Advertisment

LSG owner Sanjiv Goenka: গোয়েঙ্কাদের আটকাতে নিয়ম চালু করুন জয় শাহরা! বিস্ফোরক আর্জি এবার KKR-এর প্রাক্তন বাঙালির

KL Rahul vs Sanjiv Goenka, opt out card: বড় প্রস্তাব দিলেন কেকেআরের সঙ্গে একসময় যুক্ত থাকা ব্যক্তি, পরামর্শ কি কানে তুলবে বিসিসিআই

author-image
IE Bangla Sports Desk
New Update
KL Rahul vs Sanjiv Goenka: সঞ্জীব গোয়েঙ্কা, কেএল রাহুল, জয় শাহ

Sanjiv Goenka Outburst: সঞ্জীব গোয়েঙ্কার আচরণে হতবাক ক্রিকেটমহল। (ছবি- টুইটার)

LSG Owner Sanjiv Goenka vs KL Rahul, LSG vs SRH: লখনউ সুপার জায়ান্টস (এলএসজি)-এর পরাজয়ের পর আইপিএলের মাঝপথে এখন সবচেয়ে আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে দলের অধিনায়ক কেএল রাহুলকে ফ্র্যাঞ্চাইজি মালিক সঞ্জীব গোয়েঙ্কার তিরস্কারের ঘটনা। সেই দৃশ্যের ছবি ইতিমধ্যে ভাইরাল হয়েছে। যেখানে ফ্র্যাঞ্চাইজি মালিককে দেখা গিয়েছে অধিনায়ককে বকাঝকা করতে। যা খোলামনে নেননি নেটিজেনরা। স্বভাবতই সঞ্জীব গোয়েঙ্কার বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠেছে।

Advertisment

অনেকেই সঞ্জীব গোয়েঙ্কার আচরণকে 'অপেশাদার', 'অগ্রহণযোগ্য' বলে গালি পেড়েছেন। বিভিন্নজন প্রতিক্রিয়ায় জানিয়েছেন, এমন আচরণের ছবি আইপিল তো বটেই, ক্রিকেটের জন্যও ঠিক না। এই ঘটনা ক্রিকেটের সম্মানকে, ক্রিকেটারদের সম্মানকে নষ্ট করেছে।

অন্যান্যদের মত বিষয়টিতে মুখ খুলেছেন কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন পরিচালক জয় ভট্টাচার্যও। গোয়েঙ্কার বুধবারের (৪ মে) ওই আচরণের প্রতিবাদে জয় ভট্টাচার্য বিসিসিআইয়ের কাছে একটি আবেদন জানিয়েছেন। সেই আবেদনে তিনি অনুরোধ করেছেন, আগামী আইপিএল থেকে একটি নতুন নিয়ম চালু করার জন্য। আর, সেই নিয়ম হল খেলোয়াড়দের, 'অপ্ট আউট কার্ড' দেওযার পদ্ধতি। যেখানে খেলোয়াড়রা কোন দলে খেলবেন না, তা জানানোর অধিকার পাবেন।

বর্তমানে খেলোয়াড়দের নিলামের সময় ফ্র্যাঞ্চাইজিগুলো বেছে নেয়। সেখানে খেলোয়াড়দের নিজের মতামত প্রকাশের কোনও অধিকার থাকে না। সেখানে অপ্ট আউট কার্ড খেলোয়াড়দের বিশেষ সুযোগ দিতে চলেছে। যেখানে একজন খেলোয়াড় জানাতে পারবেন, তিনি কোন ফ্র্যাঞ্চাইজিতে খেলতে চান না। জয় ভট্টাচার্যের প্রস্তাব অনুযায়ী, এই অপছন্দের ব্যাপারটা সংশ্লিষ্ট খেলোয়াড়কে নিলামের আগেই বিসিসিআই এবং সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজিকে জানাতে হবে। যার ভিত্তিতে ফ্র্যাঞ্চাইজি ওই খেলোয়াড়ের জন্য নিলামে অংশগ্রহণ করতে পারবে না। একইসঙ্গে প্রাক্তন কেকেআর কর্তা জানিয়েছেন, সকলের সম্মান বজায় রাখার জন্য এই অপছন্দের ব্যাপারগুলো গোপনই রাখা উচিত।

এবিষয়ে জয় ভট্টাচার্য বলেছেন, 'একজন খেলোয়াড়ের সঙ্গে একজন ফ্র্যাঞ্চাইজি মালিকের একটি কথা বলার ধরনধারণ সামনে এসেছে। তার জন্যই নতুন নিয়ম চালুর কথা বিসিসিআইকে বলেছি। এতে নিলামের বিরাট হেরফের হবে না। তবে, খেলোয়াড়রা নিলামে সামান্য হলেও নিজেদের মতামত প্রকাশ করতে পারবেন।'

আরও পড়ুন- নেতৃত্ব থেকে সরছেন কয়েক ঘন্টার মধ্যেই! মালিক গোয়েঙ্কার কাছে প্রকাশ্যে লাঞ্ছিত হতেই বড় সিদ্ধান্ত রাহুলের

তবে, প্রাক্তন কেকেআর কর্তার এই পরামর্শ সামনে আসার পর অনেক বিশেষজ্ঞ আবার সেই পরামর্শের বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন। তাঁদের প্রশ্ন যে খেলোয়াড়রা যদি জোট বেঁধে একটি নির্দিষ্ট ফ্র্যাঞ্চাইজিকে বয়কট করে বা অপ্ট আউট ক্ষমতা প্রয়োগ করে, তবে তো সেই ফ্যাঞ্চাইজি আইপিএলের দলই গড়তে পারবে না। সেক্ষেত্রে তাহলে কী হবে? আর, সেই কারণেই অপ্ট আউট নীতি কার্যকরের বাস্তবতা নিয়ে সেই বিশেষজ্ঞরা প্রশ্ন তুলেছেন।

KKR BCCI IPL ipl auction LSG Jay Shah IPL 2024
Advertisment