Mumbai Indians in Indian Premiere League: বস হিসেবে অধস্তন রূপে শুধু একজন 'ইয়েসম্যান'কে চাই। ফ্র্যাঞ্চাইজি মালিকদের এমন মানসিকতায় ২০২৪ সালের আইপিএলে গোড়া থেকে মুখ থুবড়ে পড়েছে মুম্বই ইন্ডিয়ান্স। এমআই দলের মালিক অম্বানিদের কটাক্ষ করে এবার এমন ভয়ংকর অভিযোগ করলেন পাকিস্তান ক্রিকেটের এক প্রাক্তন অধিনায়ক।
ইতিমধ্যেই মুম্বই ইন্ডিয়ান্স তাদের হারের ধারাবাহিকতা বজায় রেখে তৃতীয় ম্যাচেও মুখ থুবড়ে পড়েছে। যার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে এই ফ্র্যাঞ্চাইজি দলের ফ্যান-ফলোয়ারদের ক্ষোভ। যাদের মূল নিশানা মুম্বই দলের নতুন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। তাঁকে অধিনায়ক করা নিয়ে গোড়া থেকেই নানা জলঘোলা হয়েছে। মুম্বইকে পাঁচ বার আইপিএল চ্যাম্পিয়ন করে ইতিহাসে ঢুকিয়ে দেওয়া রোহিত শর্মাকে এবারই অধিনায়ক পদ থেকে দুম করে সরিয়ে দিয়েছে মুম্বই।
এই দল থেকেই গুজরাট টাইটান্সে দুই বছরের জন্য যাওয়া হার্দিক পান্ডিয়াকে ধরে এনে অধিনায়ক বানিয়ে দিয়েছে। সরানোর কারণ হিসেবে যুক্তি দিয়েছে, রোহিতের নেতৃত্বে অতি সম্প্রতি মুম্বই বিশেষ কিছু করতে পারেনি। তাছাড়া রোহিতের বয়সও বেশি। তুলনায় হার্দিক অনেক নবীন। গুজরাট টাইটান্সে দুই বছরের জন্য গিয়ে হার্দিক প্রথমবার দলকে চ্যাম্পিয়ন করেছেন। দ্বিতীয়বার ফাইনালে তুলেছেন। সেই কারণেই হার্দিককে দলের নতুন অধিনায়ক করা হয়েছে।
এনিয়ে রোহিত এবং তাঁর স্ত্রী আপত্তি করেছিলেন। লক্ষ লক্ষ ফলোয়ার প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় মুম্বইকে ফলো করাই ছেড়ে দিয়েছেন। কিন্তু, তাতে কী? কোনও কিছুতেই পিছু হঠেনি মুম্বইয়ের মালিকগোষ্ঠী। এমনকী, তাঁদের মন রাখতে গাভাসকারের মত কিংবদন্তি পরামর্শদাতারাও অম্বানিদের সিদ্ধান্তকে সমর্থন করেছিলেন। কিন্তু, ফল এখনও পর্যন্ত যা দাঁড়িয়েছে, তাতে মুম্বই ইন্ডিয়ান্স ইতিমধ্যে অন্য দলগুলোর কার্যত করুণার পাত্র হয়ে উঠেছে। সবকটা ম্যাচে হার। তার ওপর আবার নিজেদের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামেও পরাজয়। যা, রোহিত জমানায় মুম্বইয়ের ভক্ত হয়ে পড়া ফ্যানরা কিছুতেই মানতে পারছেন না।
তবে, রোহিত এবং মুম্বইয়ের ফ্যান যে পাকিস্তানেও আছে, এবার সেটা স্পষ্ট হয়ে গেল। মুম্বইয়ের এই হারের জন্য ফ্র্যাঞ্চাইজি মালিকদের যিনি সমালোচনা করেছেন, তিনি সাধারণ কেউ নন। পাকিস্তান ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক রশিদ লতিফ। ইউটিউবে তিনি বলেছেন, 'মুম্বই মাঠে খারাপ খেলছে, সেই জন্য পারফরম্যান্স খারাপ হচ্ছে, তেমনটা কিন্তু না। আসলে, দলটার মানসিকতা ধাক্কা খেয়েছে। আর, এজন্য পুরোপুরি সংস্থার মালিকরাই দায়ী। তাঁরা বাউচার, মালিঙ্গা, পোলার্ড- টিমে অনেককে রেখেছেন। কিন্তু, তাঁদের ওপর কথা বলার কেউ নেই। কেউ না বলতে পারবেন না। ফলটা সেক্ষেত্রে এমনই হবে।'
আরও পড়ুন- IPL-এর পর বিসর্জন টি২০ বিশ্বকাপও! ভারতের কাছে লজ্জার হারের পরেই মন খারাপের ঘোষণা বিশ্বজয়ীর
মুম্বইয়ের এমন ব্যর্থতায় অন্য সমর্থকরা পান্ডিয়াকে নিশানা করেছেন। কিন্তু, লতিফ তা-ও করতে চান না। তাঁর মতে, যাবতীয় দোষ ফ্র্যাঞ্চাইজির মালিকদের। তাঁর সোজা কথা, 'পাকিস্তান লিগেও এমনটাই হচ্ছে। মালিকরাই শেষ কথা। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের ক্ষেত্রেও ঠিক তেমনটাই হচ্ছে। রোহিতকে যেভাবে সরানো হয়েছিল ঠিক না। পান্ডিয়াকে মুম্বইয়ের ক্যাপ্টেন করাটা ঠিক হয়নি। এখন তো অন্তত সেটা বোঝা যাচ্ছে!'