Advertisment

Gambhir loses cool: ন্যায্য রান থেকে বঞ্চিত কেকেআর! আম্পায়ারের দিকেই তেড়ে গেলেন গম্ভীর, ইডেনে হুলুস্থুল, দেখুন ভিডিও

KKR denied singles against PBKS : কেকেআর বোলাররা যখন দ্বিতীয়ার্ধে বেধড়ক পিটুনি হজম করে চলেছে, সেই সময় ক্যামেরা বারবার-ই ফোকাস করছিল নাইটদের মেন্টর গৌতম গম্ভীরের দিকে। তিনি অসহায় হয়ে দলের বোলারদের লাঞ্ছনা হজম করছিলেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Gautam Gambhir argues with umpire, KKR vs PBKS

Gambhir with third umpire : তৃতীয় আম্পায়ারের সঙ্গে এভাবেই তর্ক-বিতর্ক জুড়লেন গৌতম গম্ভীর (টুইটার)

Kolkata Knight Riders vs Punjab Kings: ক্রবার কেকেআর জিতলেই প্লে অফ কার্যত পাকা করে ফেলতে পারত। তবে হয়নি। ইডেনে প্রথমে ব্যাট করে ২৬১ রান জমা করেও সেই পুঁজি রক্ষা করতে পারেনি নাইটরা। জনি বেয়ারস্টো, শশাঙ্ক সিং, প্রভসিমরন সিংদের সামনে খড়কুটোর মত উড়ে গিয়েছে কেকেআরের বোলিং প্রতিরোধ। আইপিএল কেরিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি করে বেয়ারস্টো দলের রেকর্ড রান চেজ করে জয় সম্পন্ন করেছেন।

Advertisment

আর কেকেআর বোলাররা যখন দ্বিতীয়ার্ধে বেধড়ক পিটুনি হজম করে চলেছে, সেই সময় ক্যামেরা বারবার-ই ফোকাস করছিল নাইটদের মেন্টর গৌতম গম্ভীরের দিকে। তিনি অসহায় হয়ে দলের বোলারদের লাঞ্ছনা হজম করছিলেন।

দ্বিতীয়ার্ধে তিনি শান্ত থাকলেও প্রথম অর্ধে নাইটদের ব্যাটিংয়ের সময় 'জিজি' নিজের চেনা ছন্দেই ছিলেন। আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়ে পড়তেও দেখা যায়।

কেন?
১৪ তম ওভারে পাঞ্জাবের হয়ে বোলিং করছিলেন রাহুল চাহার। তারকা স্পিনারের শর্ট লেংথের বল কাট করেছিলেন আন্দ্রে রাসেল। তবে বৃত্তের মধ্যেই আশুতোষ শর্মা দারুণভাবে বল বাঁচিয়ে দেন। এবং ফেরত পাঠিয়ে দেন উইকেটকিপার জিতেশ শর্মার কাছে। তবে এর মধ্যেই দ্রুত এক রান পূরণও করেন রাসেল এবং শ্রেয়স আইয়ার। তবে সেই রান বাতিল করে দেন আম্পায়ার অনিল শর্মা।

আম্পায়ারদের যুক্তি, তিনি ইতিমধ্যেই ওভারের সমাপ্তি ঘোষণা করে দেন আশুতোষ বল সেভ করার সঙ্গেসঙ্গেই। তাই এই রান যোগ হবে না। আন্দ্রে রাসেলের আম্পায়ারের এই সিদ্ধান্তে কোনও সমস্যা না থাকলেও ঝাঁপিয়ে পড়েন গম্ভীর।।তিনি সরাসরি রান নাকচের বিরুদ্ধে তর্ক জুড়ে দেন তৃতীয় আম্পায়ারের সঙ্গে। তবে এতে কাজের কাজ হয়নি। গম্ভীর শেষমেশ অসন্তুষ্ট হয়েই ডাগ আউটে ফিরে যান।

তবে সামান্য এক রান অবশ্য ম্যাচে প্রভাব ফেলতে পারেনি। জনি বেয়ারস্টো, শশাঙ্ক সিং, প্রভসিমরন সিংরা যেভাবে মারমুখী মেজাজে ছিলেন তাতে ২৬১ রানের লক্ষ্যও শেষ পর্যন্ত কম হয়ে দাঁড়াল। ৮ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় পাঞ্জাব।

Gautam Gambhir KKR Kolkata Knight Riders IPL Punjab Kings PBKS IPL 2024
Advertisment