরোনাম তাঁর জার্সিতে সেঁটে গেল।
গৌতম গম্ভীরকে নিয়ে আইপিএল দুনিয়ার মুগ্ধতা যাওয়ার নয়। আর চ্যাম্পিয়ন হওয়ার পর তাই শাহরুখ হৃদয় ভরানো মুহূর্ত হাজির করলেন চিপকে। চ্যাম্পিয়ন হয়ে ভিকট্রি ল্যাপ দেওয়ার সময়েই গম্ভীরের কপালে চুমু খেয়ে গভীরভাবে কিং খান আলিঙ্গন করলেন মেন্টর গৌতমকে।
আরও পড়ুন- চ্যাম্পিয়ন হয়ে টাকার সাগরে ভাসল KKR! হাত উপুড় জয় শাহদের, নাইট শিবিরে পুরস্কারের বন্যা
তবে কেকেআরের এই সুখী মুহুর্তেও খারাপ খবর। গম্ভীরের সম্ভবত কেকেআরের সঙ্গে যুক্ত থাকা হবে না। রাহুল দ্রাবিড়ের সঙ্গে বোর্ডের চুক্তির মেয়াদ শেষের পর গম্ভীরের দিকেই ফোকাস রয়েছে বিসিসিআইয়ের। গম্ভীর জাতীয় দলের কোচ হলে নিয়ম মেনে আইপিএলের সঙ্গে সমস্ত সংস্রব ছিন্ন করতে হবে। গম্ভীরের জন্য ভবিষ্যতে কী অপেক্ষা করছে সেটাই আপাতত দেখার।