Advertisment

Gambhir offered blank cheque: গৌতিকে ব্ল্যাঙ্ক চেক শাহরুখের, 'গুরু' গম্ভীরকে নিয়ে বেনজির টানা হ্যাঁচড়া কেকেআর-জয় শাহদের

KKR clinch third IPL title: গম্ভীরকে হাতছাড়া করতে রাজি নন শাহরুখ খান

author-image
IE Bangla Sports Desk
New Update
Shah Rukh Khan, Gautam Gambhir, KKR , শাহরুখ খান, গৌতম গম্ভীর, কেকেআর

IPL 2024 final 2024: গম্ভীরের ছোঁয়ায় তৃতীয়বারের মত আইপিএল চ্যাম্পিয়ন কেকেআর (টুইটার)

Shah Rukh Khan and Gautam Gambhir: বড় বিপদে পড়লেন গৌতম গম্ভীর। কেকেআর সদ্যই চ্যাম্পিয়ন হয়েছে। আর গম্ভীর সেই চ্যাম্পিয়ন দলের নিউক্লিয়াস হিসাবে কাজ করেছেন গোটা সিজন ধরে। ফাইনালে কেকেআর চ্যাম্পিয়ন হওয়ার পরেই চিপকে উঠে গিয়েছে গুরু-গম্ভীরের জয়ধ্বনি।

Advertisment

তবে পরের সিজনেও কেকেআরে গম্ভীরের ঠাঁই হবে কিনা, তা নিশ্চিত নয়। পরবর্তী হেড কোচ বাছাইয়ে বিসিসিআইয়ের পছন্দের তালিকায় একদম শীর্ষে রয়েছেন গম্ভীর। দ্রাবিড়ের পরে গম্ভীরের জাতীয় দলের হেড কোচ হওয়া একদম পাকা। এমন অবস্থায় গম্ভীরকে নিয়ে টানাটানি হতে পারে কেকেআর এবং বিসিসিআইয়ের।

টিম ইন্ডিয়ার কোচ হলে নিয়ম মেনে গম্ভীরকে আইপিএলের সঙ্গে সমস্ত সংস্রব ছিন্ন করতে হবে। ছাড়তে হবে কেকেআর শিবিরও। ২৭ মে অর্থাৎ এদিন সোমবার-ই বোর্ডের দফতরে হেড কোচের পদের জন্য আবেদন করার শেষদিন। দৈনিক জাগরণ-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, আইপিএল ফাইনালের দিনেই গম্ভীরের সঙ্গে বোর্ডের অধিকারিকদের একপ্রস্থ আলোচনা হয়েছে।

গম্ভীর নিজে জাতীয় দলের হেড কোচ হতে আগ্রহী। তবে কেকেআরের মালিক শাহরুখকে বুঝিয়ে শুনিয়ে রাজি করতে হবে তাঁকে। জাগরণ-এর সেই প্রতিবেদনেই বলা হয়েছে, গত সিজনে কেকেআর শোচনীয় ফলাফল করার পর শাহরুখ গম্ভীরের সঙ্গে সাক্ষাৎ করেন। এবং তাঁকে আগামী দশ বছরের জন্য কেকেআর টিম ম্যানেজমেন্টের দায়িত্ব নিতে বলেন। শাহরুখ নাকি ফাঁকা চেক গম্ভীরের হাতে ধরিয়ে দেন।

এই আগে গম্ভীর কেকেআরকে দুবার আইপিএল চ্যাম্পিয়ন করেছিলেন। তারপর কেকেআরের সেই দাপট অস্তমিত হয়ে গিয়েছিল। তবে গুরু গম্ভীরের প্রত্যাবর্তনেই পুরোনো রাজকীয় মেজাজে ধরা দিয়েছে নাইট রাইডার্স শিবির। মাত্র তিনটি ম্যাচ হারতে হয়েছে কেকেআরকে। অপ্রতিরোধ্য দাপটের সঙ্গেই বিজয়ী হয়েছে কলকাতা।

গম্ভীর কেকেআরকে মেন্টরের ভূমিকায় চ্যাম্পিয়ন করার আগেই গুরুর হিসাবে নিজের স্বকীয়তার ছাপ রেখেছিলেন লখনৌ ফ্র্যাঞ্চাইজিতে। টানা দুবার গম্ভীরের মন্ত্রে প্লে অফে পৌঁছয় এলএসজি। এবার গম্ভীর নেই। লখনৌয়ের অবস্থাও শোচনীয়।

আরও পড়ুন- অন্যায় হল KKR-এর সঙ্গে! মাঠেই ফুঁসে উঠলেন গুরবাজ, বেনজির বিতর্কে দগ্ধ IPL ফাইনাল, দেখুন ভিডিও

এমন গুরু যাঁর জন্য নিজের ব্ল্যাংক চেক-ও দিয়ে দিয়েছিলেন শাহরুখ, তাঁকে কী সহজে ছাড়তে রাজি হবেন শাহরুখ খান! সেটাই আপাতত দেখার।

IPL KKR Kolkata Knight Riders Gautam Gambhir Shah Rukh khan IPL 2024
Advertisment