Advertisment

Mitchell Starc: এক ডেলিভারিতেই তছনছ হায়দরাবাদ, আইপিএলের সেরার সেরা ডেলিভারি এটাই, দেখে নিন স্টার্কের ম্যাজিক

KKR vs SRH, IPL 2024 Final: কোয়ালিফায়ারের প্ৰথম ম্যাচে স্টার্কের আশ্চর্য বলের সামনে উইকেট হারাতে হয়েছিল স্বদেশীয় ট্র্যাভিস হেডকে। আর ফাইনালে স্টার্কের হাত থেকে প্ৰথম ওভারে যে বল বেরোল, সেটা তর্কাতীতভাবে চলতি সিজনের সেরা ডেলিভারি।

author-image
IE Bangla Sports Desk
New Update
Mitchell Starc rattled SRH with the early strike in the IPL 2024 final. (Sportzpics)

মিচেল স্টার্ক আইপিএল 2024-এর ফাইনালে প্রথম দিকে স্ট্রাইক দিয়ে SRH কে ধাক্কা দিয়েছিলেন। (স্পোর্টজপিক্স)

Mitchell Starc delivery to dismiss Abhishek Sharma: ফর্মে ফিরেছিলেন আগেই। সেই ফর্ম যে ফাইনালে এভাবে তছনছ করে দেবে হায়দরাবাদের মত চলতি আইপিএলের সবথেকে বিধ্বংসী ব্যাটিং লাইনআপকে। কে ভাবতে পেরেছিল!

Advertisment

কোয়ালিফায়ারের প্ৰথম ম্যাচে স্টার্কের আশ্চর্য বলের সামনে উইকেট হারাতে হয়েছিল স্বদেশীয় ট্র্যাভিস হেডকে। আর ফাইনালে স্টার্কের হাত থেকে প্ৰথম ওভারে যে বল বেরোল, সেটা তর্কাতীতভাবে চলতি সিজনের সেরা ডেলিভারি। অভিষেক শর্মা বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে দেখলেন তাঁর মিডল এবং অফস্ট্যাম্পের খাঁচা চুরমার।

টসে জিতে প্রথমে ব্যাটিং নিয়েছিলেন ক্যাপ্টেন কামিন্স। পাওয়ার প্লেতে ভালো সূচনা করার অপেক্ষায় ছিলেন তিনি। তবে স্টার্কের ফার্স্ট ওভার স্পেশ্যাল যাবতীয় প্ল্যানিং ভাঙচুর করে দেয় হায়দরাবাদের। বরাবরই বড় মঞ্চে জ্বলে ওঠার অভ্যেস স্টার্কের।

আরও পড়ুন: ধোনির ‘শহরে’ চ্যাম্পিয়ন গম্ভীর! আইপিএলের নিকৃষ্টতম ফাইনাল উপহার দিল কেকেআর

আহমেদাবাদে হেড প্ৰথম ওভারে স্ট্রাইক নিয়েছিলেন। সেই সাহস তিনি রবিবার দেখাননি। অভিষেক মুখোমুখি হলেন। প্রথম কয়েকটা বল ওয়াইড রেঞ্জের। হাঁকাতে গিয়েও মিস করতে হয়েছে অভিষেক শর্মাকে। তিন নম্বর বল অফস্ট্যাম্পের বাইরে শর্ট লেংথের বল। অন্য সময় হলে অভিষেকের ব্যাট ঝলসে উঠত সরাসরি। তবে স্টার্কের ম্যাজিকে সেই বল-ই তিনি আন্দ্রে রাসেলের হাতে প্রায় ক্যাচ তুলে দিয়েছিলেন!

চতুর্থ বলেও থরহরিকম্পমান দশা। কোনওরকমে ডিপ পয়েন্টে পাঠিয়ে দুই রান নেন অভিষেক-হেড। তবে বাউন্ডারি লাইনের ধারে রামনদীপ আরও সপ্রতিভ হলে রান আউট হয়ে ফিরতে হত অভিষেককে।

আর পঞ্চম বল যেন মায়াবি জাদুকাঠি বুলিয়ে দিল আইপিএল দুনিয়াকে। বাঁ হাতের জাদু ডেলিভারি থেকে যে বল বেরোল তা গুড লেন্থে পিচ করে দেরিতে সুইং নিয়ে সোজা আছড়ে পড়ল স্ট্যাম্পে। স্ট্যাম্পের এলইডি আলো জ্বলে উঠল। সেই আলোর রেশ ছড়িয়ে পড়ল স্টার্কের চোখে-মুখেও।

চলতি আইপিএলের সূচনা মোটেও ভাল হয়নি ২৫.৭৫ কোটি টাকার অজি তারকার জন্য। তাঁকে বাতিল করার দাবিও উঠে গিয়েছিল। তবে আসল সময়েই জ্বলে উঠলেন তিনি। বুঝিয়ে দিলেন, তাঁর জন্য কোটি কোটি টাকা খরচ করে বিন্দুমাত্র ভুল করেনি কেকেআর শিবির।

KKR Sunrisers Hyderabad Kolkata Knight Riders IPL IPL 2024
Advertisment