Advertisment

Gautam Gambhir-MS Dhoni: ধোনির লেভেলে কোনও ক্যাপ্টেন পৌঁছতে পারবে না, একসময়ের শত্রুকে দিলখোলা প্রশংসা গম্ভীরের

MS Dhoni most successful captain of India, says Gambhir: সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এক ভিডিওতে শোনা গিয়েছে, ধোনিকে ভারতের সেরা ক্যাপ্টেনের তকমা দিয়েছেন গম্ভীর।

author-image
IE Bangla Web Desk
New Update
Gautam Gambhir, MS Dhoni

Gautam Gambhir-MS Dhoni: ধোনি আর গম্ভীর, দু'জনেই আইপিএল ইতিহাসের সবচেয়ে সফল ক্যাপ্টেনদের অন্যতম। (ছবি- এক্সপ্রেস)

MS Dhoni successful captain: মহেন্দ্র সিং (এমএস) ধোনি ভারতের সবচেয়ে সফল অধিনায়ক। ওঁর লেভেলে কোনও ক্যাপ্টেন পৌঁছতে পারবে না। এভাবেই একসময়ের শত্রুর সম্পর্কে দিলখোলা প্রশংসা শোনা গেল গৌতম গম্ভীরের মুখ থেকে। ধোনি আর গম্ভীর, দু'জনেই আইপিএল ইতিহাসের সবচেয়ে সফল ক্যাপ্টেনদের অন্যতম। একসময়ে তাঁরা ছিলেন পরস্পরের কাছে কঠিন প্রতিপক্ষ।

Advertisment

গম্ভীর খেলা ছেড়ে দিয়েছেন। বছর ৪২-এর এই প্রাক্তন ক্রিকেটার এখন কেকেআরের পরামর্শদাতা। আর ধোনি গতবার পর্যন্তও আইপিএল ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ছিলেন। আইপিএলে দলকে পাঁচবার চ্যাম্পিয়ন করেছেন। শুধু তাই নয়। চেন্নাইয়ের বর্তমান অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় হলেও ধোনিকে রীতিমতো উদ্যোগ নিয়ে দল সামলাতে দেখা যাচ্ছে।

এসবের মধ্যেই সোমবার চিপকের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে গম্ভীরের কলকাতা নাইট রাইডার্স আর ধোনির চেন্নাই সুপার কিংস। ঠিক তার আগেই ধোনির সম্পর্কে প্রশংসা ঝরে পড়ল গম্ভীরের গলায়। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এক ভিডিওতে শোনা গিয়েছে, ধোনিকে ভারতের সেরা ক্যাপ্টেনের তকমা দিয়েছেন গম্ভীর। কেকেআরের প্রাক্তন অধিনায়ক তথা বর্তমান পরামর্শদাতা বলেছেন, 'এমএস ভারতের সবচেয়ে সফল অধিনায়ক। আমি মনে করি না যে কেউ ওঁর স্তরে পৌঁছতে পারবে। তিনটে আইসিসি ট্রফি ও জিতেছে।'

ধোনি কীভাবে ম্যাচে ফারাক গড়ে দেন, সেই ব্যাপারেও ওই ভিডিওয় মুখ খুলেছেন গম্ভীর। তিনি বলেছেন, 'যদি এক ওভারে ২০ রানের দরকার হয়। আর এমএস থাকে, তো সেই রান ও তুলে দিতে পারে। ধোনি শেষ পর্যন্ত হাল ছাড়ে না। চেন্নাই এমন একটা দল, যার বিরুদ্ধে শেষ বল না করা পর্যন্ত আপনি বলতে পারবেন না, জিতবেন কি না।'

আরও পড়ুন- গতি কমে ১৪০-এর নিচে, মাঠও ছাড়লেন ১ ওভার করে! গতিদানব মায়াঙ্ককে নিয়ে চরম দুঃসংবাদ

চলতি শতাব্দীতে ভারতের তিনটি আইসিসি শিরোপা জয়ের মধ্যে দুটিতে গম্ভীর এবং ধোনির ভূমিকা যৌথ অবদান আছে। ২০০৭ সালে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল জয়ের স্থপতি ছিলেন গম্ভীর। ২০১১ বিশ্বকাপের ফাইনালে, এই জুটি চতুর্থ উইকেটে ১০৯ রানের জুটি গড়ে ভারতকে শিরোপা এনে দিয়েছিল।

IPL KKR Kolkata Knight Riders CSK Chennai Super Kings IPL 2024
Advertisment