IPL, Gautam Gambhir, KKR: নিজের সুদীর্ঘ কেরিয়ারে বহু রথী-মহারথীর সংস্পর্শে এসেছেন। ২০১১-য় বিশ্বকাপজয়ী স্কোয়াডের তিনি নিজেই সদস্য ছিলেন। সেই স্কোয়াডেই সতীর্থ হিসাবে পেয়েছেন শচীন, শেওয়াগ, জাহির খান, হরভজন সিং, এমএস ধোনি, বিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিনদের মত দিকপাল ক্রিকেটারদের।
তবে অবাক করার মত বিষয়, এঁরা কেউই নন, গম্ভীরের কাছে 'সেরা টিম-ম্যান'-এর তকমা পেয়ে গেলেন এক বিদেশি! তিনি আর কেউ নন, ডাচ ক্রিকেটার রায়ান টেন দুশখাতে।
জার্সি উন্মোচনের অনুষ্ঠানে মঙ্গলবার কলকাতায় এক অনুষ্ঠানে গম্ভীর বলে দিয়েছেন, "সতীর্থ হিসাবে পাওয়া স্বার্থহীন, নিঃস্বার্থ একজন মানুষ, এমন একজন মানুষ যাঁকে জীবনের বিনিময়ে ভরসা করা যায়, যাঁর জন্য বুক পেতে গুলি নেওয়া যায়- সে হল রায়ান। ২০১১ সালে কেকেআরে আমার অভিষেক ম্যাচের ঘটনা। সেই সময় মাত্র চারজন বিদেশির সম্ভাব্যতা নিশ্চিত ছিল। সেই ম্যাচেই ত্রাতা হয়েছিল রায়ান।"
আরও পড়ুন- রোহিত-হার্দিককে নিয়ে মুম্বইয়ে অশান্তি চরমে! ড্রেসিংরুমের বিতর্কের ভয়াবহ ইঙ্গিত এবার সূর্যকুমারের
"দারুণ একটা বিশ্বকাপ কাটিয়ে এসেছিল ও। আমরা সেই ম্যাচে প্ৰথম এগারোয় মাত্র তিনজন বিদেশিকে নামাতে পেরেছিলাম। সেই ম্যাচে ও ড্রিংকস বওয়ার কাজ করছিল। মুখে হতাশার কোনও অভিব্যক্তি ছিল না। নিঃস্বার্থ হওয়া কাকে বলে আমাকে শিখিয়ে গিয়েছিল রায়ান টেন দুশখাতে। এঁরাই সেই সমস্ত ক্রিকেটার যাঁরা আমাকে নেতা হতে সাহায্য করেছে।"
আর মাত্র কয়েক ঘন্টা পরে চালু হতে চলা আইপিএলে এবার গম্ভীর পুরোনো সংসারে প্রত্যাবর্তন করেছেন।লখনৌ সুপার জায়ান্টস-এ কাটিয়ে তিনি এবার নাইটদের মেন্টর। অন্যদিকে রায়ান টেন দুশখাতে কেকেআরের ফিল্ডিং কোচ।
তাঁর প্রতি কেকেআর বছরের পর বছর ধরে যেভাবে আস্থা রেখেছে, তাতে তিনি কৃতজ্ঞ বলেই গম্ভীর জানিয়েছেন। বিনয়ী গম্ভীরের ভাষায়, "আমি একটা জিনিস পরিষ্কার জানিয়ে দিতে চাই, আমি কেকেআরকে সফল করিনি। কেকেআর বরং আমাকে সফল বানিয়েছে। কেকেআর আমাকে একজন নেতা হিসেবে গড়ে তুলেছে। কেকেআর শুধু আমার কাছে আর একটা বেগুনি জার্সি আর দুটো তারা নয়। এর অনেক ভিতরে আমার সঙ্গে কেকেআরের সম্পর্ক। প্রথমত কেকেআর অর্থ প্যাশন, সততা। কেকেআর মানে স্বার্থহীনতাও।"
পূর্ব দিল্লি থেকে লোকসভায় নির্বাচিত সাংসদ গম্ভীর জানিয়েছেন, কেকেআরে শাহরুখ তাঁকে খোলা হাতে যাবতীয় দায়িত্ব সামলাতে বলেছেন। এই ব্যাপারে গম্ভীর বলেন, "যখন আমি খেলোয়াড় হিসেবে যোগ দিয়েছিলাম তখন যা বলেছিল, শাহরুখ এবারও আমাকে একই কথা বলেছে। বলেছে, এটা তোমার ফ্র্যাঞ্চাইজি। হয় তৈরি কর। না-হলে ভেঙে দাও।"